বারাকা পাওয়ারের বোর্ড সভা ৭ জুন

baraka-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি  শিল্প খাতের কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৭ জুন আহবান করা হয়েছে।  ডিএসই সূত্রে  এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২০ সালের ৩১ মার্চ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৪ টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

প্রাইম ব্যাংকের ১ম প্রান্তিকে ইপিএস ৪২ পয়সা

primeস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি প্রাইম ব্যাংক লিমিটেডের প্রথম প্রান্তিকের আয় বেড়েছে। আগের বছরের প্রথম প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির এ মুনাফা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২০ থেকে মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটির এ প্রান্তিকে শেয়ার প্রতি আয় বা ইপিএস করেছে ৪২ পয়সা। আগের বছর এ প্রান্তিকে ব্যাংকটির ইপিএস ছিল ৩৭ পয়সা।

এই প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি সম্পদ (ন্যাভ) দাঁড়িয়েছে ২৩.৮৬ টাকা। যা আগের বছর একই সময় ছিল ২৩.৫৭ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

লংকা বাংলা ফাইন্যান্সের বোর্ড সভা ৮ জুন

lankaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি লংকা বাংলা  ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেণ্ট  লিমিটেডের বোর্ড সভা আগামী ৮ জুন অনুষ্ঠিত হবে। এ বোর্ড সভায় কোম্পানিটি লভ্যাংশ ঘোষণা করতে পারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, প্রতিষ্ঠানের পরিচালনা বোর্ডের সিদ্ধান্তে বেলা ৩ টায় বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) ৩১ ডিসেম্বর ২০১৯ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভা থেকে গত বছরের লভ্যাংশ, এজিএম ও রেকর্ড ডেটের সিদ্ধান্ত নিয়ে তা শেয়ারহোল্ডারদের জানানো হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি