মেঘনা লাইফের ১ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা

megna-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যূরেন্স লিমিটেডের একজন পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

উম্মে খাদিজা মেঘনা নামে বিমাটির পরিচালক ১ লাখ শেয়ার চলমান বাজার দরে ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে কোমটির পক্ষ থেকে জানানো হয়।

এ পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে ব্লক মার্কেট হতে ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এম.

মার্কেন্টাইল ইন্স্যূরেন্সের আয় কমে অর্ধেকে নেমেছে

mercantile-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি মার্কেন্টাইল ইন্সুরেন্স লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (এপিল-জুন ২০) কোম্পানির শেয়ার প্রতি সম্বনিত আয় (ইপিএস) হয়েছে ০.০৭ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.১৮ টাকা।

আর (জানু-জুন, ২০) এ ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি সম্বনিত আয় (ইপিএস) হয়েছে ০.৪০ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৮০ টাকা।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের সম্বনিত মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮.৭০ টাকা। যা ২০১৯ সালের ৩১ ডিসেম্বর ছিল ১৮.২৭ টাকা।

স্টকমার্কেটিবিডি.কম/