ডিএসইতে পিই রেশিও কমেছে ০.০১ পয়েন্ট

স্টকমার্কেটবিডি ডেস্ক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৬ থেকে ২০ জানুয়ারি) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। ডিএসই’র সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিলো ১৬.৯৪ পয়েন্টে। আর সপ্তাহ শেষে পিই রেশিও অবস্থান করছে ১৬.৯৩ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.০১ পয়েন্ট বা ০.০৬ শতাংশ কমেছে।

এর আগের সপ্তাহের (৯ থেকে ১৩ জানুয়ারি) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৬.৮১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে পিই রেশিও ছিল ১৬.৯৪ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.১৩ পয়েন্ট বা ০.৭৭ শতাংশ বেড়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় বিএসসি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৬৯৬ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৩৮৭ কোটি ৬৫ লাখ টাকার।

৩৬৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ফরচুন সুজ লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সাইফ পাওয়ারটেকের ৩১৬ কোটি ৫৪ লাখ, জিপিএইচ ইস্পাতের ২৩০ কোটি ৭১ লাখ, পাওয়ার গ্রিডের ২১৮ কোটি ৬ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইলের ১৯৮ কোটি ৭৩ লাখ, আরএকে সিরামিকসের ১৯৮ কোটি ৩৭ লাখ, ফারইষ্ট লাইফ ইন্স্যুরেন্সেরের ১৮৭ কোটি ৯৭ লাখ ও ওরিয়ন ফার্মা লিমিটেডের ১৬৮ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

সপ্তাহজুড়ে বেড়েছে মূলধন, সূচক ও লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে। এসময় সেখানে লেনদেন ও সবগুলো সূচক বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৮ হাজার ২৪৩ কোটি ১৯ লাখ টাকার। যা আগের সপ্তাহের ৫ দিনে হয়েছিল ৭ হাজার ৮৩২ কোটি ৪৪ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৫.২৪ শতাংশ বেড়েছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ১৬৪৮ কোটি ৬৩ লাখ টাকার হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৫৬৬ কোটি ৪৮ লাখ টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন ৫.২৪ শতাংশ বেড়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৮.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ১০৫ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৯.০৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৬৩৫ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ৬.৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫০৮ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২২৪টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির শেয়ার ও ইউনিটের দর। আর ৪টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৬৪ হাজার ৯৯৬ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৬৫ হাজার ২৩৫ কোটি টাকা। এই হিসাবে গত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন ২৩৯ কোটি টাকা বা ০.০৪ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/