ঝিল বাংলা সুগার মিলসের নো ডেভিডেন্ট ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঝিল বাংলা সুগার মিলস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য নো ডেভিডেন্ট ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) অনুষ্ঠিত ৩০ জুন ২০২২ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৮৮.২৭ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদের দায় দাঁড়িয়েছে ৯০৫.৭০ টাকা।

আগামী ২৭ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ

স্কয়ার ফার্মার লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ নগদ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) অনুষ্ঠিত ৩০ জুন ২০২২ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২০.৫১ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ১১৬.৭০ টাকা।

আগামী ২৪ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ

কুইন সাউথ টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ নগদ ও ৬ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) অনুষ্ঠিত ৩০ জুন ২০২২ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৬৪ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ১৬.০৪ টাকা।

আগামী ২২ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ

২০৩০ সালের মধ্যে বিশ্বের ৯ম ভোক্তাবাজার হবে বাংলাদেশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী ২০৩০ সালের মধ্যে বিশ্বের নবম কনজ্যুমার মার্কেট বা ভোক্তাবাজারে পরিণত হবে বাংলাদেশ। এ ক্ষেত্রে বাংলাদেশ জার্মানি ও যুক্তরাজ্যকেও ছাড়িয়ে যাবে। ভোক্তাদের পিপিপি বা ক্রয়ক্ষমতার সমতা বেড়ে দ্রুত বর্ধনশীল বাজার হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। যে কয়েকটি দেশে ক্রেতাদের ব্যয়ে সর্বোচ্চ প্রবৃদ্ধি হতে পারে তার মধ্যে অন্যতম বাংলাদেশ। দেশের যেসব খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি আসতে পারে সেগুলোর মধ্যে রয়েছে- বীমা, আর্থিক সেবা, যানবাহন ক্রয়, কম্পিউটার যন্ত্রাংশ, ইম্পুটেড রেন্টাল, হাউজিং, বিনোদনমূলক আইটেম, ফটোগ্রাফি, প্যাকেজ হলিডেসহ বিভিন্ন সেবা।

গতকাল বুধবার প্রকাশিত এইচএসবিসি গ্লোবাল রিসার্চের এক প্রতিবেদনে এমন পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। ডেমোগ্রাফিক ডাটাবেজ বিশ্নেষণ করে প্রতিবেদনে বলা হয়েছে, কনজ্যুমার মার্কেটে বাংলাদেশ দ্রুততম প্রবৃদ্ধি দেখবে বলে আশা করা যাচ্ছে। এই দশকের পিপিপি অনুসারে স্থিতিশীলভাবে জনগণের মাথাপিছু দৈনিক আয় হবে দিনে ২০ ডলারের বেশি। এ ক্ষেত্রে এই অঞ্চলে ভারত, ফিলিপাইন, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার পরই হবে বাংলাদেশের অবস্থান।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সাল নাগাদ বিশ্ব ভোক্তাবাজারে অন্যতম শীর্ষস্থান অর্জন করবে এশিয়া। চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের পর চতুর্থ বৃহত্তম কনজ্যুমার মার্কেট হিসেবে ব্রাজিলকে অতিক্রম করে যাবে ইন্দোনেশিয়া। সবচেয়ে দ্রুত বর্ধনশীল বাজার হিসেবে বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে জার্মানি ও যুক্তরাজ্যকে পেছনে ফেলে সারাবিশ্বের নবম বৃহত্তম কনজ্যুমার মার্কেট হবে।

এইচএসবিসি গ্লোবাল রিসার্চ প্রকাশিত দ্য ফ্লাইং ডাচম্যানের ‘এশিয়াস শপার্স ইন ২০৩০’ শীর্ষক ওই প্রতিবেদনে দেওয়া তথ্যানুসারে, আগামী কয়েক দশকে সারাবিশ্বে বিশেষ করে এশিয়ায় একটি উল্লেখযোগ্য জনতাত্ত্বিক পরিবর্তন ঘটতে যাচ্ছে। এশিয়ার ক্ষেত্রে বলা যেতে পারে, অঞ্চলটি আরও পরিণত, সম্পদশালী হয়ে ওঠার পাশাপাশি এখানকার পারিবারিক কাঠামো ছোট হয়ে আসবে। ফলে এশিয়াজুড়ে ক্রেতাদের খরচের রূপরেখায় আমূল পরিবর্তন আসবে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই দশকে বাংলাদেশ, ভিয়েতনাম ও ভারত ক্রেতাদের ব্যয়ের সর্বাধিক প্রবৃদ্ধি দেখবে বলে আশা করা হচ্ছে। এতে বলা হয়, ২০৩০ সাল নাগাদ সামগ্রিক বাজারে পতন দেখবে কোরিয়া ও জাপান। ২০৩০ সালে ৮০ কোটি এবং ২০৪০ সালে ৮২ কোটি ভোক্তা নিয়ে আকারের দিক থেকে বৃহত্তম ভোক্তাবাজার হিসেবে চীন তার শীর্ষ অবস্থান ধরে রাখতে পারে।

স্টকমার্কেটবিডি.কম///

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় ওরিয়ন ফার্মা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১১৭ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ফার্মা লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৭৭ কোটি ২২ লাখ টাকার।

আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড ৬০ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইষ্টার্ণ হাউজিংর ৪৪ কোটি ৩৯ লাখ, জেমিনী সী ফুডসের ৩৬ কোটি ৯ লাখ, কেডিএস এক্সেসরিজের ২৮ কোটি ৫৫ লাখ, জেএমআই হসপিটাল রিকুইজিটির ২৫ কোটি ২২ লাখ, এডিএন টেলিকমের ২০ কোটি, সোনালী পেপার এন্ড বোর্ড মিলসের ২১ কোটি ৩ লাখ ও বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেডের ২০ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম//

  1. বেক্সিমকো লিমিটেড
  2. ওরিয়ন ফার্মা
  3. আনোয়ার গ্যালভানাইজিং
  4. ইষ্টার্ণ হাউজিং
  5. জেমিনী সী ফুডস
  6. কেডিএস এক্সেসরিজ
  7. জেএমআই হসপিটাল রিকুইজিটি
  8. এডিএন টেলিকম
  9. সোনালী পেপার এন্ড বোর্ড মিলস
  10. বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড।

মালেক স্পিনিংয়ের বোর্ড সভার দিন পরিবর্তন 

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মালেক স্পিনিং মিলস লিমিটেডের বাৎসরিক বোর্ড সভার দিন পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আগামী ২৫ অক্টোবর বেলা ২:৩০ টায় রাজধানীর তেজগাঁয়ে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

এর আগে ২২ অক্টোবর এই বোর্ড সভাটি আহবান করা হয়েছিল।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/বি

সাফকো স্পিনিংয়ের বোর্ড সভা আহবান 

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৭ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে ৪টায় রাজধানীর গুলশানে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

শাহজিবাজার পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৭ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন সন্ধ্যা ৬টায় রাজধানী মিরপুরে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর শেয়ারহোল্ডারদের জন্য ২৮ শতাংশ নগদ ও ৪ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/বি