ডিএসইর পিই রেশিও কমেছে ০.০৭ শতাংশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৩ থেকে ২৭ অক্টোবর) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ০.০৭ শতাংশ কমেছে ডিএসইর সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৭৩ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১৪.৭২ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.০১ পয়েন্ট বা ০.০৭ শতাংশ কমেছে।

এর আগের সপ্তাহের (১৬ থেকে ২০ অক্টোবর) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৮৬ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১৪.৭৩ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.১৩ পয়েন্ট বা ০.৮৭ শতাংশ কমেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

আমরা টেকনোলজিসের বোর্ড সভা স্থগিত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি শিল্প খাতের কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেডের বাৎসরিক বোর্ড বোর্ড সভা স্থগিত করা হয়েছে।  কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো জানা যায়, বোর্ড সভাটি আজ ২৮ অক্টোবর (শনিবার) হওয়ার কথা থাকলেও অনিবার্যকারণ বশত সভাটি স্থগিত করা হয়েছে। বোর্ড সভার নতুন দিন ও স্থান পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/বি

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো ; ২য় ওরিয়ন ফার্মা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৩২৭ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ফার্মা লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ২০৫ কোটি ৩৯ লাখ টাকার।

সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড ১৭২ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-  সী পার্লসের ১৪১ কোটি ৩০ লাখ , ইন্ট্রাাকোর ১৩৯ কোটি ৮৩ লাখ, আনোযার গ্যালভানাইজিংয়ের ১৩৯ কোটি ৫৭ লাখ, ইষ্টার্ণ হাউজিংর ১৩৭ কোটি ৭৭ লাখ, এডিএন টেলিকমের ১১৮ কোটি ৭৭ লাখ, ওরিয়ন ইনফিউশনের ৮৭ কোটি ৫১ লাখ ও জেএমআই হসপিটাল রিকুইজিটি লিমিটেডের ৮৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

সপ্তাহের ব্যবধানে কমেছে সূচক-লেনদেন-বাজার মূলধন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে। এসপ্তাহে সেখানে লেনদেন ও সূচকও কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৫৮৩ কোটি ৫২ লাখ টাকার। যা আগের সপ্তাহের ৫ দিনে লেনদেন হয়েছিল ৫ হাজার ৮০১ কোটি ২৪ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৩৮.২৩ শতাংশ কমেছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ৭১৬ কোটি ৭০ লাখ টাকার হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৬১৯ কোটি ৩৪ লাখ টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন ৩৮.২৩ শতাংশ কমেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৭৮ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১১.৮৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২২৬৫ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ৪.৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪০২ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৭১টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২২৯টির শেয়ার ও ইউনিটের দর। আর ১৩টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৯ হাজার ৯০৭ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬৯ হাজার ৬৬৫ কোটি টাকা। এই হিসাবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ৪৪২ কোটি টাকা বা ০.০৬ শতাংশ কমেছে।

স্টকমার্কেটবিডি.কম///