শেয়ারবাজারে তালিকাভূক্ত সিরামিকস খাতের কোম্পানি আরএকে সিরামিক্স (বাংলাদেশ) লিমিটেডের প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা নিজের হাতে থাকা প্রতিষ্ঠানের শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র থেকে জানা যায়, ইউএইর এক প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা আরএকে সিরামিকস পিএসসি কোম্পানি তাদের হাতে থাকা আরএকে সিরামিক্স (বাংলাদেশ) লিমিটেডের ২৪ কোটি ১৯ লাখ ১০ হাজার ২১টি শেয়ারের মধ্যে ৫ লাখ শেয়ার বিক্রয় করবেন।
আগামী ২৯ অক্টোবরের মধ্যে বাজার দরে এসব শেয়ার বিক্রয় করবে।
স্টকমার্কেটবিডি.কম/বিএ