শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন খাতের কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেড তৃতীয় প্রান্তিক অনিরীক্ষিত (জানু-মার্চ ১৫) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী লোকসান করেছে কোম্পানিটির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এ প্রান্তিকে কেয়া কসমেটিকস শেয়ার প্রতি আয় লোকসান হয়েছে ১৪ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ (ন্যাভ) হয়েছে ১৯.৭৭ টাকা। আগের বছরে একই সময়ে ছিল ইপিএস ছিল ২৩ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ (ন্যাভ) ছিল ১৯.৮০ টাকা।
স্টকমার্কেটবিডি.কম/এম/বি