পাকিস্তানিদের ভিসা প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্ত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ও পাকিস্তান পারস্পরিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী হয়ে উঠেছে। এ কারণে দেশ দুটি একে অপরের ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্ত নিয়েছে। উভয় দেশের মধ্যে সহযোগিতার নতুন এই উদ্যোগকে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইকবাল হুসেইন খান জানান, দুই দেশের ব্যবসায়ীদের ভিসা প্রাপ্তি সহজ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির বিষয়টি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার পাকিস্তানকে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ পথ মনে করে। লাহোরের গুজরাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জিটিসিসিআই)-তে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি জানান, আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভিসা প্রক্রিয়া সহজীকরণে গুরুত্ব দেওয়া হচ্ছে।

ইকবাল হুসেইন আরও জানান, ইতোমধ্যে ব্যবসায়িক প্রতিনিধিদের ভিসা প্রদান শুরু হয়েছে এবং চলতি বছরের ডিসেম্বর মাসে একটি অনলাইন ভিসা সেবা চালু করার পরিকল্পনা রয়েছে, যা পুরো প্রক্রিয়াটিকে আরও সহজ ও দ্রুততর করবে।

স্টকমার্কেটবিডি.কম////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *