স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
কারখানা বন্ধের প্রতিবাদ ও বকেয়া বেতনের দাবিতে রাজধানীর বনানী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।
আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বনানীর সৈনিক ক্লাবের সামনের সড়ক অবরোধ করেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বনানীর চেয়ারম্যান বাড়ী এলাকার পোশাক কারখানা অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরা আজ সকালে কাজে এসে দেখেন কারখানা বন্ধের নোটিশ ঝুলছে। এর প্রতিবাদে তারা সৈনিক ক্লাবের সড়ক অবরোধ করেন।’
সাহান বলেন, ‘এই কারখানায় তিন শতাধিক শ্রমিক কাজ করেন। তাদের এপ্রিল মাসের বেতন বকেয়া। এ রকম হঠাৎ কারখানা বন্ধ করতে হলে শ্রমিকদের অন্যান্য যেসব সুযোগ-সুবিধা দেওয়ার কথা; শ্রমিকদের অভিযোগ সেই নিয়ম মানা হয়।
স্টকমার্কেটবিডি.কম///