স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ১৬২ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা লাফার্জ হোলসিম বিডি লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৪৭ কোটি ৭১ লাখ টাকার।
২৮ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে বেক্স ফার্মা লিমিটেড।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ন্যাশনাল ফিড মিলের ২৬ কোটি ৮২ লাখ, কেয়া কসমেটিকসের ২৫ কোটি ৯১ লাখ, লংকা বাংলা ফাইন্যান্সের ২৪ কোটি ৭৭ লাখ, ফুয়াং ফুডসের ২১ কোটি ৯৮ লাখ, মতিন স্পিনিং মিলসের ২১ কোটি ৪৪ লাখ, স্কয়ার ফার্মাসিটিউক্যালসের ২০ কোটি ৫৬ লাখ ও আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৯ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এস