টেলিটকচতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবা ফোর-জি চালু করেছে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক। মহান বিজয় দিবসের দিনে ১৬ ডিসেম্বর পূর্বনির্ধারিত সময়েই এ সেবা চালু হয়েছে।
ফোর–জি চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করে টেলিটকের প্রকল্প পরিচালক রেজাউল কবির বলেন, গত রোববার সন্ধ্যায় বাণিজ্যিকভাবে টেলিটকের ফোর–জি চালু হয়েছে। প্রথম এই সেবা ঢাকার কয়েকটি অঞ্চলে পাওয়া যাচ্ছে। টেলিটকের গ্রাহকেরা শিগগিরই দেশের সব জায়গা থেকে এই ইন্টারনেট সেবা পাবেন। বাংলাদেশে ফোর–জি চালুর প্রায় ১০ মাস পর অবশেষে এই সেবা চালু করেছে টেলিটক।
বিজয়ের মাস উপলক্ষে ঢাকা ও চট্টগ্রামে বাণিজ্যিকভাবে ফোর–জি সেবা চালুর উদ্যোগ নিয়েছে টেলিটক।
স্টকমার্কেটবিডি.কম/জেড