রাশিয়ায় পোশাক রফতানিতে শুল্কমুক্ত সুবিধা চান বাণিজ্যমন্ত্রী

tofail Ministerস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাশিয়ার বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ২০২৫ সালের ওয়ার্ল্ড এক্সপোর আয়োজক হওয়ার প্রতিযোগিতায় বাংলাদেশের সমর্থনের আশায় ঢাকায় সফররত রাশিয়ার প্রতিনিধি দলের প্রধান ও দেশটির ডেপুটি কৃষিমিন্ত্রী লেভিন সার্গেই ইভোভিসের কাছে এ সুবিধা দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী।

রবিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন লেভিন সার্গেই ইভোভিস। সেখানে তিনি বাণিজ্যমন্ত্রীকে জানান, তার দেশ ২০২৫ সালের ওয়ার্ল্ড এক্সপোর আয়োজক হতে চায়। এ জন্য বাংলাদেশের সমর্থন তাদের দরকার হবে।

এরপরই বাণিজ্যমন্ত্রী তাকে বলেন, আপনাদের দেশের সঙ্গে আমাদের সব ধরনেই সম্পর্কই ভালো। রাশিয়ায় এখন ৭১টি পণ্য শুল্কমুক্ত সুবিধা পায় বাংলাদেশ। বাংলাদেশের তৈরি পোশাকের ভালোই চাহিদা আছে রাশিয়ায়। কিন্তু সেখানে এ পণ্যটির শুল্কমুক্ত প্রবেশাধিকার নেই।

মন্ত্রী বলেন, রাশিয়ায় বাংলাদেশের তৈরি পোশাকে শুল্কমুক্ত প্রবেশাধিকার পেলে দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

  1. স্কয়ার ফার্মা
  2. ইফাদ অটোস
  3. ন্যাশনাল ব্যাংক
  4. গ্রামীন ফোন
  5. গোল্ডেন গার্ভেষ্ট এগ্রো
  6. দেশবন্ধু পলিমার
  7. বিডি থাই
  8. ওয়েষ্টার্ণ শিপইয়ার্ড
  9. প্যারামাউন্ট টেক্সটাইল
  10. ন্যাশনাল টিউবস লিমিটেড।

ডিএসইতে ৩৪৪ ও সিএসইতে ১৭ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪৪ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে কমেছে। তবে এদিন সেখানে সবগুলো সূচক বেড়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১৭ কোটি টাকা উপরে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৪.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬১৪৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪১০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৯.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২২৬০ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৩৪৪ কোটি ৩৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ৩৫৮ কোটি ৯৬ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৬৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১১৩টির। আর দর অপরিবর্তিত আছে ৫৪টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – স্কয়ার ফার্মা, ইফাদ অটোস, ন্যাশনাল ব্যাংক, গ্রামীন ফোন, গোল্ডেন গার্ভেষ্ট এগ্রো, দেশবন্ধু পলিমার, বিডি থাই, ওয়েষ্টার্ণ শিপইয়ার্ড, প্যারামাউন্ট টেক্সটাইল ও ন্যাশনাল টিউবস লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৪৯.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৪৪৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ৮০টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

এদিন টাকায় লেনদেন হয়েছে ১৭ কোটি ৫৭ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২৪ কোটি ২৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কম হয়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ন্যাশনাল ব্যাংক ও রতনপুর স্টিলস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

গ্লোবাল হ্যাভি কেমিক্যালসের বোর্ড সভা ৩০ জানুয়ারি

Global-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ শিল্প খাতের কোম্পানি গ্লোবাল হ্যাভি কেমিক্যালস লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩০ জানুয়ারি আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর গুলশানে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ড্যাফোডিল কম্পিউটারের বোর্ড সভা ২৪ জানুয়ারি

dafodilস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি শিল্প খাতের কোম্পানি ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৪ জানুয়ারি আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টায় রাজধানীর কলাবাগানে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

মোজাফ্ফর হোসের স্পিনিংয়ের বোর্ড সভা আহবান

MOZAFFOR-SPENNINGস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি মোজাফ্ফর হোসের স্পিনিং মিলস লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৫ জানুয়ারি আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীর বারিধারাতে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ব্যবসা বাড়াতে রাইট ইস্যু করবে ওয়েস্টার্ন মেরিন

baseস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের বাইরে জাহাজ রফতানি তিন গুণে উন্নীত করার লক্ষ্যে রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলন করবে বলে জানিয়েছে তালিকাভু্ক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড।

জাহাজ শিল্পের বর্তমান অবস্থা ও ওয়েস্টার্ন মেরিনের অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছে কোম্পানিটি। অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবসায়িক কার্যক্রম তুলে ধরেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাখাওয়াত হোসেন।

জানা যায়, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা কাটিয়ে জাহাজ শিল্প ঘুরে দাঁড়ানোর প্রেক্ষাপটে নতুন করে ব্যবসা সম্প্রসারণের কথা ভাবছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। পাঁচ বছরের মধ্যে দেশের বাইরে জাহাজ রফতানি তিন গুণে উন্নীত করার একটি প্রাথমিক পরিকল্পনা নিয়েছে কোম্পানিটি। এজন্য তারা রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলন করবে।

সংবাদ সম্মেলনে মো. সাখাওয়াত হোসেন বলেন, ওয়েস্টার্ন মেরিন ফেরি, কার্গো ভেসেল, প্যাসেঞ্জার ভেসেল, অফসোর পেট্রল ভেসেল, হাই-টেক ফিশিং ট্রলার, টাগবোট, ল্যান্ডিং ক্রাফট ট্যাংক নির্মাণ করে। ২০০০ সালে কার্যক্রম শুরুর পর এখন পর্যন্ত ১৪৩টি জাহাজ নির্মাণ করেছে। দেশী চাহিদা মিটিয়ে এখন পর্যন্ত জার্মানি, ডেনমার্ক, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড, একুয়েডর, তানজানিয়া, পাকিস্তান, গাম্বিয়া, উগান্ড, ভারত, কেনিয়া, দুবাইসহ বিভিন্ন দেশে রফতানি করা হয়েছে ৩১টি জাহাজ। অভ্যন্তরীণ ও রফতানি আদেশ নিয়ে বর্তমানে আরো ৩৮টি জাহাজ নির্মাণাধীন। রফতানি চাহিদার মধ্যে আটটি জাহাজ ভারত, নেদারল্যান্ডস ও নরওয়ের জন্য নির্মাণ করা হচ্ছে। এছাড়া সম্প্রতি কেনিয়ায় অফসোর পেট্রল ভেসেল রফতানি করে ‘ওয়ার্ক বোট ওয়ার্ল্ড বেস্ট লার্জ পেট্রল বোট বিল্ডার-২০১৭’ পুরস্কার পেয়েছে ওয়েস্টার্ন মেরিন।

জাহাজ শিল্পের সম্ভাবনার কথা জানিয়ে কোম্পানির এমডি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও ইউরোজোনের সংকট কাটিয়ে অর্থনীতি আবার চাঙ্গা হওয়া শুরু করেছে, যা জাহাজ শিল্পের জন্য ইতিবাচক। বিশ্বব্যাপী মাঝারি ও ছোট জাহাজ নির্মাণে ২০০ বিলিয়ন ডলারের বাজারে বাংলাদেশের প্রায় ১ বিলিয়ন ডলার রফতানির সুযোগ রয়েছে। দেশে বর্তমানে জাহাজ রফতানিতে আমাদের বাজার অংশীদারিত্ব ২৫ শতাংশ হওয়ায় এ রফতানিতে বড় সুযোগ তৈরি হবে ওয়েস্টার্ন মেরিনের জন্য। বৈশ্বিক বাজারের পরিধি ২০০ বিলিয়ন ডলার হলে তাতে ওয়েস্টার্ন মেরিন ২৫০ মিলিয়ন ডলারের সুযোগ পাবে বলে আমরা আশাবাদী।

ওয়েস্টার্ন মেরিনের ভবিষ্যত্ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, বৈশ্বিক মন্দা কাটিয়ে নতুন সম্ভাবনা তৈরি হওয়ায় ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা নেয়া হয়েছে। অভ্যন্তরীণ বাজার ও রফতানি মিলে কোম্পানির বর্তমান বার্ষিক বিক্রি ৩০০ কোটি টাকার কাছাকাছি হলেও পাঁচ বছরে তা ৮০০ কোটির কাছাকাছি নেয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কোম্পানির এ সম্প্রসারণকাজে রাইট শেয়ার ইস্যুর পাশাপাশি নিজস্ব সম্পদ ব্যবহারের পরিকল্পনা রয়েছে। তবে নতুন করে বিনিয়োগের পরিমাণ ও রাইট শেয়ার থেকে মূলধন উত্তোলনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, বৈশ্বিক বাজারে জাহাজ শিল্পের মন্দাবস্থার কারণে কোম্পানির বাণিজ্যিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ে। কোম্পানির মুনাফা কমে যাওয়ার পাশাপাশি ব্যাংকের উচ্চসুদের কারণে ঋণখেলাপি হয়েছে। ব্যবসার বর্তমান ইতিবাচক ধারা অব্যাহত রেখে সম্প্রসারণ ও আধুনিকায়ন সম্পন্ন করতে পারলে এ সংকট থাকবে না বলে আশা প্রকাশ করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম, পরিচালক আবদুল মবিন, সোহেল হাসান ও স্বাধীন পরিচালক ওয়ালি-উল-মারূফ মতিন উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/টিএস

বিডি ল্যাম্পসের বোর্ড সভা ২৪ জানুয়ারি

bdlams-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি বিডি ল্যাম্পস লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৪ জানুয়ারি আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীর মহাখালীতে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

আপন জুয়েলার্সের মালিকের জামিন

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থ পাচারের অভিযোগে উত্তরা থানায় করা মামলায় আপন জুয়েলার্সের অন্যতম মালিক দিলদার আহমেদ আজ রোববার জামিন পেয়েছেন। পাসপোর্ট জমা রাখার শর্তে তাঁকে জামিন দেওয়া হয়েছে।

সর্বশেষ এ মামলায় জামিন পাওয়ায় দিলদার আহমেদের কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী।

জামিন প্রশ্নে রুলের ওপর শুনানি শেষে এর আগে হাইকোর্ট বিষয়টি স্ট্যান্ডওভার (মুলতবি) রেখেছিলেন। এর ধারাবাহিকতায় আজ বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে দিলদারের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ এম আমিন উদ্দিন ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরশেদ।

আপন জুয়েলার্সের তিন মালিক দিলদার আহমেদ এবং তাঁর দুই ভাই গুলজার আহমেদ ও আজাদ আহমেদের বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে দিলদার আহমেদের নামে রয়েছে তিনটি মামলা। তাঁর দুই ভাই আগেই জামিন পান। দিলদার আহমেদ তাঁর সর্বশেষ মামলায় আজ জামিন পেলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/টিএস

হামিদ ফেব্রিকসের বোর্ড সভা ২৪ জানুয়ারি

hamid-fabrics-ltdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি হামিদ ফেব্রিকস লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৪ জানুয়ারি আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীর গুলশানে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ