ব্যাংকে নিয়োগ পরীক্ষা নিয়ে বিতর্ক, জরুরি সভা ডেকেছে বিএসসি

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যাংকে নিয়োগ পরীক্ষা নিয়ে নানা আলোচনা-সমালোচনার পরিপ্রেক্ষিতে এক জরুরি সভা ডেকেছে ব্যাংক সিলেকশন কমিটি (বিএসসি)। আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় বাংলাদেশ ব্যাংকে এই সভা অনুষ্ঠিত হবে।

সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের নেতৃত্বে ব্যাংক সিলেকশন কমিটির প্রতিনিধি, রাষ্ট্রীয় মালিকানাধীন ১৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী ও অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নেবেন।

উল্লেখ্য, গত শুক্রবার ব্যাংক সিলেকশন কমিটির অধীনে ৮টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৬১টি কেন্দ্রের মধ্যে ১টি কেন্দ্রে স্থগিত ও অন্যান্য আরো কয়েকটি কেন্দ্রে অব্যবস্থাপনার অভিযোগে চাকরিপ্রার্থীদের একাংশ গতকাল ও আজ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

হাইডেলবার্গ সিমেন্টকে শেয়ার অধিগ্রহণের অনুমোদন

hedelস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাইডেলবার্গ সিমেন্টকে মেঘনা এনার্জি লিমিটেডের ৯৯.৯৯ শতাংশ শেয়ার অধিগ্রহণের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংক স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছে। তাই বাংলাদেশ ব্যাংক মেঘনা এনার্জির ৪০ লাখ ৫৬ হাজার ৪৫৭টি শেয়ার হস্তান্তরের অনুমতি দিয়েছে।

উল্লেখ্য, মেঘনা এনার্জি লিমিটেড একটি বেসরকারি কোম্পানি। এটি বাংলাদেশে অর্ন্তভুক্ত। এই কোম্পানিটি ছোট বিদ্যুৎ প্লান্ট হিসাবে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ করে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

  1. গ্রামীন ফোন
  2. স্কয়ার ফার্মা
  3. ইফাদ অটোস
  4. মার্কেন্টাইল ব্যাংক
  5. ন্যাশনাল টিউবস
  6. সিটি ব্যাংক
  7. ইউনাইটেড পাওয়ার
  8. বিডি থাই
  9. ড্রাগন সোয়েটার
  10. ব্র্যাক ব্যাংক লিমিটেড।

ডিএসইতে ও সিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সূচক

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। তবে এদিন সব ধরণের সূচকই কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন হয়েছে ১৭ কোটি টাকা। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬০.০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬০৫৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৭৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৭.৬৩ পয়েন্ট কমে অবস্থান করে ২২২৪ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৪০৬ কোটি ১৪ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেনের পরিমাণ ছিল ৩২৮ কোটি ৮ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৪০টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৫৬টির। আর দর অপরিবর্তিত আছে ৪০ টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – গ্রামিন ফোন, স্কয়ার ফার্মা, ইফাদ অটোস, মার্কেন্টাইল ব্যাংক, ন্যাশনাল টিউবস, সিটি ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, বিডি থাই, ড্রাগন সোয়েটার ও ব্র্যাক ব্যাংক লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১০১.২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৩০৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৪টির, কমেছে ১৩৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

এদিন টাকায় লেনদেন হয়েছে ১৭ কোটি ৭২ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেন হয়েছিল ১৬ কোটি ৪৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেশি হয়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে স্কয়ার ফার্মা ও এক্সিম ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ভালো লভ্যাংশ দিয়ে ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে ফরচুন সুজ

fortuneস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি ফরচুন সুজ লিমিটেড ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। ভালো লভ্যাংশ দিয়ে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি গত ৩০ জুনে সমাপ্ত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

আগামীকাল ১৬ জানুয়ারি থেকে শেয়ারবাজারে কোম্পানিটি এন এর পরিবর্তে‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

ইষ্টার্ণ হাউজিংয়ের বোর্ড সভা ১৮ জানুয়ারি

eastern-housing-ltdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন শিল্প খাতের কোম্পানি ইষ্টার্ণ হাউজিং লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৮ জানুয়ারি আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন সন্ধ্যা ৬টায় রাজধানীর বনানীতে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ড্রাগন সোয়েটারের ২য় প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

dragonস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার স্পিনিং লিমিটেড চলতি বছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার কোম্পানিটির বোর্ড সভায় ২য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। এই প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৫ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪২ পয়সা। এ হিসাবে চলতি বছরের ২য় প্রান্তিকে কোম্পানির ইপিএস বেড়েছে ।

চলতি বছরের ৩০ ডিসেম্বর কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪.৯৭ টাকা। যা ২০১৭ সালের ৩০ জুন ছিল ১৩.৬৭ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সিএসই৩০ ইনডেক্সে যুক্ত হলো ৮ কোম্পানি

CSE-Final-Logoস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) ৩০ ইনডেক্স নতুন ৮ কোম্পানি যুক্ত করা হয়েছে। আর এ তালিকা থেকে ৮ কোম্পানিকে বাদ দেওয়া হয়েছে। যা কার্যকরী হবে আগামী ২৫ জানুয়ারী থেকে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সিএসই এর তালিকাভুক্ত কোম্পানীগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই৩০ ইনডেক্স চুড়ান্ত করা হয়েছে। নতুন করে তালিকাভুক্ত হওয়া কোম্পানীগুলো হলো- দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস, অরিয়ন ফার্মা, রতনপুর স্টীল রি-রোলিং মিলস, ইস্টার্ন হাউজিং, এমজেএল বাংলাদেশ, এবি ব্যাংক, বেক্সিমকো লিমিটেড এবং আমান ফিড লিমিটেড।

বাদ যাওয়া কোম্পানীগুলো হলো- অ্যাকটিভ ফাইন ক্যামিক্যালস্ লিমিটেড, অ্যাগ্রিকালচারাল মার্কেটিং কো: লি:, অ্যাপেক্স ট্যানারী লিমিটেড, অ্যারামিট লিমিটেড, বাটা সু কোম্পানী (বিডি) লি:, ব্র্যাক ব্যাংক লিমিটেড, লিন্ডে বাংলাদেশ লিমিটেড এবং স্কয়ার টেক্সটাইলস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

টেলিটক-সিটিসেল-বাংলালিংক-গ্রামীণফোণ ও রবি ফোরজি চায়

BTRC-sm2018011116042820180114163731স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চতুর্থ প্রজন্মের (ফোরজি) মোবাইল সেবার জন্য পাঁচটি মোবাইল ফোন আবেদন করেছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

রবিবার বিটিআরসি ভবনে সংবাদ সম্মেলনে সংস্থার চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ একথা জানান।

তিনি বলেন, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, শেষ পর্যন্ত ফোরজি সেবা শুরু করতে যাচ্ছি। লাইসেন্সের জন্য শেষ সময় (রবিবার) বেলা ১২টা পর্যন্ত পাঁচটি সংগঠনের কাছ থেকে আবেদন পাওয়া গেছে।

ফোরজির জন্য টেলিটক বাংলাদেশ লিমিটেড, প্যাসিফিক বাংলাদেশ টেলিকম (সিটিসেল), বাংলালিংক, গ্রামীণফোণ ও রবি আবেদন জমা দিয়েছে। আর তরঙ্গ নিলামের জন্য সিটিসেল, বাংলালিংক, গ্রামীণফোণ ও রবি আবেদন করেছে।

তবে বিদেশি কোনো প্রতিষ্ঠান চাইলে এখনও আবেদন করতে পারবে বলে জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ডিএসইএক্সে ১৯ আর ডিএসই-৩০ সূচকে যোগ হলো তিন কোম্পানি

dse1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স সূচকে নতুন করে আরও ১৯টি কোম্পানি অন্তর্ভুক্ত করা হয়েছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

কোম্পানিগুলো হচ্ছে- ফরচুন সুজ, আমরা নেটওয়ার্কস, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, রেকিট বেনকিজার, নুরানী ডাইং অ্যান্ড সোয়েটার, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, কে অ্যান্ড কিউ, আজিজ পাইপস, নিটল ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, সমতা লেদার কমপ্লেক্স, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, জিল বাংলা সুগার, ইমাম বাটন, মেঘনা কনডেন্স মিল্ক, শ্যামপুর সুগার, মুন্নু জুট স্টাফলার্স এবং মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ।

কোম্পানিগুলো আগামী ২১ জানুয়ারি থেকে ডিএসইএক্স সূচকে অন্তর্ভুক্ত করা হবে।

একই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান সূচকের পাশাপাশি ডিএসই-৩০ সূচকে তিনটি কোম্পানি অন্তর্ভুক্তি হয়েছে। কোম্পানি হলো- ইস্টার্ন ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম এবং সিনো বাংলা।

ভাল পারফরমেন্স না করতে পারায় এ সূচকে থাকা- বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, পূবালী ব্যাংক এবং যমুনা অয়েল লিমিটেডকে বাদ দেওয়া হয়েছে। এ তিন কোম্পানির নতুন সূচকে অন্তর্ভুক্ত হয়ে কার্যক্রম শুরু হবে ২১ জানুয়ারি থেকে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি