রাজধানীতে তিন দিনের উন্নয়ন মেলা শুরু ১১ জানুয়ারি

9ebeb08f2bc39348dce7e5fc0dddadbc-5a54b80f8ee5eস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে আগামী ১১ জানুয়ারি শুরু হচ্ছে তিন দিনের উন্নয়ন মেলা। ওইদিন সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেলা চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত। জনসাধারণের সামনে সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হবে এ আয়োজনে।

মেলায় দেশের সব মন্ত্রণালয়, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলাবাহিনীর পৃথক পৃথক স্টল থাকবে। সব সরকারি, আধাসরকারি ও বেসরকারি সংস্থার পক্ষ থেকে দর্শনার্থীদের সামনে নিজেদের উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হবে। একইসঙ্গে সরকারি সংস্থাগুলোর সেবাগুলোও দেওয়া হবে।

সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হবে দেশের মুক্তিযুদ্ধ ও আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন দিক। প্রতিদিন বিকালে দেশবরেণ্য শিল্পীদের পরিবেশনায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও রয়েছে আলোচনা সভা, মুক্তিযুদ্ধবিষয়ক কুইজ, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা।

ঢাকা জেলা প্রশাসন সূত্র জানায়, ‘উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ’ মূলমন্ত্রকে ধারণ করে ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। ওই সূত্রটির ভাষ্য, ‘২০০৮ থেকে ২০১৭ পর্যন্ত দেশে অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে। গত ১৩ বছরের এসব অগ্রগতি ও উন্নয়ন চিত্র তুলে ধরা হবে এবারের মেলায়।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে ১০টি বিশেষ উদ্যোগ গ্রহণের ঘোষণার মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এগুলো হলো— একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন কর্মসূচি, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, বিনিয়োগ উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। এবারের মেলায় এসব বিষয়ের ওপর হবে বিশেষ প্রদর্শনী।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

  1. ইফাদ অটোস
  2. আলিফ ইন্ডাস্ট্রিজ
  3. প্যারামাউন্ট টেক্সটাইল
  4. ন্যাশনাল টিউবস
  5. লাফার্জ সুরমা সিমেন্ট
  6. বিডি থাই
  7. গোল্ডন হার্ভেষ্ট এগ্রো
  8. আল আরাফাহ ব্যাংক
  9. ড্রাগন সোয়েটার
  10. কনফিডেন্স সিমেন্ট লিমিটেড।

ডিএসইতে ৪৩৯ ও সিএসইতে ৩১ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৪৩৯ কোটি টাকার উপরে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন হয়েছে ৩৯ কোটি টাকা। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৬.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬১৭২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৮৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৯.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২২৫৩ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৪৪৮ কোটি ৩০ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ৪৪৮ কোটি ১২ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৮৯টির। আর দর অপরিবর্তিত আছে ৪২টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ইফাদ অটোস, আলিফ ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট টেক্সটাইল, ন্যাশনাল টিউবস, লাফার্জ সুরমা সিমেন্ট, বিডি থাই, গোল্ডন হার্ভেষ্ট এগ্রো, আল আরাফাহ ব্যাংক, ড্রাগন সোয়েটার ও কনফিডেন্স সিমেন্ট লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৫০.৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৫৩৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ১৪৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

এদিন টাকায় লেনদেন হয়েছে ৩১ কোটি ৪৭ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ২০ কোটি ৭৩ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অর্ধেক হয়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ডাচ-বাংলা ব্যাংক ও লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

৫টি কোম্পানির লভ্যাংশ পাঠিয়েছে সিডিবিএল

dividendস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫টি কোম্পানির গত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

এই ৫টি কোম্পানি : আল-হাজ্ব টেক্সটাইল, এটলাস বাংলাদেশ, বেক্সিমকো, ডেল্টা স্পিনার্স এবং ফরচুন সু লিমিটেড।

সূত্র মতে, ১০ জানুয়ারি এই সব কোম্পানির লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে সিডিবিএল।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

সিভিও পেট্রোর লভ্যাংশ বিনিয়োগকারীদের বিতরণ

CVO_logo2স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও বিদ্যুৎ খাতের কোম্পানি সিভিও পেট্রো ক্যামিকেল রিফাইনারি লিমিটেড গত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, সিভিও পেট্রো ক্যামিকেল রিফাইনারি লিমিটেড ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের জন্য ২ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়।

স্টকমার্কেটবিডি.কম/এস

ইফাদ অটোসের লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও হিসাবে

Ifad-autosস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোস লিমিটেড গত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঠিয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, ইফাদ অটোস ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের জন্য ২১ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়।

স্টকমার্কেটবিডি.কম/এস

২টি মিউচ্যৃয়াল ফান্ডের ট্রাষ্টি সভা ১৬ জানুয়ারি

boardস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের দুই প্রতিষ্ঠান এনএলআই ফার্ষ্ট মিউচ্যুয়াল ফান্ড ও সাউথইষ্ট ব্যাংক ফার্ষ্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাষ্টি সভা আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই সভায় ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এই কোম্পানিটি আগামী ১৬ জানুয়ারি বেলা ৩ টায় নিজস্ব কার্যালয়ে এই বোর্ড সভা করবে।

ট্রাষ্টি সভায় পরিচালনা বাের্ডর সর্বসম্মতিতে কোম্পানিটি সর্বশেষ আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/এস

ক্রিডেন্স ফার্স্ট শরিয়াহ ইউনিট ফান্ডের খসড়া অনুমোদন

mutualস্টকমার্কেটবিডি ডেস্ক :

ক্রিডেন্স ফার্স্ট শরিয়াহ ইউনিট ফান্ডের খসড়া অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ মঙ্গলবার কমিশনের সভায় এই অনুমোদন দেওয়া হয়।

কমিশন সূত্রে জানা গেছে, মিউচ্যুয়াল ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তার অংশ ১ কোটি টাকা। আর সকল বিনিয়োগকারীদের জন্য বরাদ্ধ রাখা হয়েছে ৯ কোটি টাকা। যা ইউনিট বিক্রয়ের মাধ্যমে উত্তোলন করা হবে।

ফান্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ১০ টাকা। ফান্ডটির উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপক ক্রিডেন্স এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।

এছাড়াও ফান্ডটির ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

আইন ভঙ্গের দায়ে ড্রাগন সোয়েটারকে ৩০ লাখ টাকা জরিমানা

dragonস্টকমার্কেটবিডি ডেস্ক :

সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডকে ৩০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ অনুষ্ঠিত কমিশনের ৬২৩তম সভায় কোম্পানিটিকে জরিমানা করা হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ড্রাগন সোয়েটার মোট আইপিও ফান্ডের ৫৩.৬২ শতাংশ নগদ ব্যয় কিন্তু তা খরচ হিসাবে আর্থিক বিবরণীতে প্রদর্শন করেনি। বুকস অব একাউন্টস সঠিকভাবে সংরক্ষণ না করায় তাদের আর্থিকক বিবরণীতে সঠিক ও যথাযথ তথ্য প্রতিফলিত না হওয়ার মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স,১৯৬৯ এর ১৮ ধারার লঙ্ঘন হয়েছে।

এছাড়া প্রসপেক্টাসে উল্লেখিত ঘোষণা মোতাবেক যন্ত্রপাতি ক্রয় না করায়, যথাসময়ে প্রকল্প বাস্তবায়ন না করায় কোম্পানিটি আইপিও’র সম্পতি পতের প্যারা ৮ এর লঙ্ঘন করেছে।

এসকল সিকিউরিটিজ আইন ভঙ্গের কারণে ড্রাগন সোয়েটারকে ৩০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

ঢাকা ডায়িংয়ের রাইটের প্রস্তাব বাতিল

dhakaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত বস্ত্র খাতের কোম্পানি ঢাকা ডাইং এন্ড ম্যানুফ্যাকচারিংয়ের রাইট শেয়ার ছাড়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড একচেঞ্জে কমিশন (বিএসইসি)।

আজ মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানির ৬২৩তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা যায়, ঢাকা ডাইং এন্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি তাদের রাইট অফার ডকুমেন্টস ১লা জুলাই ২০১৫ থেকে ৩০ সেপ্টম্বর ২০১৫ সময়ের নিরীক্ষত ত্রৈমাসিক হিসাব বিবরণী যথাযথভাবে আইএএস (IAS) না মেনে দাখিল করে। যাতে বিভিন্ন সময়ে নিরীক্ষকের আপত্তিকর মন্তব্য ছিল।

উক্ত সিকিউরিটিজ আইন ভঙ্গের জন্য কমিশন ঢাকা ডাইং এন্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ইস্যূ ম্যানেজার সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লি: ও বিএমএসএল ইনভেস্টমন্ট লি: সতর্ক পত্র পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি