শেয়ারবাজারে সূচকের বড় উত্থান; বেড়েছে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫৫ কোটি টাকা। এদিন সেখানে সূচকের বড় উত্থান হয়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক দুটোই রেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১২৮.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬০৯৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২২.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪‌১২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৩০.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২২৫৫ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৪৫৫ কোটি ৪৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ৩০০ কোটি ৬৪ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৯৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৭টির। আর দর অপরিবর্তিত আছে ১৪টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –লংকা বাংলা ফাইন্যান্স, আনোয়ার গ্যালভানাইজিং, স্কয়ার ফার্মা, মুন্নু সিরামিকস, মার্কেন্টাইল ব্যাংক, ফার্মা এইডস, আলিফ ইন্ডাস্ট্রিজ, কেয়া কসমেটিকস, গ্রামীন ফোন ও সিটি ব্যাংক লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২৪৪.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৩৭৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২৬টির, কমেছে ১৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ৭টির।

এদিন টাকায় লেনদেন হয়েছে ২১ কোটি ৬৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪৭ কোটি ৫২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লংকা বাংলা ফাইন্যান্স ও ইসলামিক ইন্স্যুরেন্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

গ্রীণ ডেল্টা ও মিথুন নিটিংয়ের বোর্ড সভা বিকালে

boardস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড ও মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে। ডিএসইর সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ রবিবার বিকালে এই বোর্ড সভাগুলো অনুষ্ঠিত হবে।

গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের বোর্ড সভা বিকেল পৌনে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের বোর্ড সভা ১১ ফেব্রুয়ারি, বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত (দ্বিতীয় প্রান্তিক) অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে বলে জানা গেছে।

স্টকমার্কেটবিডি.কম/

অ্যাডভেন্ট ফার্মার আইপিও আবেদন শুরু

adventস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন নেওয়া আজ রবিবার থেকে শুরু হয়েছে । এই আবেদন চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন সকাল হতে অনুমোদিত ব্রোকার হাউজগুলোতে এই আবেদন করতে পারবে বিনিয়োগকারীরা।

এর আগে ৬২২তম সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়।

জানা যায়, অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড আইপিওর মাধ্যমে বাজার থেকে ২০ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন। আর উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি ক্রয়, ভবন নির্মান এবং আইপিওর খরচ বাবদ ব্যয় করবে।

এদিকে, ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১২ টাকা ৪৫ পয়সা। এছাড়া, বিগত চার বছরের অার্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) গড় হারে হয়েছে ৯১ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড, আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং সিএপিএম এ্যাডভাইজরি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

মার্কেন্টাইল ব্যাংকের বোর্ড সভা ১৫ ফেব্রুয়ারি

mercantilস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ১৫ ফেব্রুয়ারি আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানটির ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীতে প্রতিষ্ঠানের নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

তাল্লু স্পিনিংয়ের ২য় প্রান্তিক বোর্ড সভা ১৪ ফেব্রুয়ারি

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি তাল্লু স্পিনিং লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৪ ফেব্রুয়ারি আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টায় রাজধানীর তেজগাঁয়ে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ