ইষ্টার্ণ ক্যাবলসের এজিএমের দিন নির্ধারণ

easternস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে প্রকৌশল শিল্প খাতের কোম্পানি ইষ্টার্ণ ক্যাবলস লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি কোম্পানির পরিচালনা বোর্ডের সভায় এই এজিএমের দিন নির্ধারণ করা হয়েছে ৩০ জুন।

কোম্পানির ৩১তম এজিএমটি চট্টগ্রামের পতেঙ্গায় কারখানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

তবে রেকর্ড ডেটসহ এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

এবি ব্যাংকের সাইফুল হকের পাসপোর্ট ফেরতের আদেশ স্থগিত

ab-bankস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এবি ব্যাংকের ১৬৫ কোটি টাকা পাচারের মামলায় গ্রেফতার হওয়া ব্যাংকটির গ্রাহক ও ব্যবসায়ী সাইফুল হকের পাসপোর্ট ফিরিয়ে দেওয়া সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১২ জুন) চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।

আদালতে দুদকের আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। তিনি সাংবাদিকে বলেন, ‘এর আগে এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সাইফুল হকের জামিন মঞ্জুর করে তার পাসপোর্ট ২৪ ঘণ্টার মধ্যে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

এই আদেশের বিরুদ্ধে আমরা চেম্বার আদালতে আবেদন জানাই। আদালত আমাদের আবেদনের শুনানি নিয়ে সাইফুল হকের পাসপোর্ট ফেরতের আদেশ স্থগিত করেছেন। একইসঙ্গে হাইকোর্টের দেওয়া তার জামিনের বিরুদ্ধে দুদকের শুনানির জন্য আগামী ২৫ জুন দিন ধার্য করেছেন।’

হাইকোর্টের আদেশের পর সাইফুল হক জামিনে কারামুক্ত আছেন বলেও জানান দুদকের এই আইনজীবী।

স্টকমার্কেটবিডি.কম/এমএম/জেআর

এসএমই ঋণের সুদ কমানোর উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভোক্তা ঋণ ও ক্রেডিট কার্ড ঋণ ছাড়া বাকি সব ঋণ এবং আমানতের সুদের হারের মধ্যে ব্যবধান ৪ শতাংশ নামিয়ে আনতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১২ জুন) সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক প্রজ্ঞাপনে এই নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনায় বিশেষভাবে বলা আছে- অন্যান্য ঋণের সঙ্গে এসএমই খাতের ঋণের সুদের হার ও হিসাবায়ন করে ঋণ ও আমানতের গড়ভারিত সুদ হারের ব্যবধান ৪ শতাংশের মধ্যে সীমিত রাখতে হবে।

এতোদিন কার্ড ও ভোক্তা ঋণ ছাড়া অন্যান্য খাতে ঋণ এবং আমানতের গড়ভারিত সুদ হারের ব্যবধান (স্প্রেড) ৫ শতাংশের মধ্যে সীমিত রাখার নির্দেশনা ছিল।

সাম্প্রতিক সময়ে ঋণে সুদের হার অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার কারণে গত ৩০ মে এই হার কমিয়ে স্প্রেড ৪ শতাংশ নামিয়ে আনার নির্দেশনা দিলেও এসএমই খাতের বিষয়ে পরিষ্কার করে কিছুই বলা ছিল না। ফলে ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে ভুল বোঝাবোঝি হচ্ছিল। এই ভুল বোঝাবোঝি দূর করতে মঙ্গলবার নতুন নির্দেশনা দিল কেন্দ্রীয় ব্যাংক।

নতুন নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক উল্লেখ করেছে, দেশের অর্থনৈতিক উন্নয়নে এসএমই খাতের ভূমিকা ও অগ্রাধিকার বিবেচনায় এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিসহ দেশে অধিকতর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উক্ত খাতে প্রদত্ত ঋণের সুদ হার যৌক্তিক পর্যায়ে নির্ধারণের নিমিত্তে অন্যান্য ঋণের সঙ্গে এসএমই খাতের সুদ হার অন্তর্ভুক্ত করে ঋণ ও আমানতের গড়ভারিত সুদ হারের ব্যবধান ৪ শতাংশের মধ্যে সীমিত রাখার জন্য নির্দেশনা জারি করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম/জেআর

এসকে ট্রিমসের লটারীর ফলাফল প্রকাশ : বিজয়ীদের তালিকা দেখুন

SKTILস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া এসকে ট্রিমসের আইপিও লটারী ড্র অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে, আইইবি মিলিনায়তন, এ ড্র হয়।

লটারিতে বিজযীদের তালিকা দেখতে ক্লিক করুন…………………

সাধারণ বিনিয়োগকারী

ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী

প্রবাসী বিনিয়োগকারী

ইলিজিবল ইনভেষ্টর

জানা গেছে, কোম্পানির আইপিওতে ৩০ গুনের বেশি আবেদন জমা পড়েছে।

এ ছাড়া, গত ১৪ মে থেকে ২২ মে পর্যন্ত এ কোম্পানির আইপিওতে বিনিয়োগকারীরা আবেদন করেন। এর আগে গত ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার বিএসইসির ৬২২তম কমিশন সভায় এর অনুমোদন দেয়া হয়। সভায় কোম্পানিকে ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন।

জানা যায়, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড আইপিওর মাধ্যমে ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ইস্যু করে শেয়ারবাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ কোম্পানিটি যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ভবন নির্মাণ এবং আইপিও খাতে খরচ করবে।

৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১২.৭৯ টাকা । এছাড়া, বিগত তিন বছরের অার্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) গড় হারে হয়েছে ১.৩১ টাকা।

কোম্পানিটি যন্ত্রপাতি ক্রয়, ভবন নির্মান এবং আইপিওর খরচ বাবদ এ টাকা ব্যয় করবে।

উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড এবং বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

জেমিনি ফুডের ঋণমান ‘বিবিবি+’ ও ‘এসটি-৩’

geminiস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি জেমিনি ফুড লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবিবি+’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-৩’। সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০১৮ সালের ৩১ মার্চ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ডাচ-বাংলা ব্যাংকের ঋণমান ‘এএ+’ ও ‘এসটি-১’

dutch-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ+’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-১’। সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০১৮ সালের ৩১ মার্চ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

সমতা লেদারের দর বাড়ার কোনো কারণ নেই

samataস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের শেয়ারের সাম্প্রতিক দরবৃদ্ধির নেপথ্যে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, ২৮ মে কোম্পানিটির শেয়ারদর ছিল ৪৭.৭ টাকা। আজ মঙ্গলবার ১২ জুন তা বেড়ে ৫৮.২ টাকা হয়।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রদান

takaful-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের নিকট পাঠিয়েছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে মতে, প্রতিষ্ঠানটি ৩১ ডিসেম্বর ২০১৭ সালে সমাপ্ত আর্থিক বছরের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের হিসাবে জমা হয়েছে। আর বোনাস লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটি ৩১ ডিসেম্বর ২০১৭ সালে সমাপ্ত আর্থিক বছরে ৫ শতাংশ নগদ ও ৬ শতাংশ বোনাস সহ মোট ১১ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. খুলনা পাওয়ার
  2. মুন্নু সিরামিকস
  3. ফার্মা এইডস
  4. ইউনাইটেড পাওয়ার
  5. গ্রামীন ফোন
  6. স্কয়ার ফার্মা
  7. জেএমআই সিরিঞ্জ
  8. আলিফ ইন্ডাস্ট্রিজ
  9. লিগ্যাসি ফুটওয়্যার
  10. ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।

দিন শেষে দুই শেয়ারবাজারে লেনদেন ও সূচক দুটোই বেড়েছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ৪৫৭ কোটি টাকা। যা আগের দিনের লেনদেনের চেয়ে প্রায় ৭ কোটি টাকা বেড়েছে। এদিন লেনদেনের সাথে সাথে সূচকও বেড়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক দুটোই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৫৭ কোটি ৮৬ লাখ টাকা। গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয় ৪৫০ কোটি টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৭ কোটি টাকা বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৮.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৩৬৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৩৮ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৫.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৫৮ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৯ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৯৮ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৮৮টির। আর দর অপরিবর্তিত আছে ৫৩টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – খুলনা পাওয়ার, মুন্নু সিরামিকস, ফার্মা এইডস, ইউনাইটেড পাওয়ার, গ্রামীন ফোন, স্কয়ার ফার্মা, জেএমআই সিরিঞ্জ, আলিফ ইন্ডাস্ট্রিজ, লিগ্যাসি ফুটওয়্যার ও ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।

এদিকে মঙ্গলবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৬৮.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৯৮৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২১৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ৭১টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৪টির।

এদিন লেনদেন হয়েছে ১৩ কোটি ৩০ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ১০ কোটি ৮৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল স্কয়ার ফার্মা ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম