শেয়ারবাজারে সূচকের সাথে বেড়েছে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন দিনশেষে সেখানে সূচক বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমলেও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৭৭২ কোটি ৯৭লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ৭৬৬ কোটি ৮৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৫.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮১১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩২৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৩.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০২৬ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৬১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪৫টির। আর দর অপরিবর্তিত আছে ৪০টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –ইউনাইটেড পাওয়ার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, লিগ্যাসী ফুটওয়ার, বার্জার্স পেইন্টস, সোনার বাংলা ইন্স্যুরেন্স, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, ডরিন পাওয়ার, প্রভাতী ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক ও ফরচুন সুজ লিমিটেড।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬২.৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৭৮১ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৮৬ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেন হয়েছে ৩৬ কোটি ১ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল জেনেক্স ইনফোসিস ও বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

দুলামিয়া কটনের দর বাড়ার তথ্য নেই

dulamiaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/বি

ফ্যামিলি টেক্সটাইলের ৬ মাসের ইপিএস .০০১ টাকা

familyস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি ফ্যামিলি টেক্সটাইল লিমিটেডের চলতি বছরের প্রথম ৬ মাসে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০০১ টাকা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুলাই হতে ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি আয় হয়েছে ০.০০১ টাকা। আর গত বছরও একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছিল ০.০০১ টাকা।

কোম্পানিটির চলতি বছরের অক্টোবর- ডিসেম্বরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.০২১ টাকা। যা আগের বছর একই সময় আয় ছিল ০.০০৩ টাকা।

চলতি বছর এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ১১.৭১ টাকা, যা গত ৩০ জুন ২০১৮ সালে ছিল ১২.২০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

আরএকে সিরামিক্সের নগদ ও বোনাস লভ্যাংশ ঘোষণা

RAK-CERAMIKস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস খাতের কোম্পানি আরএকে সিরামিক্স লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার অনুষ্ঠিত ৩১ ডিসেম্বর ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.২৯ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ১৭.৯৭ টাকা।

আগামী ৯ এপ্রিল কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ ফেব্রুয়ারি।

স্টকমার্কেটবিডি.কম/এ

এনসিসি ব্যাংক মি. ফান্ডের ট্রাষ্টি সভা ১৩ ফেব্রুয়ারি

mutualস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের কোম্পানি এনসিসি ব্যাংক মি. ফান্ড লিমিটেডের ট্রাষ্টি সভা আগামী ১৩ ফেব্রুয়ারি আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই ট্রাষ্টি সভায় ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

প্রতিষ্ঠানটি এদিন বেলা ২টা ৩৫ মিনিটে নিজস্ব প্রধান কার্যালয়ে এই ট্রাষ্টি সভাটি করবে।

ট্রাষ্টি সভায় পরিচালনা বাের্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি সর্বশেষ বছরের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে। একই সাথে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে।

স্টকমার্কেটবিডি.কম/এস

জেনেক্স ইনফোসিস সর্বোচ্চ ৫৯ টাকায় লেনদেন

genexস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জেনেক্স ইনফোসিসের লেনদেনের প্রথম দিনে শেয়ার দর বেড়েছে ৪৬৫ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ১০ টাকা মূল্যের শেয়ারটির দর প্রথম দিনের লেনদেন শেষে ৫৬.৫০ টাকায় দাড়িঁয়েছে। এক্ষেত্রে দর বেড়েছে ৪৬.৫০ টাকা বা ৪৬৫ শতাংশ।

এদিকে প্রথম দিনে জেনেক্স ইনফোসিসের শেয়ারটি লেনদেন শুরু হয় ৪৪.৯০ টাকা দিয়ে। যা সর্বনিম্ন ৪৪ টাকা থেকে সর্বোচ্চ ৫৯ টাকায় লেনদেন হয়েছে। আর সর্বশেষ ৫৫.৯০ টাকায় লেনদেন হয়।

প্রথম দিনই কোম্পানিটির ৮১ লাখ ৫০ হাজার ২৬টি শেয়ার লেনদেন হয়েছে। যা ৪১ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার টাকায় লেনদেন হয়েছে। এসব শেয়ার হাত বদল হয়েছে ১৫ হাজার ৮১১ বার।

স্টকমার্কেটবিডি.কম/বি

ম্যাকসন স্পিনিংয়ের ১৫ লাখ শেয়ার ক্রয় সম্পন্ন

Maksonsস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান ম্যাকসন স্পিনিং লিমিটেডের দুইজন উদ্যোক্তা পরিচালক ৭ লাখ শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, ফেরদৌস কাওসার মাহমুদ ও লায়লা আলী এই দুই উদ্যোক্তা পরিচালক কোম্পানিটির ৭ লাখ ৭৭ হাজারেও বেশি করে মোট প্রায় সাড়ে ১৫ লাখ শেয়ার ক্রয় করলেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে ব্লক মার্কেটে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় সম্পন্ন করলেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

সন্দ্বীপে সাবমেরিন কেবল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

pmস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের মূল ভুখণ্ড থেকে বিছিন্ন চট্টগ্রামের সন্দ্বীপবাসী এতদিন জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ পায়নি। তবে এবার সাগরের তলদেশ দিয়ে স্থাপিত সাবমেরিন ক্যাবলের মাধ্যমে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা পেয়েছে সন্দ্বীপ।

বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাবমেরিন কেবল কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে সন্দ্বীপ পর্যন্ত ১৬ কিলোমিটার দীর্ঘ সাবমেরিন কেবল (সাগরের তলদেশ দিয়ে যাওয়া বিদ্যুতের তার) স্থাপন করে বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া হয়।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্র জানায়, সমুদ্রের তলদেশে সন্দ্বীপ চ্যানেলে ভূ-পৃষ্ঠ হতে ১০ থেকে ২০ ফুট গভীরতায় দুটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যাবল নেটওয়ার্ক সমুদ্র তীরবর্তী চট্টগ্রামের সীতাকুণ্ড অংশে ও সন্দ্বীপ চ্যানেলে যুক্ত করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

প্লাস্টিকের চাল পাওয়ার খবরকে ভিত্তিহীন বলছেন কৃষিমন্ত্রী

razzakস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গাইবান্ধায় প্লাস্টিকের চাল পাওয়ার খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, ‘এটার একদমই ভিত্তি নেই। এই ধরনের নিউজ পেয়ে মিডিয়া খুব তাড়াতাড়ি ইয়ে (ছড়িয়ে) করে। আমি ডিসির সঙ্গে কথা বলেছি, আমার অ্যাগ্রিকালচারের ডেপুটি ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছি। তারা সেখানে গিয়েছে, সেই চাল এনেছে, রান্না করেছে, মুড়ি বানিয়েছে। সেটা কোনো ক্রমেই প্লাস্টিকের চাল নয়, এটা বাস্তব সম্মত নয়।’

বুধবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘দেশে চাল এখন সারপ্লাস (উদ্বৃত্ত), চাষীরা বিক্রি করতে পারছে না। আমি আমার রিসিপশনে (সংবর্ধনা) টাঙ্গাইলে গিয়েছি, হাজার হাজার মানুষ টাঙ্গাইল শহরে। এক দাবি- চালের দাম নেই, আমরা কৃষকরা শেষ হয়ে গেলাম। এ সম্পর্কে কৃষিমন্ত্রী আমাদের কিছু বলুন। আমি যখন বলেছি, মানুষ হাততালিতে ফেটে পড়েছে। কাজেই প্লাস্টিকের চাল, কোথায় থেকে এটা সম্ভব নাকি? কেন খাওয়াবে?’

তাহলে এটা কারা করছে- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘গাইবান্ধাতে এটা কারা করছে, করে মিডিয়াতে দিয়েছে।’

সেই চালের কিছু নমুনা ঢাকাতেও পাঠানো হয়েছে কি না- এ প্রশ্নের জবাবে আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা সেগুলোও দেখব। ওখানে আমাদের কৃষিবিদরা দেখেছে। প্লাস্টিকের চাল এটা ইম্পসিবল, এটা হতেই পারে না।’

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, গাইবান্ধায় প্লাস্টিকের চাল বিক্রির অভিযোগে বিভিন্ন চালের দোকানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় প্লাস্টিকের কৃত্রিম চাল জব্দও করা হয়।

কৃষিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ দানা জাতীয় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এখন আমাদের চ্যালেঞ্জ হলো কী করে মানুষকে পুষ্টি সম্মত খাওয়াতে পারি এবং কীভাবে নিরাপত্তা বাড়ে। নির্বাচনী ইশতেহারেও এটাকে গুরুত্ব দেওয়া হয়েছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় কেন্দ্রীয়ভাবে একটা বড় আধুনিক ল্যাবরেটরি করার ঘোষণা দিয়েছেন জানিয়ে মন্ত্রী বলেন, ‘সেখানে খাদ্যে ভেজাল দ্রুত নির্ণয় করা যায়। এছাড়া আট বিভাগে আরও আটটি ল্যাব করা হবে। এসব ল্যাবরেটরিতে যন্ত্র চালানোর জন্য প্রশিক্ষত জনবল দরকার। সে জন্য মার্কিন রাষ্ট্রদূতের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।’

এ প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘এই খাতে দক্ষ কারিগর তৈরিতে যুক্তরাষ্ট্র প্রযুক্তিগত সহযোগিতা দেবে।’

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

বাণিজ্য মেলার সময় এক দিন বাড়ল

2bd49b6f9f81da113cb152684086acaf-5c5a892618037স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) মেয়াদ এক দিন বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ব্যবসায়ীরা দুই দিন সময় বাড়ানোর আবেদন করে এক দিন বাড়তি পেলেন। ফলে আগামী শনিবারও মেলায় গিয়ে কেনাকাটা করার সুযোগ পাবেন দর্শনার্থীরা।

রাজধানীর শেরেবাংলা নগরে গত ৯ জানুয়ারি বাণিজ্য মেলা শুরু হয়। শেষ হওয়ার কথা ছিল ৮ ফেব্রুয়ারি, অর্থাৎ আগামী শুক্রবার। কয়েক দিন আগে মেলায় স্টল নেওয়া ৮০-৯০ জন ব্যবসায়ী সময় বাড়ানোর অনুরোধ জানিয়ে একটি আবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দেন।

এরই পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় এক দিন সময় বাড়িয়ে দেয়। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মেলা আয়োজক কমিটির সদস্যসচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, ব্যবসায়ীদের আবেদনে বাণিজ্য মন্ত্রণালয় সময় এক দিন বাড়িয়েছে। বাড়তি এক দিনের জন্য স্টলমালিকদের এক দিনের ভাড়া দিতে হবে।

সাধারণত প্রতিবছরই ব্যবসায়ীরা মেলার সময় কয়েক দিন বাড়িয়ে দেওয়ার দাবি করেন। কারণ যৌক্তিক মনে করলে মন্ত্রণালয় মেলার সময় বাড়িয়ে দেয়। ২০১৭ সালে মেয়াদ ৪ দিন বাড়ানো হয়েছিল। তবে ২০১৮ সালে সময় বাড়ানো হয়নি।

ইলেকট্রনিক পণ্যের ব্র্যান্ড সনির প্যাভিলিয়নে বিভিন্ন সামগ্রী দেখতে ভিড় করেন ক্রেতা-দর্শনার্থীরা। পাশাপাশি পছন্দের পণ্যও কিনছেন অনেকে। গতকাল শেরেবাংলা নগরে।

মেলায় অংশগ্রহণকারীরা বলছেন, এক দিন বাড়তি পাওয়ায় তাঁদের সুবিধা হয়েছে। এতে মেলার শেষ দুই দিন সরকারি ছুটির দিন অর্থাৎ, শুক্র ও শনিবার পড়বে। ওই দুই দিন উপচে পড়া ভিড় আশা করছেন স্টলের মালিকেরা।

বাণিজ্য মেলা প্রাঙ্গণে গতকাল মঙ্গলবার দুপুরের পর গিয়ে দেখা যায় দর্শনার্থীদের বেশ ভিড়। শেষ দিকে মানুষের বেশি আগ্রহ তৈজসপত্র, প্লাস্টিক পণ্য, খাদ্যপণ্য ইত্যাদির প্রতি।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড