মৌ চাষে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে : রাষ্ট্রপতি

presidentস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় মৌ-চাষের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

জাতীয় মৌ মেলা উপলক্ষে আজ এক বাণীতে তিনি এ কথা বলেন।

কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে তিন দিনব্যাপী ‘জাতীয় মৌ মেলা ২০১৯ আয়োজিত হচ্ছে জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন। মেলা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকারের কৃষিবান্ধব নীতি ও পদক্ষেপের ফলে বাংলাদেশ এখন বিশ্বব্যাপী কৃষি উন্নয়নের রোল মডেল। খোরপোষের কৃষি আজ বাণিজ্যিক কৃষিতে উত্তরণের পথে। কৃষির অগ্রযাত্রায় এরই মধ্যে দানাদার খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জিত হয়েছে। এখন প্রয়োজন সকলের জন্য পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করা। এ লক্ষ্য অর্জনে এবারের জাতীয় মৌ মেলার প্রতিপাদ্য ‘অধিক ফলন, পুষ্টি ও আয়ের জন্য মৌ চাষ’ সময়োপযোগী ও যথার্থ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, মধু পুষ্টি ও ঔষধি গুণসম্পন্ন খাদ্য। মৌ চাষ সম্প্রসারণ পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি পরাগায়ণের মাধ্যমে ফল ও ফসলের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ফসলের মাঠে মৌ চাষ কৃষকের জন্য বাড়তি আয়ের সংস্থান করে থাকে।

আবদুল হামিদ বলেন, কৃষিপ্রধান দেশ হিসেবে মধু উৎপাদনে আমাদের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে সবাইর সম্মিলিত প্রচেষ্টায় মৌ চাষের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

তিনি বলেন, মৌমাছি প্রকৃতির বন্ধু। পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে মৌমাছির বিভিন্ন প্রজাতি আজ বিপন্নপ্রায়। তাই প্রকৃতির সুরক্ষায় সবাইকে সচেষ্ট থাকতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

বঙ্গজ ইন্ডাস্ট্রিজের ২৫,০০০ শেয়ার বিক্রির ঘোষণা

bangasস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি বঙ্গজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন পরিচালক ২৫,০০০ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মাহবুবুল হক নামে এই পরিচালক প্রতিষ্ঠানটির ২৫,০০০ শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তাদের হাতে প্রতিষ্ঠানটির ৫ লাখ ৬১ হাজার ৯৫টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার পাবলিক মার্কেটে বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. ইউনাইটেড পাওয়ার
  2. মুন্নু সিরামিকস
  3. সিঙ্গার বিডি
  4. ডাচ-বাংলা ব্যাংক
  5. ন্যাশনাল পলিমার
  6. ফরচুন সুজ
  7. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  8. বিডিকম অনলাইন
  9. প্রিমিয়ার ব্যাংক
  10. ভিএফএস থ্রেডস লিমিটেড।

ডিএসইতে ৪৬২ ও সিএসইতে ২৩ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। তবে এদিন দিনশেষে সেখানে সূচক কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক দুটোই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬২ কোটি ১৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৪৯১ কোটি ৫৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২১.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭১০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩১১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০০১ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৮৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১১২টির। আর দর অপরিবর্তিত আছে ৪৮টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ইউনাইটেড পাওয়ার, মুন্নু সিরামিকস, সিঙ্গার বিডি, ডাচ-বাংলা ব্যাংক, ন্যাশনাল পলিমার, ফরচুন সুজ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, বিডিকম অনলাইন, প্রিমিয়ার ব্যাংক ও ভিএফএস থ্রেডস লিমিটেড।

এদিকে রবিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮১.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৪৭৭ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৩ কোটি ৪৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১৩ কোটি ৪৪ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল ভিএফএস থ্রেডস ও ন্যাশনাল পলিমার লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

আলহাজ্ব টেক্সকে ২৫ কোটি টাকা দিতে আদালতের নির্দেশ

alhazস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলহাজ্ব টেক্সটাইলকে টাকা দিতে অগ্রণী ব্যাংককে নির্দেশ দিয়েছে আদালত। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, আদালতের পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানিটিকে ৫৫ কোটি ৮৩ লাখ ৪৬ হাজার ৫৭৮ টাকা দিবে উক্ত ব্যাংক।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী আগামী ৪ এপ্রিলের মধ্যে কোম্পানিটিকে ২৫ কোটি টাকা দিবে ব্যাংকটি।

স্টকমার্কেটবিডি.কম/বি

ভিএফএস থ্রেডের আইপিওয়ের টাকা বিনিয়োগ সম্পন্ন

vfs_logo_2স্টকমার্কেটবিডি ডেস্ক :

ভিএফএস থ্রেড ডায়িং তাদের আইপিওয়ের টাকা শতভাগ টাকা ব্যবহার করেছে ও কারখানায় নতুন মেশিন স্থাপন সম্পন্ন করেছে। ডিএসই সূত্রে জানা যায়।

কোম্পানি জানিয়েছে যে, তারা আইপিও ফান্ড ব্যবহার করে যে সব নতুন মেশিন কেনা হয়েছে তাতে কারখানায় প্রতি বছর ১৯ লাখ ৭২ হাজার ৭১ এলবিএস উৎপাদন ক্ষমতা বাড়িয়ে তুলবে। এতে কোম্পানির বিক্রয় আয় প্রতি বছর প্রায় ১৩৫ কোটি টাকা আসবে। আর শতভাগ ব্যবহার করলে কোম্পানিটির ২২ কোটি টাকা মুনাফা আসবে।

এর আগে কারখানার উৎপাদন ক্ষমতা ছিল প্রতি বছর ৪৩ লাখ ৮২ হাজার ৩৮০ এলবিএস ছিল।

অত্যাধুনিক মানের এসব মেশিন ও যন্ত্রপাতটি কোরিয়ান এবং জার্মান থেকে আমদানি করা হয়েছে বলে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

তিনটি কোম্পানিতে বিনিয়োগ করবে এসকে ট্রিমস

SK-Trims-স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত এসকে ট্রিমসের পরিচালনা বোর্ড তিনটি কোম্পানিতে সাড়ে ৩ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডব্লিউঅ্যান্ডডব্লিউ কোম্পানির ২ শতাংশ শেয়ার অর্থাৎ ২৫ লাখ শেয়ার ক্রয় করবে। প্রতিটি ১০ টাকা মূল্যে শেয়ারগুলো ক্রয়ে ২ কোটি ৫০ লাখ টাকায় বিনিয়োগ করবে এবং বিইকেএ গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলের ১.৪৩ শতাংশ শেয়ার অর্থাৎ ১০ লাখ শেয়ার ক্রয় ১ কোটি টাকায় ক্রয় করবে।

এছাড়া ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের ইতিমধ্যে ১ কোটি টাকা বিনিয়োগ করেছে বলে জানায় এসকে ট্রিমস।

স্টকমার্কেটবিডি.কম/বি

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের বাৎসরিক বোর্ড সভা ১৮ মার্চ

national-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ফাইন্যান্স লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১৮ মার্চ আহবান করা হয়েছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৪টায় রাজধানীর গুলশানে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে প্রতিষ্ঠানটি। গত বছর কোম্পানিটি ১৯ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

বন্ধ থাকবে ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ডের লেনদেন

bracস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সিস্টেম আপগ্রেডের জন্য আগামী ১৪ মার্চ বৃহস্পতিবার রাত ১০টা থেকে একটানা ৫০ ঘণ্টা সব ধরনের লেনদেন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

ঘোষিত সময়ে ব্যাংকটির কার্ডে কোনো রমকের কেনাকাটা ও সেবাগ্রহণ করতে পারবেন না গ্রাহকরা।

শুক্রবার বিষয়টি গ্রাহকদের অবগতির জন্য গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক।

এতে বলা হয়েছে, উন্নত ও সর্বাধুনিক সেবা দিতে ব্র্যাক ব্যাংক গ্রাহকের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য নিয়মিতভাবে উন্নত প্রযুক্তিতে বিনিয়োগ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় কার্ড ম্যানেজমেন্ট পদ্ধতির কারিগরি উন্নয়ন করা হবে।

গ্রাহকদের আরও উন্নতমানের সেবা দিতে কারিগরি উন্নয়ন কাজের জন্য আগামী ১৪ মার্চ রাত ১০টা থেকে ১৬ মার্চ রাত ১২টা পর্যন্ত একটানা ৫০ ঘণ্টা ব্র্যাক ব্যাংকের শাখা, এটিএম, পয়েন্ট অব সেল (পিওএস) এজেন্ট ব্যাংকিংসহ সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘোষিত সময়ে ব্র্যাক ব্যাংকের ডেবিট, ক্রেডিট কার্ডে কোনো রকমের কেনাকাটা ও সেবাগ্রহণ করতে পারবেন না গ্রাহকরা।

স্টকমার্কেটবিডি.কম/

ডিএসইর ব্লকে লেনদেন ৩৬ শতাংশ কমেছে

block-mস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১০০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৫৫ কোটি টাকা বা ৩৬ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদায়ী সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে কোম্পানিগুলোর ১০০ কোটি ৭ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৫৫ কেটি ৫৬ লাখ ৬৬ হাজার টাকা বা ৩৬ শতাংশ কম। আগের সপ্তাহে ব্লক মার্কেটে ১৫৫ কোটি ৬৪ লাখ ৫২ হাজার টাকার লেনদেন হয়েছিল।

বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের। ব্যাংকটির ৪৩ কোটি ৪৫ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ১২ কোটি ৬০ লাখ টাকার লেনদেন হয়েছে খুলনা পাওয়ারের এবং তৃতীয় সর্বোচ্চ ৭ কোটি ৪৫ লাখ ৭ হাজার টাকার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের।

এছাড়া বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ৫ কোটি ৬ লাখ ১৫ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ২ কোটি ৯৭ লাখ ১১ হাজার টাকার, সিঙ্গার বিডির ২ কোটি ২২ লাখ টাকার, স্কয়ার ফার্মার ৩ কোটি ৫৩ লাখ ৬২ হাজার টাকার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৫ কোটি ১০ লাখ টাকার, মুন্নু জুট স্টাফলার্সের ৫ কোটি ৯৪ লাখ ৭৫ হাজার টাকার ও অগ্রণী ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/