মার্কিন কৃষিজাত পণ্যে চীনকে শুল্ক প্রত্যাহারের আহ্বান ট্রাম্পের

usaস্টকমার্কেটবিডি ডেস্ক :

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বিচ্ছেদের পর (ব্রেক্সিট) মুক্তবাণিজ্য সুবিধা হারাবে যুক্তরাজ্য। ব্রেক্সিট-পরবর্তী এ অর্থনৈতিক হতাশায় ব্রিটেনের পাশে দাঁড়ানোর তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্র।

ইইউভুক্ত রাষ্ট্রগুলোর মতো যুক্তরাজ্যকেও মুক্তবাণিজ্যের স্বাদ দিতে খসড়া প্রক্রিয়া এরই মধ্যে দাঁড় করিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। পাশাপাশি চীনের সঙ্গে চুক্তির বিষয়ে ব্রিটেনকে হুশিয়ারি করেছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার সিএনএন জানায়, মার্কিন প্রশাসন ১৮ পৃষ্ঠার খসড়া বাণিজ্য চুক্তি প্রস্তুত করেছে। যুক্তরাষ্ট্রের প্রত্যাশা, ব্রেক্সিট-পরবর্তী এটাই হবে বিশ্বের বৃহত্তম বাণিজ্য চুক্তি।
যুক্তরাজ্যের বাণিজ্য নীতি প্রকল্পের পরিচালক ডেভিড হেনিং বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এটি একটি আপসহীন চুক্তি, যেখানে পরস্পরের লাভের উল্লেখ নেই। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র কোনো ফায়দা তুলতে চায় না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, খুব, খুবই বড় চুক্তি। দ্রুতই এটি সম্পন্ন হতে যাচ্ছে। ব্রিটেনের চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র দেশটির কৃষিপণ্যে অবাধ প্রবেশের অধিকার পেতে চায়। বিনিময়ে ব্রিটিশ পণ্যে শুল্কহ্রাস করবে যুক্তরাষ্ট্র I

স্টকমার্কেটবিডি.কম/এম

তসরিফা ইন্ডাস্ট্রিজের ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

Tosrifa-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, আনজুমান আরা বেগম নামে এই উদ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ১০ লাখ শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তার হাতে প্রতিষ্ঠানটির ৬৩ লাখ ৭৮ হাজার ৫৯টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার পাবলিক মার্কেটে বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. মুন্নু সিরামিকস
  2. সিঙ্গার বিডি
  3. প্রিমিয়ার ব্যাংক
  4. ফরচুন সুজ
  5. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  6. আলিফ ইন্ডাস্ট্রিজ
  7. ইউনাইটেড পাওয়ার
  8. ন্যাশনাল পলিমার
  9. মুন্নু স্টাফলার্স
  10. ন্যাশনাল টিউবস লিমিটেড।

ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে দ্বিগুণ বেড়েছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্য দিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। তবে এদিন দিনশেষে সেখানে সূচক বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৬৬২ কোটি ২৭ লাখ টাকা। গত বুধবার ডিএসইতে লেনদেন হয় ৬৮৯ কোটি ২৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১১.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭২৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩১৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৩.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০২ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩৯টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫৩টির। আর দর অপরিবর্তিত আছে ৪৮টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – মুন্নু সিরামিকস, সিঙ্গার বিডি, প্রিমিয়ার ব্যাংক, ফরচুন সুজ,বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, আলিফ ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড পাওয়ার, ন্যাশনাল পলিমার, মুন্নু স্টাফলার্স ও ন্যাশনাল টিউবস লিমিটেড।

এদিকে রবিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৮.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৫০১ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪৯ কোটি ১৩ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছে ২৩ কোটি ৭ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল প্রিমিয়ার ব্যাংক ও রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

বিএটিবিসির বাৎসরিক বোর্ড সভা ১১ মার্চ

batbcস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকা টোবাকো বাংলাদেশ লিমিটেডের বোর্ড সভা আগামী ১১ মার্চ আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৪ টায় রাজধানী মহাখালীস্থ প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/বি

কারখানায় ২৯ কোটি টাকা বিনিয়োগ করবে ম্যারিকো

maricoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো বিডি লিমিটেড কারখানায় ২৯ কোটি টাকা বিনিয়োগ করবে। রবিবার ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানির পরিচালনা বোর্ডের সভায় এই বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানিটি গাজীপুরের মৌচাক ও শিরিরচালায়ে অবস্থিত কারখানায় এই বিনিয়োগ করবে। এতে কারখানায় উৎপাদন ক্ষমতা বাড়বে বলে জানায় কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের লেনদেন ৪ মার্চ

mutualস্টকমার্কেটবিডি ডেস্ক :

লেনদেন শুরুর তারিখ নির্ধারণ করেছে মিউচ্যুয়াল ফান্ড খাতের এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

নির্ধারিত তারিখ অনুযায়ী আগামীকাল ৪ মার্চ, সোমবার দেশের উভয় স্টক এক্সচেঞ্জে শুরু হবে এ ফান্ডটির ইউনিট লেনদেন।

জানা গেছে, ডিএসইতে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিভুক্ত। ফান্ডটির ট্রেডিং কোড হচ্ছে “SEMLFBSLGF” এবং ডিএসইতে কোম্পানি কোড হচ্ছে ১২২০৩।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

আজও চলবে নিউ লাইন ক্লথিংসের আইপিও আবেদন

new lineস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে ফিক্সড প্রাইজ পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন প্রাপ্ত নিউ লাইন ক্লথিংস লিমিটেডের আবেদন জমা আজও চলছে। ঢাকা ব্রোকারস এসোসিয়েশন সূত্রে এ তথ্য জানা যায়।

ডিবিএ জানায়, গত ২৮ ফেব্রুয়ারি কোম্পানিটির আইপিও আবেদন জমার শেষ দিন ছিল। কিন্তু সেদিন সাধারণ ছুটি ঘোষণা করায় পরের কার্যদিবসে এই আবেদন জমা নিতে বলা হয়েছে। রবিবার আগ্রহীরা এই আবেদন জমা দিতে পারবে।

এর আগে এ আবেদন জমা নেওয়া শুরু হয়েছে গত ১৮ ফেব্রুয়ারি।

গত ৬৬৭তম নিয়মিত কমিশন সভায় কোম্পানিটিকে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ।

কোম্পানিটি আইপিওর মাধ্যমে ৩ কোটি সাধারণ শেয়ার ছেড়ে শেয়ারবাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করবে। বিনিয়োগকারীরা ১০ টাকা দরে প্রতি লট শেয়ার কিনতে পারবে ৫০০০ টাকায়।

আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানির মেশিন-যন্ত্রপাতি ক্রয় এবং কারখানা ভবন সম্প্রসারণ, ঋণ পরিশোধ এবং আইপিও খাতে খরচ করবে।

৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির বেসিক শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৫ পয়সা। উক্ত সময়ে কোম্পানির পুনঃমূল্যায়নসহ নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩১ টাকা ৬৩ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার কাজ করবে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেড এবং সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/জেড

ওয়াটা কেমিক্যালসের সারফিউরিক এসিড প্রকল্পের উৎপাদন শুরু

wata-chemicals-300x160স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের তালিকাভুক্ত কোম্পানি ওয়াটা কেমিক্যালস লিমিটেড সারফিউরিক এসিড প্রকল্পের কাজ শেষে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করেছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা গেছে, এই কোম্পানির পূর্ব ঘোষিত সিদ্ধান্ত মোতাবেক, কোম্পানির সারফিউরিক এসিড প্রকল্প সম্পন্ন হয়েছে। সফল পরীক্ষামূলক কার্যক্রম শেষে গতকাল থেকে কোম্পানি এখানে বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে।

কারখানার সক্ষমতা পূর্ণভাবে কাজে লাগাতে পারলে প্রকল্পে প্রতি বছর ৪৮ হাজার মেট্রিকটন সারফিউরিক এসিড উৎপাদন করা যাবে। বর্তমানে এই উৎপাদনের পরিমাণ ১৮ হাজার মেট্রিকটন।

কোম্পানিটির আরেকটি প্রকল্পের কার্যক্রম এগিয়ে চলছে বলে কােম্পানিটি জানিয়েছে। এই প্রকল্পে এলুমিনাম সালফেট উৎপাদন করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

সংসদে শীর্ষ খেলাপিদের তালিকা প্রকাশ করল অর্থমন্ত্রী

Perlamentস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নতুন করে দেশের ঋণখেলাপি ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়েছে। গত বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পক্ষ থেকে এ তালিকা প্রকাশ করা হয়। এ তালিকায় শীর্ষ খেলাপি প্রতিষ্ঠান হিসেবে নতুন করে যুক্ত হয়েছে জনতা ব্যাংকের আলোচিত গ্রাহক অ্যাননটেক্স ও ক্রিসেন্ট গ্রুপের দুটি করে প্রতিষ্ঠান।

তালিকা অনুযায়ী, অ্যাননটেক্সের খেলাপি দুই প্রতিষ্ঠান হলো সুপ্রোভ স্পিনিং ও সুপ্রোভ রোটর স্পিনিং এবং ক্রিসেন্টের রিমেক্স ফুটওয়্যার ও ক্রিসেন্ট লেদার প্রোডাক্টস। দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকায় এ চার প্রতিষ্ঠানের নাম রয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে জানিয়েছেন, ঋণখেলাপির যোগ্য হওয়া সত্ত্বেও উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে কিছুসংখ্যক ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। তার জবাবে অর্থমন্ত্রীর পক্ষ থেকে খেলাপির তালিকা প্রকাশ করা হয়। সরকারি দলের সদস্য ওয়ারেসাত হোসেনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী দেশের শীর্ষস্থানীয় ২০ ঋণখেলাপির নাম–ঠিকানাও প্রকাশ করেন।

অর্থমন্ত্রী জানান, গত ডিসেম্বর পর্যন্ত দেশে ঋণখেলাপির সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ১১৮ জন। তবে কে কত টাকার ঋণখেলাপি, তা উল্লেখ করা হয়নি।

মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, শীর্ষ ২০ ঋণখেলাপি হচ্ছে কোয়ান্টাম পাওয়ার সিস্টেমস লিমিটেড, সামান্নাজ সুপার অয়েল লিমিটেড, বিআর স্পিনিং মিলস লিমিটেড, সুপ্রোভ স্পিনিং লিমিটেড, রিমেক্স ফুটওয়্যার লিমিটেড, রাইজিং স্টিল লিমিটেড, কম্পিউটার সোর্স লিমিটেড, বেনিটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ম্যাক্স স্পিনিং মিলস, এসএ অয়েল রিফাইনারি লিমিটেড, রুবাইয়া ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আনোয়ারা স্পিনিং মিলস, ক্রিসেন্ট লেদার প্রোডাক্টস লিমিটেড, সুপ্রোভ রোটর স্পিনিং লিমিটেড, ইয়াসির এন্টারপ্রাইজ, চৌধুরী নিটওয়্যার লিমিটেড, সিদ্দিক ট্রেডার্স, রূপালী কম্পোজিট লেদার ওয়্যার লিমিটেড, আলফা কম্পোজিট টাওয়েলস লিমিটেড এবং এমএম ভেজিটেবল অয়েল প্রোডাক্টস লিমিটেড।

সরকারি দলের সাংসদ হাজি সেলিমের প্রশ্নের জবাবে সংসদে অর্থমন্ত্রী জানান, রাষ্ট্রমালিকানাধীন ছয়টি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ (সেপ্টেম্বর ২০১৮ পর্যন্ত) ৪৪ হাজার ২৮৯ কোটি ১৩ লাখ টাকা। এর মধ্যে সোনালী ব্যাংকের ১২ হাজার ৫২৬ কোটি ৫৩ লাখ, জনতা ব্যাংকের ১২ হাজার ২২ কোটি ৫৪ লাখ, বেসিক ব্যাংকের ৮ হাজার ৪৪১ কোটি ৫৬ লাখ, অগ্রণী ব্যাংকের ৫ হাজার ৬৪৮ কোটি ৫৩ লাখ, রূপালী ব্যাংকের ৪ হাজার ৮৭০ কোটি ৪৭ লাখ এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ৭৭৯ কোটি ৫০ লাখ টাকা।

সরকারি দলের সদস্য ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) প্রতি আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনতে বেইল আউট প্রক্রিয়ার মাধ্যমে সরকারি মালিকানাধীন সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ৭১৫ কোটি টাকার মূলধন সরবরাহ করেছে।

সরকারি দলের সাংসদ দিদারুল আলমের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী মুস্তফা কামাল জানান, দেশে গত ডিসেম্বর পর্যন্ত ৫৭টি তফসিলি ব্যাংকের মোট আমানতের পরিমাণ ১১ লাখ ১৫ হাজার ৩৫৭ কোটি টাকা। একই সময়ে বিনিয়োগের পরিমাণ ৯ কোটি ২২ লাখ ৮৮৪ কোটি ৫ লাখ টাকা।

সরকারি দলের সাংসদ এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মুস্তফা কামাল জানান, ডিসেম্বর ২০১৮ মাসের হিসাব অনুযায়ী মোবাইল ব্যাংকিংয়ের দৈনিক গড় লেনদেন সংখ্যা ৬৭ লাখ ৭৭ হাজার। এতে দৈনিক ১ হাজার ৩ কোটি টাকা লেনদেন হয়।

এদিকে, এবারের খেলাপির তালিকায় শীর্ষ ২০-এ উঠে আসা অ্যাননটেক্স গ্রুপের কর্ণধার ইউনুছ বাদল। আর ক্রিসেন্ট গ্রুপের প্রতিষ্ঠান রিমেক্স ফুটওয়্যারের কর্ণধার আবদুল আজিজ, তিনি আবার চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধারও। এ ছাড়া ক্রিসেন্ট লেদার প্রোডাক্টসের কর্ণধার আবদুল আজিজের ভাই আবদুল কাদের। ঋণ কেলেঙ্কারি ও অর্থ পাচারের দায়ে দুই ভাইয়ের বিরুদ্ধেই মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। মামলার অভিযুক্ত আসামি আবদুল কাদের বর্তমানে জেলহাজতে রয়েছেন।

স্টকমার্কেটবিডি.কম/