এডিএন টেলিকমের আইপিও আবেদন ৪ নভেম্বর

adn-telecom-logo-transস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া  কোম্পানি এডিএন টেলিকম  লিমিটেড আইপিও আবেদন জমা আগামী ৪ নভেম্বর শুরু  হবে।

আর বিনিয়োগকারীরা এই আবেদন করতে পারবে ১১ নভেম্বর পর্যন্ত।

আইপিও আবেদনের জন্য ১০০ শেয়ারের দর হিসাবে ২৭০০ টাকা করে জমা দিতে হবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৯৫তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আইপিও জন্য নির্ধারিত শেয়ারগুলো কিনবে ৩০ টাকা দরে। তবে সাধারণ বিনিয়োগকারী তাদের জন্য বরাদ্দ শেয়ারগুলো কিনতে পারবেন ২৭ টাকায়।

উত্তোলিত মূলধন ব্যবসা সম্প্রসারণের কাজে লাগানোর কথা জানিয়েছে কোম্পানিটি।

গত ২০১৭ সালের ১৯ অক্টোবর রাজধানীর লা ম্যারিডিয়ান হোটেলে রোড শো করে কোম্পানিটি ।

কোম্পানির আইপিও কার্যক্রমে ইস্যু ম্যানেজার হিসাবে কাজ করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/জেড

সোনার বাংলা ইন্স্যুরেন্সের মূল্য সংবেদনশীল তথ্য নেই

sonar-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান সোনার বাংলা ইন্স্যুরেন্সের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে কোম্পানিটি। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, সম্প্রতি শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়।

এর জবাবে সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এম