আজিজ পাইপসের বোর্ড সভা ২৪ জুন

Aziz-Pipies-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি আজিজ পাইপস লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৪ জুন আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০২০ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ২ টা ৩৫ মিনিটে রাজধানীতে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. বেক্সিমকো ফার্মা
  2. লিন্ডে বিডি
  3. এক্সিম ব্যাংক
  4. ইন্দো বাংলা ফার্মাসিটিউক্যালস
  5. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  6. রেকিট বেনকাইজার
  7. স্কয়ার ফার্মা
  8. সিলভা ফার্মা
  9. সেন্ট্রাল ফার্মা
  10. এসিআই লিমিটেড।

দিনশেষে কমেছে লেনদেন ও সূচক

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে সব ধরণের সূচক সামান্য কমেছে। এদিন সেখানে লেনদেনও কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ৩৯৬০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৯১৮ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ০.২৭ পয়েন্ট কমে অবস্থান করে ১৩২৫ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৬৯ কোটি ৬৫ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেনের পরিমাণ ছিল ৮৮ কোটি ৮৫ লাখ টাকা।

ডিএসইতে আজ ২২৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৮টির। আর দর অপরিবর্তিত আছে ১৯৭টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বেক্সিমকো ফার্মা, লিন্ডে বিডি, এক্সিম ব্যাংক, ইন্দো বাংলা ফার্মাসিটিউক্যালস, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, রেকিট বেনকাইজার, স্কয়ার ফার্মা, সিলভা ফার্মা, সেন্ট্রাল ফার্মা ও এসিআই লিমিটেড।
এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৫.০৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ২৫৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০টির, কমেছে ১৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ৬২টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ৩৬ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেন হয়েছিল ৬ কোটি ৫৮ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে আইসিবি সোনালী ১ম মি. ফান্ড ও বেক্সিমকো ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

 

ডেল্টা ব্রাক হাউজিংয়ের ১ম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

dbhস্টকমার্কেটবিডি ডেস্ক

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আথিক খাতের ডেল্টা হাউজিং ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের ১ম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জানু-মার্চ, ২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৯৩ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৩.১২ টাকা।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৫.৩০ টাকা। যা ২০১৯ সালের ৩০ জুন ছিল ৪২.২৯টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের বোর্ড সভা ২৮ জুন

ucblস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিমিটেডর ১ম প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৮ জুন অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় চলতি বছরের ১ম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় নিজ কার্যালয়ে এই বোর্ড সভা করবে কোম্পানিটি।

বোর্ড সভায় কোম্পানির সর্বশেষ আর্থিক তথ্য বিনিয়োগকারীদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

যমুনা ওয়েলের ৩য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

jamuna 1স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জানু-মার্চ, ২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৭৯ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ২.৭৮ টাকা।

আর (জুলাই ১৯-মার্চ, ২০) এ ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩.১৪ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১৫.৭৭ টাকা।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫৬.৪১ টাকা। যা ২০১৯ সালের ৩০ জুন ছিল ১৬৭.৬১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

শ্যামপুর সুগার মিলসের আর্থিক প্রতিবেদন প্রকাশ

sampurস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত চিনি শিল্প খাতের কোম্পানি শ্যামপুর সুগার মিলস লিমিটেড চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জানু-মার্চ, ২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২৬.৩৪ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ৩২.৮৪ টাকা।

আর (জুলাই ১৯-মার্চ, ২০) এ ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৭২.৩৮ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ৭৭.৪৫ টাকা।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের দায় মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৯৪০ টাকা। যা ২০১৯ সালের ৩০ জুন ছিল ৮৬৭ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

নর্দার্ণ জুটের আর্থিক প্রতিবেদন প্রকাশ

northern-juteস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত পাট শিল্প খাতের কোম্পানি নর্দার্ণ জুট মেনুফেকচারিং লিমিটেড চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জানু-মার্চ, ২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২৭ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ৭.০৩ টাকা।

আর (জুলাই ১৯-মার্চ, ২০) এ ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১.৪৫ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১৮.১২ টাকা।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৯১.৭৯ টাকা। যা ২০১৯ সালের ৩০ জুন ছিল ৮০.৩৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/