লাইসেন্স পেল নতুন আর্থিক প্রতিষ্ঠান স্ট্র্যাটেজিক ফাইন্যান্স

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনা দুর্যোগের মধ্যেই ব্যাংক বহির্ভূত নতুন একটি আর্থিক প্রতিষ্ঠানকে (এনবিএফআই) ব্যবসা পরিচালনার লাইসেন্স দেওয়া হয়েছে। গত ১৯ মার্চ স্ট্র্যাটেজিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট নামের ওই প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় বাংকের লাইসেন্স ইসু করা হয়।

রবিবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। এর ফলে দেশে মোট আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৩৫টিতে।

জানা যায়, নতুন এ আর্থিক প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আঞ্জুমান আরা শহীদ, যিনি পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স) চেয়ারম্যান চৌধুরী নাফিজ সারাফাতের স্ত্রী।

সার্কুলারে উল্লেখ করা হয়, আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ৪(১) নং ধারায় প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ‘স্ট্রাটেজিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডকে বাংলাদেশে অর্থায়ন ব্যবসা পরিচালনার জন্য আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স প্রদান করা হয়েছে।

জানা গেছে, নতুন এ আর্থিক প্রতিষ্ঠানটির মোট মূলধনের ৫০ শতাংশের মালিকানায় থাকবে বিদেশি বিনিয়োগকারীরা। বিদেশি সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলো এ শেয়ার ধারণ করবে। মোট শেয়ারের দুই শতাংশ চেয়ারম্যান আঞ্জুমান আরা শহীদের। অবশিষ্ট ৪৮ শতাংশ শেয়ার থাকছে একাধিক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে।

জানা গেছে, গত ১২ মার্চ বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় স্ট্র্যাটেজিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টে। এর আগে গত ১২ জানুয়ারি প্রতিষ্ঠানটিকে কোম্পানি গঠন ও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য লেটার অব ইনটেন্ট দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। এ-র ফলে দেশে এনবিএফআই সংখ্যা দাঁড়াল ৩৫। এর মধ্যে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স নামের একটি অবসায়নের প্রক্রিয়া চলছে। বর্তমানে এনবিএফআইয়ের পরিশোধিত মূলধন হতে হবে কমপক্ষে ১০০ কোটি টাকা। ২০১২ সালের পূর্বে যা ছিল ৫০ কোটি টাকা এবং ২০০৯ সালের পূর্বে ছিল ২৫ কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি

কেএন্ডকিউ ও দুলামিয়া কটনের বোর্ড সভা আহবান

boardস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি দুলামিয়া কটন ও কেএন্ডকিউ লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৩ জুন আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিগুলোর ২০২০ সালের ৩১ মার্চ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ১১ ও ১২টায় রাজধানীর কারয়ানবাজারে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানি দুটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
  2. এক্সিম ব্যাংক
  3. বেক্সিমকো ফার্মা
  4. গ্রামীনফোন লিমিটেড
  5. স্কয়ার ফার্মা
  6. আল আরাফাহ ইসলামী ব্যাংক
  7. সেন্ট্রাল ফার্মা
  8. রেকিট বেনকাইজার
  9. বেক্সিমকো লিমিটেড
  10. বাংংলাদেশ সাবমেরিন ক্যাবলস লিমিটেড।

ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে সব ধরণের সূচক কমেছে। তবে সেখানে লেনদেন বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫.৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ৩৯৫৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯১৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৩.০৮ পয়েন্ট কমে অবস্থান করে ১৩২৪ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ১০৬ কোটি টাকা। গতকাল রবিবার লেনদেনের পরিমাণ ছিল ৭০ কোটি ২ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩০৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৪টির। আর দর অপরিবর্তিত আছে ২৪৭টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এক্সিম ব্যাংক, বেক্সিমকো ফার্মা, গ্রামীনফোন লিমিটেড, স্কয়ার ফার্মা, আল আরাফাহ ইসলামী ব্যাংক, সেন্ট্রাল ফার্মা, রেকিট বেনকাইজার, বেক্সিমকো লিমিটেড ও বাংংলাদেশ সাবমেরিন ক্যাবলস লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১১.০২ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ২৪৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০টির, কমেছে ১৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ৬৫টির।

এদিন টাকায় লেনদেন হয়েছে ১ কোটি ৪৯ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেন হয়েছিল ১ কোটি ৫১ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে স্কয়ার ফার্মা ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

৬৬ দিনের লকডাউনে দরিদ্র হয়েছে ৬ কোটি মানুষ : বারকাত

Abul barakatস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউনের ৬৬ দিনে বাংলাদেশের প্রায় ৬ কোটি মানুষ নতুন করে দ্ররিদ্র হয়েছে।

আজ সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আসন্ন ২০২০-২০২১ অর্থবছরের জন্য বিকল্প বাজেট প্রস্তাবনা উপস্থাপনকালে বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত এসব তথ্য উপস্থাপন করেন।

আবুল বারাকাত বলেন, ‘করোনাভাইরাসের কারণে বিশ্ব এখন মহাবিপর্যয়কাল অতিক্রম করছে। ২১৩টি রাষ্ট্র ও ৮০০ কোটি মানুষ আজ মহাসংকটে। এ ভাইরাসের কারণে অর্থনীতির হিসাবে ক্ষতির পরিমাণ গতকাল পর্যন্ত ৮.৮ ট্রিলিয়ন মার্কিন ডলার। আইএলও’র হিসাবে বিশ্বের ৫০ ভাগ জীবিকা হারাবেন। আর বাংলাদেশের ১৭ কোটি মানুষও একই পথের পথিক। তাই আসন্ন বাজেট হবে কোভিড থেকে মুক্তির বছর।

তিনি বলেন, কোভিড-১৯ এর কারণে দ্ররিদ্র মানুষের বেহাল অবস্থা। লকডাউনের ৬৬ দিনে নবদরিদ্র ও অতি দরিদ্র সৃষ্টি হয়েছে ৫ কোটি ৯৫ লাখ বা প্রায় ৬ কোটি। শ্রেণি কাঠামোর ব্যাপক পরিবর্তন হয়েছে।

অর্থনীতি সমিতির সভাপতি দাবি করেছেন, লকডাউনে ১ কোটি ৭০ লাখ অতি ধনী শ্রেণির কোনো পরিবর্তন হয়নি। বরং কোনো ধনী আরও ধনী হয়েছেন। তবে আগের ৩ কোটি ৪০ লাখ উচ্চ মধ্যবিত্ত থেকে মধ্য মধ্যবিত্ত হয়েছে ১ কোটি ১৯ লাখ, ৩ কোটি ৪০ লাখ মধ্য মধ্যবিত্ত থেকে ১ কোটি ২ লাখ হয়েছে নিম্ন মধ্যবিত্ত, ৫ কোটি ১০ লাখ নিম্ন মধ্যবিত্ত থেকে ১ কোটি ১৯ লাখ দরিদ্র এবং তিন কোটি ৪০ লাখ দরিদ্র থেকে ২ কোটি ৫৫ লাখ অতিদরিদ্র হয়েছে। ৬৬ দিনে সব মিলিয়ে ৫ কোটি ৯৫ লাখ নতুন করে দরিদ্র ও অতি দরিদ্র হয়েছে।

প্রস্তাবনার শুরুতে সংগঠনটির সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদ স্বাগত বক্তব্য রাখেন। এবারের ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ অর্থনীতি সমিতির বিকল্প বাজেট প্রস্তাবনায় করোনার (কোভিড-১৯) মহাবিপর্যয় থেকে মুক্তি ও মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণের বিষয়টি প্রাধান্য পায়। ভিডিও কনফারেন্সটি অর্থনীতি সমিতির নিজস্ব ফেসবুক পেজ থেকে প্রচারিত হয়।

স্টকমার্কেটবিডি.কম/

এনভয় টেক্সটাইলের বোর্ড সভা আহবান

envoyস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি এনভয় টেক্সটাইল লিমিটেড লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১১ জুন আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২০ সালের ৩১ মার্চ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

রেনেটা লিমিটেডের বোর্ড সভা ১৩ জুন

reneta-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি রেনেটা লিমিটেড লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৩ জুন আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২০ সালের ৩১ মার্চ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ১২টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

সিভিও পেট্রো কেমিক্যালসের বোর্ড সভা ১১ জুন

CVO_logo2স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি সিভিও পেট্রো কেমিক্যালস লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১১ জুন আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২০ সালের ৩১ মার্চ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ডরিন পাওয়ারের বোর্ড সভা ১৪ জুন

DOREEN-POWERস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৪ জুন আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২০ সালের ৩১ মার্চ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

বিডিকমের ৩য় প্রান্তিকের আয় কমেছে

bdcomস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত আইটি শিল্প খাতের কোম্পানি বিডিকম অনলাইন লিমিটেড চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জানু-মার্চ, ২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩২ টাকাা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৫৭ টাকা। এ হিসাবে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির আয় গত বছরের তুলনায় কমেছে।

এছাড়া (জুলাই ১৯-মার্চ, ২০) এ ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে .৭০ টাকাা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১.৪১ টাকা। এ হিসাবে গত বছরের তুলনায় চলতি বছরের ৯ মাসে কোম্পানির আয় কমেছে।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫.২৪ টাকা। যা ২০১৯ সালের ৩১ মার্চে ছিল ১৫.০৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/