৯ বছর পর পূর্ণতা পেল বিএসইসি

bsec-1-696x372স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হিসেবে মঙ্গলবার যোগ দিয়েছেন সদ্যবিদায়ী শিল্পসচিব মো. আবদুল হালিম। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত মঙ্গলবার তাঁর নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।

জানা গেছে, গত ২৭ মে বিএসইসির কমিশনের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়। সেখানে মো. আবদুল হালিমকে বিএসইসির ৫ নং কমিশনার উল্লেখ করে তাঁর নামে বিভিন্ন বিভাগের দায়িত্ব বণ্টন করা হয়।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, গত মাসের মাঝামাঝি সময়ে সরকারের শীর্ষ পর্যায় থেকে আবদুল হালিমের নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হয়।

গত ১৭ মে বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিবলী রুবাইয়াত উল ইসলাম। আর ২০ মে নিয়োগ পান দুই কমিশনার। আগে থেকে একজন কমিশনার দায়িত্বে ছিলেন। মঙ্গলবার নতুন আরেকজনকে নিয়োগের ফলে কমিশনের চার কমিশনারের পদ পূর্ণ হয়। এর মাধ্যমে শিবলী রুবাইয়াতের নেতৃত্বাধীন কমিশন পূর্ণতা পায়। ৯ বছর পর এসে নতুন করে বিএসইসি এই পূর্ণতা লাভ করে।

স্টকমার্কেটবিডি.কম/

দেশ গার্মেন্টসের বোর্ড সভা ১০ জুন

deshস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি দেশ গার্মেন্টস লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১০ জুন আহবান করা হয়েছে।  ডিএসই সূত্রে  এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২০ সালের ৩১ মার্চ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ২:১৫ টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

খুলনা প্রিন্টিংয়ের ৩য় প্রান্তিক বোর্ড সভা আহবান

KPPL1স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কাগজ ও প্রকাশনা শিল্প খাতের কোম্পানি খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং  লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৯ জুন আহবান করা হয়েছে।  ডিএসই সূত্রে  এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২০ সালের ৩১ মার্চ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩ টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

উভয় শেয়ারবাজারে কমেছে লেনদেন আর সূচক

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে সব ধরণের সূচক ও লেনদেন কমেছে। তবে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬.১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৩৯৬৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.২০ পয়েন্ট কমে অবস্থান করছে ৯১৮ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১.৯৯ পয়েন্ট কমে অবস্থান করে ১৩২৮ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ১৫২ কোটি ৬৩ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ১৫৫ কোটি ২৪ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩১১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৬টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৪৩টির। আর দর অপরিবর্তিত আছে ২৫২টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – গ্রামীনফোন লিমিটেড, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড, স্কয়ার ফার্মা, আল আরাফাহ ব্যাংক, এক্সিম ব্যাংক, ইন্দো বাংলা ফার্মাসিটিউক্যালস, ওরিয়ন ফার্মা, ইসলামী ব্যাংক ও  মুন্নু সিরামিকস লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২৯.৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ২৩১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪টির, কমেছে ৩২টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৮টির।

এদিন টাকায় লেনদেন হয়েছে ৩ কোটি ৬০ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল ৫৬ কোটি ৬৫ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ভিএফএস থ্রেডস ডায়িং   ও বেক্সিমকো  লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

শাহজালাল ইসলামী ব্যাংকের বোর্ড সভা আহবান

sahjalal-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত  ব্যাংকিং খাতের কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক  লিমিটেডের বোর্ড সভা আগামী ১০ জুন অনুষ্ঠিত হবে। এ বোর্ড সভায় ব্যাংকটি লভ্যাংশ ঘোষণা করতে পারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, প্রতিষ্ঠানের পরিচালনা বোর্ডের সিদ্ধান্তে বেলা ৩ টায় বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) ৩১ ডিসেম্বর ২০১৯ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভা থেকে গত বছরের লভ্যাংশ, এজিএম ও রেকর্ড ডেটের সিদ্ধান্ত নিয়ে তা শেয়ারহোল্ডারদের জানানো হবে।

স্টকমার্কেটবিডি.কম

এডিএন টেলিকমের বোর্ড সভা আহবান

adn-telecom-logo-transস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি  শিল্প খাতের কোম্পানি এডিএন টেলিকম  লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১০ জুন আহবান করা হয়েছে।  ডিএসই সূত্রে  এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২০ সালের ৩১ মার্চ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪ টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

লাফার্জ হোলসিমের এজিএম ২৩ জুন

lafarge-holcim-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের  বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, কোম্পানিটির ২২ তম এই এজিএমটি বেলা  ২:৩০ টায় অনুষ্ঠিত হবে।

কোম্পানিটির এই বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনলাইনে অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

এমএল ডায়িংয়ের জমি ক্রয়ের সিদ্ধান্ত

ML Dyingস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এমএল ডায়িং  লিমিটেডের পরিচালনা বোর্ড জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে।

ডিএসইর সূত্রে আরো জানা যায়, গাজীপুরের মোহনা ইউনিয়নে ১ একর বা ৫৬.২৭ জমি কিনবে কোম্পানিটি ।

রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচসহ জমি কিনতে কোম্পানিটির ২ কোটি ৫৬ লাখ কোটি টাকা খরচ হবে বলে জানা গেছে।

স্টকমার্কেটবিডি.কম/আর

বিডিকম অনলাইনের বোর্ড সভা ৭ জুন

bdcomস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি  শিল্প খাতের কোম্পানি বিডিকম অনলাইন  লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৭ জুন আহবান করা হয়েছে।  ডিএসই সূত্রে  এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২০ সালের ৩১ মার্চ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩ টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ECNECস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ১৬ হাজার ২৭৬ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দিয়েছে।

আজ মঙ্গলবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেকের সভায় এ অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রী ও একনেকে চেয়ারপারসন শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদিত প্রকল্পসমূহ হলো:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুইটি প্রকল্প যথাক্রমে COVID-19 Emergency Response and Pandemic Preparedness ও COVID-19 Response Emergency Assistance; প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ‘প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প-৩য় পর্যায়’ প্রকল্প; ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম- ৭ম পর্যায়’ প্রকল্প; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের দুইটি প্রকল্প যথাক্রমে ‘শতভাগ পল্লি বিদ্যুতায়নের জন্য বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ (রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগ- ১ম সংশোধিত প্রকল্প)’ প্রকল্প এবং ‘শতভাগ পল্লি বিদ্যুতায়নের জন্য বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ (ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগ- ১ম সংশোধিত প্রকল্প) প্রকল্প।

প্রকল্পগুলোর মধ্যে আরও রয়েছে: কৃষি মন্ত্রণালয়ের দুইটি প্রকল্প যথাক্রমে ‘কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা’ প্রকল্প এবং ‘মানসম্পন্ন মসলা বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিতরণ’ প্রকল্প; পানিসম্পদ মন্ত্রণালয়ের ‘সাতক্ষীরা জেলার পোল্ডার ১, ২, ৬-৮ এবং ৬-৮: (এক্সটেনশন) এর নিষ্কাশন, ব্যবস্থার উন্নয়ন প্রকল্প এবং স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘দাশেরকান্দি পয়ঃশোধনাগার (১ম সংশোধিত প্রকল্প)’ প্রকল্প।

বৈঠকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হমায়ুন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা অংশ নেন।

স্টকমার্কেটবিডি.কম/