ফার্ষ্ট ফাইন্যান্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড চলতি বছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২২ মার্চ আহবান করেছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২০ সালের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৪টায় রাজধানীতে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ১ম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ইফাদ অটোসের ২০২০ সালের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশলী খাতের কোম্পানি ইফাদ অটোস লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এসেন্সি (ক্রাব)। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, কোম্পানিটির ঋণমান এসেছে ‘এএ২’।

২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন এবং ২০২০ সালের ৩১ ডিসেম্বর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রাব।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

১.বেক্সিমকো লিমিটেড
২.রবি আজিয়াটা
৩.লংকা বাংলা ফাইন্যান্স
৪.জেবিবি পাওয়ার
৫.লাফার্জ হোলসিম বিডি
৬.বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি
৭.সামিট পাওয়ার
৮.বিএটিবিসি
৯.লূব-রেফ বিডি
১০.বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

উভয় শেয়ারবাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫,৫১৬ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৬১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৭.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ২১১১ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬৯৮ কোটি টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৬২৩ কোটি ৪ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৬৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০৬টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪৩টির। আর দর অপরিবর্তিত আছে ১১৪টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, রবি আজিয়াটা, লংকা বাংলা ফাইন্যান্স, জেবিবি পাওয়ার, লাফার্জ হোলসিম, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি, সামিট পাওয়ার, বিএটিবিসি, লূব-রেফ বিডি ও বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৮৬.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৯৬৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ১০৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ৭৫টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৪ কোটি ৮৬ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ২৭ কোটি ৮৭ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে রবি আজিয়াটা ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

 

কাল শেয়ারবাজারে লেনদেন বন্ধ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামীকাল বুধবার (১৭ মার্চ) দেশের শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ১৭ মার্চ শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে।

এদিকে, বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে দেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আদালতসহ অন্যান্য সব প্রতিষ্ঠান ১৭ মার্চ বন্ধ থাকবে। এ উপলক্ষে আগামীকাল বুধবার দেশব্যাপী দোকান ও মার্কেট (শপিং মল) বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দোকান মালিক সমিতি।

স্টকমার্কেটবিডি.কম/

পদ্মা লাইফের বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান পদ্মা লাইফ ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৭ মার্চ আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ২ টা ৩০ মিনিটে রাজধানীর বাংলামোটরে প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় বিমাটির এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

এছাড়া এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি। গত বছর বিমাটি নো ডেভিডেন্ট ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/

সূচকের উত্থানে চলছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন চলছে সূচকের উত্থানের মধ্য দিয়ে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার (১৬ মার্চ) বেলা ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৯.৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৫৬২ পয়েন্টে। ডিএসই শরিয়াহ্ সূচক ৫.৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১২৬৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২১৩৮ পয়েন্টে রয়েছে।

দিনের প্রথম ঘন্টায় লেনদেন হয়েছে ১৯৮ কোটি ৬ লাখ টাকার।

এই সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৬টির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৩টি কোম্পানির শেয়ারের দর।

এদিকে, লেনদেন শুরুর  প্রথম ঘন্টা বেলা ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৭৫.৯৮ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ১৩০ পয়েন্টে অবস্থান করে।

এসময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি ৭৬ লাখ টাকার। এই সময়ে লেনদেন হওয়া ১১০টি শেয়ারের মধ্যে ৫৯টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ২২টি কোম্পানির দর, আর ২৯টি কোম্পানির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

ওয়ান ব্যাংকের বাৎসরিক বোর্ড সভা ২৮ মার্চ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ওয়ান ব্যাংক লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৮ মার্চ আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩ টায় রাজধানীর গুলশানে প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

এছাড়া এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে ব্যাংকটি। গত বছর ব্যাংকটি ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/

ইজেনারেশন থেকে প্রযুক্তি উদ্ভাবনের সহায়তা পাবে স্টার্টআপরা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশের প্রতিশ্রুতিশীল স্টার্টআপগুলো তাদের প্ল্যাটফর্মগুলোর বৃদ্ধির জন্য প্রযুক্তিগত উদ্ভাবন এবং পরবর্তীতে ইউনিকর্ন বা বিলিয়ন ডলার মূল্যমানের কোম্পানিতে পরিণত হতে ইজেনারেশন এবং মাইক্রোসফটের কাছ থেকে সহায়তা পাবে। রবিবার সন্ধ্যায় ওয়েস্টিন ঢাকায় “বিল্ডিং বেস্ট ইন ক্লাস এন্ড স্কেলেবল স্টার্টআপ প্ল্যাটফর্ম” শীর্ষক গোলটেবিলে এই বিবৃতি দেওয়া হয়। ইজেনারেশন এবং মাইক্রোসফ্ট যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে এবং উদ্যোক্তাদের জন্য প্রযুক্তিগত উদ্ভাবনের বিভিন্ন উদাহরণ এবং কারিগরি সহায়তার বিভিন্ন দিক উপস্থাপন করে।

উদাহরণস্বরূপ স্টার্টআপদের জন্য বিভিন্ন প্রোগ্রাম তুলে ধরা হয়, যেমন “মাইক্রোসফ্ট ফর স্টার্টআপ” প্রোগ্রামের আওতায় উদ্যোক্তারা ব্যবসায়িক তহবিল, ক্লাউড ক্রেডিট ইত্যাদি পেতে পারে এবং “আইএসভি নিয়োগ” প্রোগ্রামের আওতায় স্টার্টআপদের প্রযুক্তিগত মূল্যায়ন, অ্যাপ আধুনিকায়ন বিষয়ে পরামর্শ প্রদান এবং ক্লাউড মাইগ্রেশন সেবা রয়েছে। এছাড়াও গোলটেবিল আলোচনায় বাংলাদেশী স্টার্টআপগুলো এবং ব্যবসাকে শিল্পে সংহত করতে সহায়তা করে এমন চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তি যেমন মেশিন লার্নিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডেটা, এবং ক্লাউড সম্পর্কিত প্রযুক্তিসসমূহ নিয়ে আলোচনা করা হয় যা তাদের ব্যবসায়িক প্ল্যাটফর্মগুলোর বৃদ্ধি এবং উন্নয়নে ভূমিকা রাখতে পারে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী। এতে সভাপতিত্ব করেন ইজেনারেশনের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান এবং বিশেষ অতিথি ছিলেন বিটিআরসির সিস্টেমস এন্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাসিম পারভেজ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এই গোলটেবিল আয়োজনের জন্য ইজেনারেশন, মাইক্রোসফট এবং স্টার্টআপদের ধন্যবাদ জানান। তিনি বলেন, “বাংলাদেশের ডিজিটাল বিভাজনে সাম্যতা আনতে আমাদের স্থানীয় ব্যবসাগুলিকে দ্রুত বিকাশ লাভ করতে হবে। এই লক্ষ্যে স্টার্টআপ খাতের প্রারম্ভিক প্রক্রিয়াগুলো সহজতর করার জন্য প্রয়োজনীয় নীতি সহায়তা প্রদানে সরকারের সর্বাত্মক প্রচেষ্টা রয়েছে। ”

শামীম আহসান বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিদেশী বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং রফতানি আয়ের মাধ্যমে স্টার্টআপ এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলোর সম্ভাব্য ভূমিকার উপর জোর দেন। তিনি বলেন, “মাইক্রোসফ্টের সাথে পার্টনারশিপের মাধ্যমে ইজেনারেশন ইন্টেলিজেন্ট ক্লাউড এবং ডিজিটাল সল্যুশন আনতে আন্তরিকতার সাথে কাজ করছে যা সরকারী এবং বেসরকারী সংস্থাগুলিকে সাহায্য করতে সক্ষম। আমরা বাংলাদেশকে একটি উদ্ভাবনী উচ্চ প্রযুক্তির দেশ হিসাবে রূপান্তর করতে সরকার, মাইক্রোসফ্ট এবং অন্যান্য টেকনোলজি পার্টনারদের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছি”।

ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাসিম পারভেজ ব্যবসায়ীদের সহায়তার জন্য বিভিন্ন দিকনির্দেশনার কথা উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, “উদ্যোক্তাদেরকে সময় উপযোগী সুযোগগুলি ব্যবহার করতে এবং দেশীও আয় দেশেই রাখার লক্ষে স্থানীয় পণ্য এবং সেবা তৈরি করতে হবে। বিটিআরসি একটি নিয়ন্ত্রক সংস্থা হিসাবে আইওটি-র মতো প্রযুক্তি আনতে কাজ করছে এবং টেলিযোগাযোগ নেটওয়ার্ক ব্যবহার করে আধুনিক প্রযুক্তির সাথে ব্যবসায়িক মডেলগুলিকে একত্রিকরনকে সহজ করে তুলছে।”

মাইক্রোসফ্ট ভেনচার ক্যাপিটাল এবং প্রাইভেট ইক্যুইটি পার্টনারশিপ ইন্ডিয়ার কান্ট্রি হেড, লাথিকা পাই বাংলাদেশী উদ্যোক্তাদের কথা তুলে ধরেন যা ইতিমধ্যে মাইক্রোসফ্টের সমর্থন পেয়েছে। “মাইক্রোসফ্ট এই উদ্যোক্তাদেরকে তাদের ব্যবসা তৈরির জন্য বিভিন্ন প্রোগ্রাম এর মাধ্যমে এবং প্রযুক্তি ব্যবহার বাড়িয়ে তুলতে সহায়তা করার জন্য ইজেনারেশনকে সাথে নিয়ে কাজ করছে,” তিনি যোগ করেন।

পাঠাওয়ের সিইও হুসেইন এম ইলিয়াস উদ্যোক্তাদেরকে আরও ভালভাবে সমর্থন করার জন্য নীতি বিকাশের পরামর্শ দিয়েছেন। তিনি বলেন “ব্যবসায়ীদের উন্নত প্রযুক্তি ব্যবহার এবং স্থানীয় বাজারের জন্য নতুনত্ব আনার বিশ্বব্যাপী প্রবণতা রয়েছে। বিশ্বব্যাপী পরিচিতির জন্য আমাদের যথাযথ নীতিমালা প্রনয়ণ এবং স্থানীয় ব্যবসায় উদ্ভাবনের গতি বাড়ানো দরকার’’।

নগদ এর সিইও রাহেল আহমেদ আধুনিক ব্যবসায়ের অংশ হিসেবে প্রযুক্তির কথা তুলে ধরেন। তিনি বলেছেন, “প্রযুক্তি আমাদের ব্যবসায়িক প্রক্রিয়াগুলিতে স্বয়ংক্রিয়তা এনেছে এবং প্রযুক্তি সংস্থাগুলির উন্নতি সাধনের জন্য জায়গা তৈরি করেছে। ব্যবসায়ের ক্যাপিটাল এবং আর্থিক খাত থেকে বিনিয়োগ পেতে ব্যবসায়ের একটি শক্তিশালী কাঠামো পরিকল্পনা করা প্রয়োজন এবং সেই পরিকল্পনা বাস্তবায়ন করা উচিত। ”

এসএম আশরাফুল ইসলাম, নির্বাহী ভাইস চেয়ারম্যান, ইজেনারেশন; মোঃ আবদুল্লাহ আল মামুন, ডিএমডি ও সিওও, ইউসিবিএল; মাশরুর হোসেন, চ্যানেল বিক্রয় প্রধান, মাইক্রোসফ্ট; জান্নাতুল ফারদৌস পপি, পার্টনার প্রযুক্তি বিশেষজ্ঞ, মাইক্রোসফ্ট; এমরান আবদুল্লাহ, পরিচালক, অপারেশনস অ্যান্ড সেলস, ইজেনারেশন; সিলভানা কাদের সিনহা, সিইও, প্রাভা হেলথ; কাশফিয়া মাহমুদ, সিইও, স্বাধীন; আশিকুল আলম খান, সিইও, প্রিয়শপ ডটকম; জিশান কিংসুক হক, সহ-প্রতিষ্ঠাতা, সিনদাবাদ ডটকম; মোহাম্মদ অলি আহাদ, প্রতিষ্ঠাতা, ইন্টেলিজেন্স মেশিনস লিমিটেড; হাবিবুল মোস্তফা আরমান, সহ-প্রতিষ্ঠাতা ও সিইও, খাসফুড ডটকম; ; মরিন তালুকদার, সিইও, পিকাবু; সানজিদা ফারহানা, সিইও এবং প্রতিষ্ঠাতা, পোশাপেটস ডটকম; শাহ পারান, সিইও, হ্যান্ডিমামা; কিশওয়ার হাশেমী, সিইও, ক্লুদিও; নাহিতা নিশমিন, সিওও, কুকআপস; এইচ এম তারিকুল কামরুল, চিফ অপারেটিং অফিসার, ইভালি; এবং ওয়াহিদ সাদাত চৌধুরী, আইটি ও ইআরপি বিভাগ প্রধান, এনারজিপ্যাক, ছাড়াও অনেকে রাউন্ড টেবিলে যোগ দান করেন।

স্টকমার্কেটবিডি.কম/

মাইডাস ফাইন্যান্সের ইজিএমের ভেন্যু নির্ধারণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি মাইডাস ফাইন্যান্স লিমিটেডের ১০তম বিশেষ সাধারণ সভার (ইজিএম) ভেন্যু নির্ধারণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, কোম্পানিটির ইজিএমটি আগামী ৩০ মার্চ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

রাজধানীর ধানমন্ডিতে মাইডাস কনভেনশন সেন্টার কোম্পানিটির ইজিএম অনুষ্ঠিত হবে।

অনলাইনে শেয়ারহোল্ডারদের উপস্থিতির জন্য বিশেষ ভেন্যু এবং ওয়েব লিংকের ব্যবস্থা করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/