দিনশেষে লেনদেনের শীর্ষে বেক্সিমকো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১৫৯ কোটি ৬৯ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ন্যাশনাল ফিড মিলের শেয়ার লেনদেন হয়েছে ৬৬ কোটি ৭০ লাখ ৫০ হাজার টাকার।

৪৯ কোটি ২৭ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ম্যাকসন স্পিনিং।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ড্রাগন সোয়েটার, কাট্টালী টেক্সটাইল, এসএস স্টিল, সী-পার্ল, ওরিয়ন ফার্মা, কুইন সাউথ ও কেয়া কসমেটিকস লিমিটেড ।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

দিনশেষে সূচকের বড় পতনে বেড়েছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে কিছুটা। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে ২ হাজার ৩০ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১২ কোটি ৪৬ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ২ হাজার ১৭ কোটি ৫৬ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৫ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৬ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমেছে।

বুধবার ডিএসইতে মোট ৩৭২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৩টির, দর কমেছে ২১৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৯১ পয়েন্ট। সূচকটি ১৭ হাজার ৫৭৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ১৩৬ কোটি ২১ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৯টির, দর কমেছে ১৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

ন্যাশনাল ব্যাংকের বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংক লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৩০ জুন আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা তিন টায় রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে ব্যাংকটি। গত বছর ব্যাংকটি ৫ শতাংশ বোনাস ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/এস

মালেক স্পিনিং ২১৩ কোটি টাকা বিনিয়োগ করবে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মালেক স্পিনিং লিমিটেড একটি নতুন প্রকল্প স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল ২২ জুন কোম্পানির পরিচালনা বোর্ডের সভায় নতুন প্রকল্পে বিনিয়োগের বিষয়টি অনুমোদন করা হয়।

জানা গেছে, ময়মনসিংহের ভালুকায় এই নতুন প্রকল্পটি করা হবে। এখানে কোম্পানিটি জমি ও ফ্যাক্টরি ভবন, নির্মাণ ও অন্যান্য. মেশিনারি ও সরঞ্জামাদি স্থাপন করবে। এরফলে কোম্পানিটির প্রতিদিন ৩৫ হাজার কেজি সুতা উৎপাদন হবে। আর বছরে উৎপাদন হবে ১ কোটি ২৬ লাখ কেজি সুতা।

বিএমআরই প্রকল্পের পরে কোম্পানির ৭৯ হাজার ৪৬৪টি স্পিনডিল বাড়বে এবং ২ হাজার রোটর খোলা হবে। নতুন এই কারখানা থেকে কোম্পানিটির ৬০ শতাংশ আয় বাড়বে।

প্রকল্পটিতে কোম্পানিটি ২১৩ কোটি ১৯ লাখ টাকা বিনিয়োগ করবে। নতুন প্রকল্প স্থাপনে ব্যাংক ঋণ এবং অন্যান্য উৎস থেকে ব্যয় করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/

শেয়ারহোল্ডারদের তথ্য চায় বাটা সু

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি বাটা সু লিমিটেডের ব্রোকারেজ হাউজের কাছ থেকে শেয়ারহোল্ডারদের তালিকা চেয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

কোম্পানিটি ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোর কাছ থেকে মার্জিন ঋণধারীদের নাম, বিও নম্বর, ইটিআইএনসহ বিস্তারিত তথ্য চেয়েছে।

ব্রোকারহাউজ ও মার্চেন্ট ব্যাংক থেকে ঋণ নিয়ে (মার্জিন) শেয়ার কিনেছেন এমন বিনিয়োগকারীদেরও তালিকা চায় কোম্পানিটি।

আগামী ১৯ জুলাইয়ের আগে এসব তথ্য পাঠাতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

আইপিডিসি ফাইন্যান্স ১৫০ কোটি টাকার বন্ড ছাড়বে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ১৫০ কোটি টাকার বন্ড ছাড়ার মাধ্যমে মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এই সব তথ্য জানা গেছে।

এটি হবে ৬ বছর মেয়াদী একটি নন কনভারটেবল, সম্পূর্ণ রেডিমেবল আন সিকিউরেড সাবর্ডিনেট কুপন বন্ড।

সম্প্রতি এই সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটির পরিচালনা বোর্ড। বিএসইসি, বাংলাদেশ ব্যাংক এবং শেয়ারহোল্ডারদের অনুমোদন স্বাপেক্ষে এই বন্ড ছাড়া হবে ডিএস্ইর পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটির উল্লেখিত এই প্রস্তাবটি সর্বপ্রথম শেয়ারহোল্ডারদেরও অনুমোদন নিতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

সমতা লেদার ২য় প্রান্তিকের আয় কমেছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আয় কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর,২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০২ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.০৫ টাকা।

৬ মাসে (জুলাই,২০-ডিসে,২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.০১ টাকা। গত বছরের এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ০.০৪ টাকা।

এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪.৩২ টাকা। যা গত বছরের ৩১ মার্চ ছিল ১৪.৩৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/আ

পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান পূরবী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৩০ জুন আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীতে বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি। গত বছর বিমাটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

একই দিনে চলতি বছরের প্রথম প্রান্তিকের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/