ইভ্যালির চেয়ারম্যান ও এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরীন এবং ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শুক্রবার পুলিশের স্পেশাল ব্রাঞ্চে এই নিষেধাজ্ঞার চিঠি দেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার কমিশন থেকে এ বিষয়ে অনুমোদন দেওয়া হয়। আগামী ১৫ কর্মদিবসের মধ্যে আদালত থেকে এ বিষয়ে অনুমতি নেওয়া হবে বলে জানা গেছে।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের উপ-পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক বলেন, ইভ্যালি তার গ্রাহক ও মার্চেন্টদের কাছ থেকে অগ্রিম হিসাবে নেওয়া প্রায় ৩৩৯ কোটি টাকার কোনো হদিস পাওয়া যাচ্ছে না, এমন অভিযোগ আমলে নিয়ে দুদকের অনুসন্ধান টিম তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং প্রয়ােজনীয় রেকর্ডপত্র ও তথ্যাদি সংগ্রহ করেছে। অনুসন্ধানে টিম বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরীন ও এমডি মো. রাসেল গোপনে দেশত্যাগের চেষ্টা চালাচ্ছেন। অভিযুক্ত ব্যক্তিরা দেশত্যাগ করলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হবে বলে মনে করে দুদক। তাই অনুসন্ধান কার্যক্রম চলমান থাকা অবস্থায় অভিযােগ সংশ্লিষ্ট ব্যক্তিরা যাতে দেশত্যাগ করতে না পারে সেজন্য বিদেশ গমনে নিষেধাজ্ঞায় প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরীর নেতৃত্বে গঠিত দুই সদস্যের অনুসন্ধান টিমের অপর সদস্য হলেন উপসহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

ডিএসইতে পিই রেশিও বেড়েছে ০.১০ পয়েন্ট

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৫ থেকে ৮ জুলাই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৮.৫০ পয়েন্টে। আর গত সপ্তাহ শেষেও পিই রেশিও অবস্থান করছে ১৮.৬০ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.১০ পয়েন্ট বা ০.৫৪ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এমন তথ্য জানা গেছে।

তথ্য মতে, গত সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭.৮৩ পয়েন্টে। এছাড়া টেলিযোগাযোগ খাতে ১১.৪৯ পয়েন্টে, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১১.৮৮ পয়েন্টে, প্রকৌশল খাতে ১৩.৮১ পয়েন্টে, সিমেন্ট খাতে ১৫.৪০ পয়েন্টে, খাদ্য খাতে ২০.০৯ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ২০.২৭ পয়েন্টে, তথ্যপ্রযুক্তি খাতে ২২.২৪ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ২২.৮৬ পয়েন্টে, বিমা খাতে ২৪.৬৪ পয়েন্টে, সিরামিক খাতে ২৭.৬৪ পয়েন্টে, বস্ত্র খাতে ৩৭.৪৩ পয়েন্টে, আর্থিক খাতে ৪৪.১১ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ৪৫.৭৫ পয়েন্টে, বিবিধ খাতে ৬০.১৪ পয়েন্টে, চামড়া খাতে ৮৭.৬৭ পয়েন্টে, পেপার খাতে ৯৯.৩৩ পয়েন্টে এবং পাট খাতে (-৩৯.২১) পয়েন্টে পিই রেশিও অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় লাফার্জ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৩৭ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লাফার্জ হোলসিম বিডি লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫৫ কোটি ৫৬ লাখ টাকার।

কেয়া কসমিটিকস লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির লেনদেন হয়েছে ১৩৬ কোটি ৫১ লাখ টাকার।

এই তালিকায় থাকা শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্য কোম্পানিগুলো হচ্ছে- এমএল ডায়িংয়ের ১১৫ কোটি ৯৭ লাখ, লংকা বাংলা ফাইন্যান্সের ১০৩ কোটি ১৩ লাখ, ন্যাশনাল ফিড মিলসের ৯৯ কোটি ৪৯ লাখ, আমান ফিডের ৯৭ কোটি ১৫ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৯৪ কোটি ৭৯ লাখ, ম্যাকসন স্পিনিংয়ের ৮০ কোটি ৫২ লাখ ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৭৯ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ২৯০০ কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন আগের সপ্তাহের চেয়ে প্রায় ২ হাজার ৯০০ কোটি টাকা বেড়েছে। এসময় সেখানে সবগুলো সূচকই বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৪ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৬ হাজার ৪১০ কোটি ৭০ লাখ টাকার। যা আগের সপ্তাহের ৪ দিনে হয়েছিল ৫ হাজার ৬২৪ কোটি ৬৬ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ১৩.৯৭ শতাংশ কমেছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ১ হাজার ৬০২ কোটি ৬৭ লাখ টাকার হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৪০৬ কোটি ১৬ লাখ টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন ১৩.৯৭ শতাংশ কমেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬২.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১২ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৩৯.৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২২৪৮ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ২৬.৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৪১ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৩০টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির শেয়ার ও ইউনিটের দর। আর ৪টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ১৪ হাজার ২৮২ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ১৭ হাজার ১৮২ কোটি টাকা। এই হিসাবে গত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন ২৯০০ কোটি টাকা বা ০.৫৬ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস