এনসিসি ব্যাংকের উদ্দ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, আসলাম উল করিম নামে এই উদ্দ্যোক্তা ব্যাংকটির ৫০ হাজার বিক্রয় করবেন। তার হাতে ব্যাংকটির মোট ৭ লাখ ৮৬ হাজার ৩৩৩টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেট হতে এই উদ্দ্যোক্তা উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

এডিএন টেলিকমের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় এডিএন টেলিকম লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম

সরবরাহকারীদের কাছে ইভ্যালির দেনা ২০৬ কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পণ্য সরবরাহকারীদের (মার্চেন্ট) কাছে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির দেনা রয়েছে ২০৫ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার টাকা। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের পরিচালকের কাছে দেনার এ তথ্য জানিয়েছে ইভ্যালি।

বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া হিসাব বিবরণীতে বলা হয়েছে, যে কোনো ব্যবসায়ে ক্রেডিট সুবিধা একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং তা যুগ যুগ ধরে প্রতিটি ব্যবসায়ের ক্ষেত্রে বিদ্যমান। ইভ্যালির সঙ্গে সব সরবরাহকারীর ক্রেডিট-সংক্রান্ত চুক্তি বিদ্যমান রয়েছে। ইভ্যালি সরাসরি উৎপাদনকারী ও আমদানিকারকদের সঙ্গে ব্যবসা পরিচালনা করে। সরবরাহকারীরা গড়ে ন্যূনতম ১৫ থেকে ২০ শতাংশ হারে মুনাফা অর্জন করার মাধ্যমে ব্যবসা পরিচালনা করেন। তাই যে পরিমাণ দেনা হিসাবে আছে তা অতি স্বাভাবিক এবং গ্রহণযোগ্য একটি পরিমাণ।

ইভ্যালির তথ্যানুযায়ী, গত ১৫ জুলাই পর্যন্ত কোম্পানিটির মোট দায় ৫৪৪ কোটি টাকা। তাদের স্থাবর সম্পত্তি ১০৫ কোটি ৫৫ লাখ টাকা। আর অস্থাবর সম্পত্তি ৪৩৮ কোটি টাকা। অস্থাবর সম্পত্তির মধ্যে ৪২৩ কোটি টাকা হচ্ছে ইভ্যালির ব্র্যান্ড মূল্য, আর ১৫ কোটি ৮৩ লাখ টাকা হচ্ছে অদৃশ্যমান সম্পত্তি।

ইভ্যালি বলছে, গত ১৫ জুলাই এর সম্পদ ও দায়ের হিসাব অনুযায়ী গ্রাহকের কাছে মোট দায় ৩১০ কোটি ৯৯ লাখ ১৩ হাজার ৪০৭ টাকা, যা পরবর্তী পাঁচ মাসের মধ্যে ব্যবসায়িক স্বাভাবিক কার্যক্রম পরিচালনা ও কাঙ্ক্ষিত বিনিয়োগ লাভের মাধ্যমে পরিশোধ করা হবে।

এর আগে গত ১৫ জুলাই পর্যন্ত মার্চেন্টদের কাছে দেনার পরিমাণ জানতে চেয়ে ইভ্যালিকে চিঠি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। পরে ১১ আগস্ট দেওয়া চিঠির জবাবে বৃহস্পতিবার ইভ্যালি কর্তৃপক্ষ বাণিজ্য মন্ত্রণালয়কে তাদের দেনার পরিমাণ জানায়। গত বৃহস্পতিবার ইভ্যালির দেওয়া জবাবটি ছিল তৃতীয় পর্যায়ের।

বাণিজ্য মন্ত্রণালয় ইভ্যালিকে গত ১ আগস্টের মধ্যে তিন ধরনের হিসাব দিতে বলেছিল। এগুলো হচ্ছে কোম্পানির সম্পত্তি ও দায়; গ্রাহকদের কাছে দায়, মার্চেন্টদের সংখ্যা ও তাদের কাছে দায় এবং দায় পরিশোধের পরিকল্পনা।

ইভ্যালি জবাব না দিয়ে ছয় মাসের সময় চেয়ে গত ১ আগস্ট আবেদন করে বাণিজ্য মন্ত্রণালয়ে। মন্ত্রণালয় তা না মেনে ১১ আগস্ট আন্তমন্ত্রণালয়ের বৈঠক ডাকে। সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ইভ্যালিকে ১৯ ও ২৬ আগস্ট এবং ২ সেপ্টেম্বর হিসাব দিতে বলা হয়।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

এমারেল্ড ওয়েলের নতুন চেয়ারম্যান শফিকুল ইসলাম

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি এমারেল্ড ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নতুন চেয়ারম্যান হিসাবে সাবেক এডিশনাল সচিব মো: শফিকুল ইসলামকে নির্বাচিত করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির নতুন এই চেয়ারম্যান সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হকের স্থলাভিষিক্ত হবেন।

নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নির্দেশনা অনুযায়ী কোম্পানিটির পরিচালনা বোর্ড নতুন করে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এসএস

ইমাম বাটনের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম

ডিএসই’র ট্রেক সনদ পেলো জেএমআই গ্রুপ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এখন থেকে দেশের শেয়ারবাজারে শেয়ার কেনাবেচা করতে পারবে জেএমআই গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান থ্রিআই সিকিউরিটিজ লিমিটেড। শনিবার (০৪ সেপ্টেম্বর) নতুন ব্রোকারেজ হাউজ হিসেবে ব্যবসা করার জন্য থ্রিআই সিকিউরিটিজ লিমিটেডকে ট্রেক (ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট) সনদ হস্তান্তর করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

রাজধানীর ডিএসই ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যান অধ্যাপক জনাব শিবলী রুবাইয়াত-উল-ইসলাম থ্রিআই সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এবং জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. আবদুর রাজ্জাকের হাতে সনদ তুলে দেন।

নতুন ট্রেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসই’র চেয়ারম্যান জনাব মো. ইউনুসুর রহমান। এসময় ডিএসই’র পরিচালক জনাব সালমা নাসরিন, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক জনাব তারিক আমিন ভূঁইয়া এবং ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি জনাব শরীফ আনোয়ার হোসাইন বক্তব্য রাখেন।

দেশের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম খাতের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী জেএমআই গ্রুপ। প্রায় ২২ বছর ধরে দেশে সুনামের সাথে ব্যবসা করে আসছে জেএমআই।

থ্রিআই সিকিউরিটিজ লিমিটেডের ট্রেক অর্জনের প্রতিক্রিয়ায় জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. আবদুর রাজ্জাক বলেন, “আমাদেরকে ব্যবসা করার অনুমোদন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি। গত প্রায় দুই দশক ধরে আমরা শেয়ারবাজারের সঙ্গে সম্পৃক্ত আছি। আমাদের একটি প্রতিষ্ঠান শেয়ারবাজারে তালিকাভূক্ত আছে, আরেকটি অনুমোদনের অপেক্ষায় আছে। ব্যবসা পরিচালনায় স্বচ্ছতা বজায় রাখার সুনাম রয়েছে আমাদের। নতুন সিকিউরিটিজ হাউজ হিসেবে শেয়ারবাজারে নতুন নতুন বিনিয়োগকারীদের যুক্ত করতে সর্বোচ্চ চেষ্টা করবো আমরা।”

স্টকমার্কেটবিডি.কম/

ফেডারেল ইন্স্যুরেন্সের ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। ভালো লভ্যাংশ দিয়ে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

আজ ৬ সেপ্টেম্বর থেকে শেয়ারবাজারে কোম্পানিটি বি এর পরিবর্তে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হবে।

এর আগে বিমাটির শেয়ার বি ক্যাটাগরিতে ছিল।

স্টকমার্কেটবিডি.কম/এসএস