এস্ক্যোয়ার নিটের নগদ লভ্যাংশ বিতরণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি এস্ক্যোয়ার নিট কম্পোজিট লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩০ জুন ২০২২ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

একমি পেসটিসাইডসের নতুন সিএস নিয়োগ

একমি পেস্টিসাইড কোম্পানির লোগো

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ খাতের কোম্পানি একমি পেসটিসাইডস লিমিটেডের নতুন ভারপ্রাপ্ত কোম্পানি সচিব (সিএস) নিয়োগ পেয়েছেন সবুজ কুমার ঘোষ। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, সম্প্রতি অনুষ্ঠিত এক বোর্ড সভায় কোম্পানিটির নতুন সিসে হিসাবে সবুজ কুমার ঘোষকে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে কোম্পানিটির পূর্বের সিএস মো: আরিফুল আলমকে দায়িত্ব থেকে অব্যহত প্রদান করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/এ

ইউনিলিভার কনজিউমারের বোর্ড সভার দিন পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও সহযোগী শিল্প খাতের কোম্পানি ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের বার্ষিক বোর্ড সভার দিন পরিবর্তন করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

আগামী ৯ মার্চ আহবান এই বোর্ড সভাটি আহবান করা হয়েছে। এর আগে ১ মার্চ বোর্ড সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২২ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৫টায় রাজধানীর বীর উত্তম মীর শওকত সড়কে প্রতিষ্ঠানের নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে। গতবছর কোম্পানিটি ৪৪০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/এম

ইউনিয়ন ক্যাপিটালের নতুন চেয়ারম্যান মুন্সী শাফিউল হক

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মুন্সি শফিউল হক।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড জানিয়েছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ চেয়ারম্যান হিসেবে মুন্সি শফিউল হককে নির্বাচন করেছে। এখন থেকে তিনি কোম্পানিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর মুন্সি শফিউল হক ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের পরিচালনা পর্ষদে একজন স্বতন্ত্র পরিচালক হিসেবে নিযুক্ত হন। পরবর্তীতে তিনি চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি কোম্পানিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।

মুন্সি শফিউল হক একজন অবসরপ্রাপ্ত সিনিয়র সরকারি কর্মকর্তা। তিনি ১৯৮২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর করেন। পরে তিনি একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং এলএলএম ডিগ্রি অর্জন করেন।

স্টকমার্কেটবিডি.কম////

রেনেটার নতুন সিএফও মুস্তফা আলিম এফসিএ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ খাতের কোম্পানি রেনেটা লিমিটেডের নতুন প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) নিয়োগ পেয়েছেন মুস্তফা আলিম আওলাদ এফসিএ। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, সম্প্রতি অনুষ্ঠিত এক বোর্ড সভায় কোম্পানিটির নতুন সিএফও হিসাবে মুস্তফা আলিম আওলাদ এফসিএকে নিয়োগ দেওয়া হয়েছে।

আগামী ১ মার্চ থেকে এই নতুন সিএফও দায়িত্ব পালন করবেন।

এর আগে আগামীকাল ২৮ ফেব্রুয়ারি কোম্পানিটির বর্তমান সিএফও খোকন চন্দ্র দাস দায়িত্ব থেকে অব্যহত প্রদান করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এ

এডিএন টেলিকমের সাড়ে ২৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেডের দুইজন উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

মোহাম্মদ আলী সরকার নামে কোম্পানিটির এক উদ্দ্যোক্তা ৮ লাখ ৫২ হাজার শেয়ার চলমান বাজার দরে বিক্রয়ের আগ্রহ প্রকাশ করেছেন। এই পরিচালকের নামে মোট ১৭ লাখ ৫ হাজার শেয়ার রয়েছে।

আবু ইউসুফ জাকারিয়া নামে কোম্পানিটির আরেক উদ্দ্যোক্তা পরিচালক ১৭ লাখ ৫ হাজার শেয়ার চলমান বাজার দরে বিক্রয়ের আগ্রহ প্রকাশ করেছেন। তিনি হাতে থাকা সব শেয়ার বিক্রি করবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

তবে এই পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে ব্লক মার্কেটে বিক্রয় করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম.