বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

পারমাণবিক চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে। এরই মধ্যে দুই দেশের মাঝে ইতিবাচক বৈঠক হয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। আশা করা হচ্ছে, শিগগির এ বিষয়ে দেশ দু’টির মধ্যে চুক্তি সই হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ বিষয়ে আশার ইঙ্গিত দিয়েছেন।

এমন পরিস্থিতিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় চার শতাংশ কমে গেছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি দুই ডলারের বেশি কমে ৬৪ ডলারে দাঁড়িয়েছে।

ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির কাছিকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র। তাছাড়া শর্তের বিষয়ে অনেকটাই একমত হয়েছে তেহরান।

উপসাগরীয় অঞ্চলের সফরে গিয়ে ট্রাম্প বলেন, আমরা ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ আলোচনায় রয়েছি।

ট্রাম্প বলেন, আমরা হয়তো এমন এক চুক্তির কাছাকাছি পৌঁছে গেছি, যেটা করতে গিয়ে আমাদের কঠোর পদক্ষেপ নিতে হবে না। এটি করার দুটি উপায় আছে। একটি হলো খুবই সুন্দর ও শান্তিপূর্ণ উপায়, আর অন্যটি হলো সহিংস পথ, কিন্তু আমি দ্বিতীয় উপায়টি নিতে চাই না।

স্টকমার্কেটবিডি.কম///

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব বলেছেন, আইএসপি এবং আইআইজি পর্যায়ে ইন্টারনেটের দাম আগামী জুলাই থেকে ২০ শতাংশ কমবে।

আজ বৃহস্পতিবার (১৫ মে) বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আগামী ১ জুলাই থেকে আইএসপি এবং আইআইজি পর্যায়ে ইন্টারনেটের দাম ২০ শতাংশ কমবে জানিয়ে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘পরে গ্রাহক পর্যায়ে দাম কমবে। মোবাইল কম্পানিগুলোকে বলতে চাই, ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

আমরা নাগরিকদের কম দামে মানসম্পন্ন ইন্টারনেট দিতে চাই।’

এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. জহিরুল ইসলাম, বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম///

মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সিদ্ধান্ত চূড়ান্ত হবে ২১ মে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী বছরগুলোতে আরও বড় সংখ্যায় বাংলাদেশি কর্মী নেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। এর মধ্যে প্রায় ২০ হাজারের অধিক শ্রমিক যাবে বিনা খরচে।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাশুসন ইসমাইল ও মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম চি কেওয়ের সঙ্গে এক যৌথ সভায় মিলিত হন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৈঠকে শ্রমিক নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

বিষয়টি নিশ্চিত করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব সারওয়ার আলম বলেন, ‘মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং মালয়েশিয়ার শ্রমবাজার খোলার বিষয়ে একটি ইতিবাচক ফলাফল এসেছে। ২১ মে ঢাকায় যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে। ’

মালয়েশিয়ায় অবৈধ কর্মীদের নিয়মিতকরণের বিষয়ে তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে আশাবাদী এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এই বিষয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

ওয়ান ব্যাংকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ওয়ান ব্যাংক পিএলসির বাৎসরিক বোর্ড সভা আগামী ২৫ মে আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩টায় রাজধানীতে অবস্থিত ব্যাংকটির নিজস্ব কার্যালয়ে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

এ বোর্ড সভায় ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২৪ সালের নিরীক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় ব্যাংকটির গতবছরের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে। এসভায় এজিএমের তারিখ ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/আর

লেনদেনের শীর্ষে বিচ হ্যাচারি; ২য় স্থানে এনআরবি ব্যাংক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২১ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে এনআরবি ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ৬৮ লাখ টাকা।

বারাকা পতেঙ্গা পাওয়ারের ৭ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এবিবি ফার্ষ্ট মি. ফান্ডের ৬ কোটি ৮৪ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৬ কোটি ৫৪ লাখ, ব্রাক ব্যাংকের ৬ কোট ৯ লাখ, সী পার্লস হোটেলের ৫ কোটি ৫৫ লাখ, উত্তরা ব্যাংকের ৫ কোটি ১২ লাখ, সিটি ব্যাংকের ৪ কোটি ৭৪ লাখ ও ফাইন ফুডসের ৪ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. বিচ হ্যাচারি
  2. এনআরবি ব্যাংক
  3. বারাকা পতেঙ্গা পাওয়ার
  4. এবিবি ফার্ষ্ট মি. ফান্ড
  5. সিটি জেনারেল ইন্স্যুরেন্স
  6. ব্রাক ব্যাংক
  7. সী পার্লস হোটেল
  8. উত্তরা ব্যাংক
  9. সিটি ব্যাংক
  10. ফাইন ফুডস।

ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৪.৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৮১ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১৪.৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১০৩৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০.৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৭০ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৯৬ কোটি ৮৪ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ২৯৪ কোটি ১৭ লাখ টাকা

ডিএসইতে দিনভর ৩৯৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৪২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৩১৭টির আর অপরিবর্তিত আছে ৩৬টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বিচ হ্যাচারি, এনআরবি ব্যাংক, বারাকা পতেঙ্গা পাওয়ার, এবিবি ফার্ষ্ট মি. ফান্ড, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ব্রাক ব্যাংক, সী পার্লস হোটেল, উত্তরা ব্যাংক, সিটি ব্যাংক ও ফাইন ফুডস।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক ১৩৭.৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৪৭৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২০৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ১১৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৭টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ২৯ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে ১১ কোটি ২২ লাখ টাকার লেনদেন হয়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সেের রেকর্ড ডেট পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বিমা  খাতের কোম্পানি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি  লিমিটেডের আসন্ন বার্ষিক সাধারণ সভার জন্য পূর্ব-নির্ধারিত রেকর্ড ডেট পরিবর্তন করা হয়েছে। ডিএসইর সূত্রে এ তথ্য পাওয়া যায়।

ডিএসইর সূত্রে আরো জানা যায়, কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত বছরের রেকর্ড ডেট আগামী ১২ জুনের পরিবর্তে ১৫ জুন করা হয়েছে।

তবে বার্ষিক সাধারণ সভার অন্যান্য সকল বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

ব্যাংক এশিয়ার আর্থিক প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া পিএলসির পরিচালনা বোর্ড চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকে ব্যাংকটির আয় বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা বোর্ডের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ানি-মার্চ) ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪২ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.৬৭ টাকা।

একই সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯.৩৪ টাকা। যা গত ২০২৪ সালেে ৩১ ডিসেম্বর ছিল ২৫.৮৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

প্রাইম ব্যাংকের শেয়ার ক্রয়ের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক পিএলসির একজন উদ্দ্যোক্তা পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, তানভীর এ চৌধুরী নামে এই পরিচালক ২ লাখ ২৪ হাজার ৩৭৫ টি শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।

ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে পাবলিক মার্কেট হতে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি