সেপ্টেম্বরে ২৬৮ কোটি ডলার প্রবাসী আয়

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সেপ্টেম্বর মাসে ২.৬৮ বিলিয়ন (২৬৮ কোটি ৫৮ লাখ ডলার) মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ (প্রতি ডলার ১২২ টাকা ধরে) প্রায় ৩২ হাজার ৭৫৭ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, সেপ্টেম্বর মাসে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৪৬ কোটি ৬৮ লাখ ১০ হাজার ডলার, বিশেষায়িত এক ব্যাংকের (কৃষি ব্যাংক) মাধ্যমে ২৫ কোটি ৮২ লাখ ১০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে।

বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৯৫ কোটি ৪৬ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৬২ লাখ ৪০ হাজার ডলার।

এর আগে চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে আসে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা। আগস্টে প্রবাসীরা পাঠান ২৪২ কোটি ২০ লাখ ডলার বা ২৯ হাজার ৫৪৮ কোটি ৪০ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম///

নর্দার্ণ ইন্স্যুরেন্স ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স লিমেটেড ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামীকাল সোমবার থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে শেয়ারবাজারে।

জানা গেছে, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স লিমেটেড গত ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আর এই লভ্যাংশ দিয়ে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

এর আগে কোম্পানিটি লেনদেন জেড ক্যাটাগতিতে হতো।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

গ্লোবাল ইন্স্যুরেন্সের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঋণমান ‘এএএ’। আর স্বল্পমেয়াদি ঋণের ঋণমান এসেছে এসটি-২। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর)।

২০২৪ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এনসিআর।

স্টকমার্কেটবিডি.কম/বি

মুন্নু ফেব্রিকসের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি মুন্নু ফেব্রিকস লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১২ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৪টায় রাজধানীর ওয়ারিতে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

লেনদেনের শীর্ষে সিভিও পেট্রো; ২য় স্থানে সোনালী পেপার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিভিও পেট্রো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে সোনালী পেপারের শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৪৭ লাখ টাকা।

সাপোর্টের ১৬ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- লাভেলো আইসক্রিমের ১৬ কোটি ৫১ লাখ, ওরিয়ন ইনফিউশনের ১৪ কোটি ৮৬ লাখ, ডমিনেজ স্টিলসের ১৪ কোট ৭৮ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ১২ কোটি ৯০ লাখ, লাখ, কে এন্ড কিউয়ের ১২ কোটি ৬১ লাখ, বিএসসির ১২ কোটি ৫৭ লাখ ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

দুই এক্সচেঞ্জে সূচক বাড়লেও কমেছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩১.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫,৪৪৭ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৭৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০৯২ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬১৯ কোটি ২৮ লাখ টাকা। গত সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৬৯৬ কোটি ৮০ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৮৩টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪৭টির আর অপরিবর্তিত আছে ৬৫টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – সিভিও পেট্রো, সোনালী পেপার, সাপোর্ট, লাভেলো আইসক্রিম, ওরিয়ন ইনফিউশন, ডমিনেজ স্টিলস, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, কে এন্ড কিউ, বিএসসি ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক ৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ১৭৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ৬৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ২১টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ৯০ লাখ টাকা। গত সোমবার সেখানে ১৬ কোটি ১ লাখ টাকার লেনদেন হয়।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ওরিয়ন ইনফিউশন।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. সিভিও পেট্রো
  2. সোনালী পেপার
  3. সাপোর্ট
  4. লাভেলো আইসক্রিম
  5. ওরিয়ন ইনফিউশন
  6. ডমিনেজ স্টিলস
  7. খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ
  8. কে এন্ড কিউ
  9. বিএসসি
  10. প্রগতি লাইফ ইন্স্যুরেন্স।

চলতি সপ্তাহেই প্রশাসক পেতে যাচ্ছে পাঁচ ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি সপ্তাহেই পাঁচটি সংকটাপন্ন ইসলামী ব্যাংকের জন্য প্রশাসক নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংককে রাষ্ট্রীয় মালিকানাধীন একটি নতুন শরিয়াহভিত্তিক ব্যাংকে একীভূত করার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশের-২০২৫ আওতায় ব্যাংক খাত সংস্কারের অংশ হিসেবে এই একীভূতকরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার এ অধ্যাদেশটি জারি করে ব্যাংক খাতে প্রয়োজনীয় একত্রীকরণ ও অধিগ্রহণের আইনি কাঠামো তৈরি করেছে।

প্রশাসক নিয়োগের পর সংশ্লিষ্ট পাঁচ ব্যাংকের পরিচালনা পর্ষদ বিলুপ্ত হবে এবং তাদের একীভূত করার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে। বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে রাজধানীর মতিঝিলের সেনাকল্যাণ ভবনের ১৭ তলায় ২ হাজার ৩৩৬ বর্গফুটের একটি অফিস বরাদ্দ দিয়েছে, যেখান থেকে নতুন রাষ্ট্রীয় ইসলামী ব্যাংক ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক পিএলসি’ বা ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক অব বাংলাদেশ পিএলসি’ গঠনের কার্যক্রম পরিচালিত হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান মনে করেন, এই একীভূতকরণ দেশের ব্যাংক খাতকে স্থিতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ গত কয়েক বছরে ইসলামী ব্যাংক খাতে অস্বচ্ছ ঋণনীতি ও অনিয়মের কারণে যে আর্থিক বিপর্যয় তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে এটি হবে একটি বড় সংস্কারমূলক পদক্ষেপ।

স্টকমার্কেটবিডি.কম////

মাকে ৩৬ কোটি টাকার শেয়ার উপহার দিলেন মির্জা আব্বাসের ছেলে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মাকে শেয়ারবাজারে তালিকাভুক্ত একটি ব্যাংকের ৩৬ কোটি টাকা শেয়ার উপহার দিচ্ছেন সন্তান। আজ রোববার সন্তানের পক্ষ থেকে মাকে শেয়ার উপহার দেওয়ার এই ঘোষণা দেওয়া হয়েছে।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেওয়া এক ঘোষণায় বলা হয়েছে, শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংকের বর্তমান পরিচালক মির্জা ইয়াসির আব্বাস তাঁর মা আফরোজা আব্বাসকে ব্যাংকের ৩ কোটি ১৩ লাখ শেয়ার উপহার দেবেন।

ঢাকার শেয়ারবাজারে আজ ঢাকা ব্যাংকের প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ১১ টাকা ৫০ পয়সা। সেই হিসেবে ৩ কোটি ১৩ লাখ শেয়ারের বাজার মূল্য দাঁড়ায় প্রায় ৩৬ কোটি টাকা।

ডিএসইতে প্রকাশিত ঘোষণায় আরও বলা হয়েছে, আফরোজা আব্বাস নিজেও ঢাকা ব্যাংকের একজন উদ্যোক্তা। তবে তিনি বর্তমান পরিচালনা পর্ষদে নেই। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত কোনো কোম্পানির পরিচালক হতে হলে ওই পরিচালকের হাতে কোম্পানিটির ন্যূনতম দুই শতাংশ শেয়ার থাকা বাধ্যতামূলক।

ঢাকা ব্যাংকের বর্তমান পরিচালক মির্জা ইয়াসির আব্বাস তাঁর মাকে যে পরিমাণ শেয়ার উপহার দিচ্ছেন তা ব্যাংকটির মোট শেয়ারের প্রায় ৩ শতাংশ। ফলে উপহারের এই শেয়ার নিয়েই আফরোজা আব্বাস পরবর্তী সময়ে ব্যাংকটির পরিচালক হতে পারবেন। ব্যাংক–সংশ্লিষ্ট সূত্র জানায়, মাকে ব্যাংকের পরিচালক করতেই ছেলের পক্ষ থেকে এই শেয়ার উপহার দেওয়া হচ্ছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ঢাকা ব্যাংক। সর্বশেষ গত বছরের ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ারের ৪৪ শতাংশই ছিল এটির উদ্যোক্তা-পরিচালকদের হাতে। ব্যাংকের উদ্যোক্তাদের মধ্যে অন্যতম ছিলেন বিএনপি নেতা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও তার স্ত্রী আফরোজা আব্বাস।

স্টকমার্কেটবিডি.কম////

পাঁচ ব্যাংকে প্রশাসক নিয়োগ চলতি সপ্তাহেই

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি সপ্তাহেই পাঁচটি সংকটাপন্ন ইসলামী ব্যাংকের জন্য প্রশাসক নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংককে রাষ্ট্রীয় মালিকানাধীন একটি নতুন শরিয়াহভিত্তিক ব্যাংকে একীভূত করার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশের-২০২৫ আওতায় ব্যাংক খাত সংস্কারের অংশ হিসেবে এই একীভূতকরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার এ অধ্যাদেশটি জারি করে ব্যাংক খাতে প্রয়োজনীয় একত্রীকরণ ও অধিগ্রহণের আইনি কাঠামো তৈরি করেছে।

প্রশাসক নিয়োগের পর সংশ্লিষ্ট পাঁচ ব্যাংকের পরিচালনা পর্ষদ বিলুপ্ত হবে এবং তাদের একীভূত করার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে। বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে রাজধানীর মতিঝিলের সেনাকল্যাণ ভবনের ১৭ তলায় ২ হাজার ৩৩৬ বর্গফুটের একটি অফিস বরাদ্দ দিয়েছে, যেখান থেকে নতুন রাষ্ট্রীয় ইসলামী ব্যাংক ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক পিএলসি’ বা ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক অব বাংলাদেশ পিএলসি’ গঠনের কার্যক্রম পরিচালিত হবে।

তিনি আরও জানান, প্রশাসক নিয়োগের সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা করা হবে। এরপর ধাপে ধাপে একীভূতকরণের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। গভর্নর ড. আহসান এইচ মনসুরের নেতৃত্বে ব্যাংক একীভূতকরণের বিস্তারিত রোডম্যাপ তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক, যা খুব শিগগিরই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের জন্য উত্থাপন করা হবে। অনুমোদন মিললেই বাংলাদেশ ব্যাংক গেজেট প্রকাশ করে একীভূতকরণের আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান মনে করেন, এই একীভূতকরণ দেশের ব্যাংক খাতকে স্থিতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ গত কয়েক বছরে ইসলামী ব্যাংক খাতে অস্বচ্ছ ঋণনীতি ও অনিয়মের কারণে যে আর্থিক বিপর্যয় তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে এটি হবে একটি বড় সংস্কারমূলক পদক্ষেপ।

স্টকমার্কেটবিডি.কম////