ব্যাংকিং খাতে ঋণ ছাড়াল ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা, যা মোট ঋণের ৩৫.৭৩ শতাংশ। এ সময়ে মোট বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৩ হাজার ৮৪০ কোটি টাকা। এ হিসাব চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের।

বুধবার এ তথ্য প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

২০২৪ সালের ৩০ জুনে ব্যাংকিং খাতের খেলাপি ঋণের পরিমাণ ছিল ২ লাখ ১১ হাজার ৩৯২ কোটি টাকা। যা মোট ঋণের ১২.৫৬ শতাংশ।

সেই সময় মোট বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ১৬ লাখ ৮৩ হাজার ৩৯৬ কোটি টাকা। এক বছর তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ১৫ লাখ ৯২ হাজার ৪৪৬ কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম////

এপেক্স ফুটওয়্যারের ৩৫তম এজিএম অনুষ্ঠিত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এপেক্স ফুটওয়্যার লিমিটেড এর ৩৫তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্ম এর মাধ্যমে গত ২৬ নভেম্বর ২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত হয়।

এই সভায় কোম্পানীর অন্যান্য আলোচ্য সূচীর পাশাপাশি ২০২৪-২০২৫অর্থ বছরের জন্য ২৫ শতাংশনগদ এবং ২৫ শতাংশ স্টক লভ্যাংশ শেয়ারহোল্ডাদের সর্বসম্মতিতে অনুমোদিত হয়।

সভায় কোম্পানীর চেয়ারম্যানএবং স্বতন্ত্র¿ পরিচালক জনাব গোলাম মইন উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিমমঞ্জুর ও অন্যান্য পরিচালকসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম////

লেনদেনের শীর্ষে শাহজিবাজার; ২য় স্থানে ওরিয়ন ইনফিউশন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের চতূর্থ কর্মদিবস বুধবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে শাহজিবাজার পাওয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১৯ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে ওরিয়ন ইনফিউশনের শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ১৭ লাখ টাকা।

সামিট পোর্টের ১৬ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বারাকা পতেঙ্গা পাওয়ারের ১৫ কোটি ৮৬ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ১৫ কোটি ২১ লাখ, রানার অটোসের ১২ কোটি ৬১ লাখ, আনোয়ার গ্যালভানাইজিংর ১২ কোটি ৩৩ লাখ, ডমিনেজ স্টিলের ১১ কোটি ৫২ লাখ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ১০ কোটি ৭৩ লাখ ও মুন্নু সিরামিকসের ৯ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. শাহজিবাজার পাওয়ার
  2. ওরিয়ন ইনফিউশন
  3. সামিট পোর্ট
  4. বারাকা পতেঙ্গা পাওয়ার
  5. খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ
  6. রানার অটোস
  7. আনোয়ার গ্যালভানাইজিং
  8. ডমিনেজ স্টিল
  9. সিমটেক্স ইন্ডাস্ট্রিজ
  10. মুন্নু সিরামিকস।

ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে সামান্য কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের চতূর্থ কর্মদিবস বুধবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫০০৯ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৪.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৫০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৪৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫২৭ কোটি ৮৭ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৬৩৬ কোটি ৩৮ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৮৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৫৭টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৭৪টির আর অপরিবর্তিত আছে ৫৪টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – শাহজিবাজার পাওয়ার, ওরিয়ন ইনফিউশন, সামিট পোর্ট, বারাকা পতেঙ্গা পাওয়ার, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, রানার অটোস, আনোয়ার গ্যালভানাইজিং, ডমিনেজ স্টিল, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ও মুন্নু সিরামিকস।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ১১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ৭৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৮টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৮ কোটি ৭০ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ২১ কোটি ৯০ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

গোল্ডেন সনের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি গোল্ডেন সন লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ৩০ নভেম্বর বেলা ৪টায় রাজধানীর গুলশানে কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় এই বছরের এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির উক্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ইষ্টার্ণ হাউজিংয়ের ভারপ্রাপ্ত এমডি নিয়োগ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন শিল্প খাতের কোম্পানি ইষ্টার্ণ হাউজিং পিএলসির নতুন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি অনুষ্ঠতি কোম্পানিটির এক বোর্ড সভায় নতুন এমডি হিসাবে আমিনুল করিম সিদ্দিকীকে নিয়োগ দিয়েছে।

কোম্পানিটির নতুন এমডি এখন থেকে অর্পিত দ্বায়িত্ব পালন শুরু করবেন বলে ডিএসইকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/////

ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিয়ে নতুন নির্দেশনা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিয়ে কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত ব্যাংক-কম্পানির কর্মকর্তা-কর্মচারীদের একান্ত অপরিহার্য কারণ ছাড়া বিদেশে না যাওয়ার স্পষ্ট নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নির্বাচনকালীন সময়ে ব্যাংকিং খাতে কোনো শূন্যতা বা প্রশাসনিক বিঘ্ন তৈরি না হয়, তা নিশ্চিত করতেই এ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনের সময়কে বিবেচনায় রেখে ব্যাংকিং কার্যক্রমকে স্থিতিশীল ও নির্বিঘ্ন রাখতে এই সীমিত ভ্রমণনীতি কার্যকর করা হলো। নির্দেশনায় ব্যাংক-কম্পানির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের অতি জরুরি প্রয়োজন ছাড়া দেশের বাইরে ভ্রমণ পরিহারের কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

ব্যাংক কম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক, যা অবিলম্বে কার্যকর হবে।

স্টকমার্কেটবিডি.কম/////