স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে সামান্য কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের চতূর্থ কর্মদিবস বুধবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫০০৯ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৪.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৫০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৪৬ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫২৭ কোটি ৮৭ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৬৩৬ কোটি ৩৮ লাখ টাকা।
ডিএসইতে দিনভর ৩৮৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৫৭টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৭৪টির আর অপরিবর্তিত আছে ৫৪টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – শাহজিবাজার পাওয়ার, ওরিয়ন ইনফিউশন, সামিট পোর্ট, বারাকা পতেঙ্গা পাওয়ার, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, রানার অটোস, আনোয়ার গ্যালভানাইজিং, ডমিনেজ স্টিল, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ও মুন্নু সিরামিকস।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ১১ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ১৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ৭৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৮টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৮ কোটি ৭০ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ২১ কোটি ৯০ লাখ টাকা।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ।
স্টকমার্কেটবিডি.কম/এসবি