রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দুদক প্রাইমারি শিক্ষকদের অন্যায় আমলে নিলেও বেসিক ব্যাংকের হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারির কোন কার্যকর ব্যবস্থা নেয়নি। হাইকোর্টের নির্দেশনার পরও বেসিক ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান দুদকের আওতার বাইরে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রবিবার সংসদের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জামায়াতকে নির্বিয্য করা গেলেও রাজনৈতিকভাবে পরাজিত করা যায়নি। তারা মিসরের মুরসি অথবা তুরস্কের এরদোগানের মতো আবার ফিরে আসতে চায়। আর সেই সময়টা জামায়াত সামাজিক কর্মকাণ্ড, যেমন- স্কুল, কলেজ, পাঠাগার প্রতিষ্ঠা, স্বাস্থ্য সেবা দেওয়া এ ধরনের কাজে লিপ্ত থাকতে চায়। সেটা সময়ের ব্যাপার মাত্র। ইতিমধ্যে তার (জামায়াতের) জায়গা নিতে যাচ্ছে ‘মোল্লাতন্ত্র’, যার প্রধান পৃষ্ঠপোষক হেফাজত। মনে হয় আমরা পাকিস্তানের খাজা শাহাবুদ্দিনের যুগে ফিরে যাচ্ছি। মনে হচ্ছে পাকিস্তানের প্রথম যুগের মতো নজরুলের কবিতার মুসলমানি করিয়ে যেমন ‘মহাশ্মশান’-এর বদলে ‘গোরস্থান’ আবৃত্তি করনো হয়েছিল আবারও তা করতে হবে।
স্টকমার্কেটবিডি.কম/এম