স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
বিদেশ ভ্রমণের জন্য ব্যাংকের মাধ্যমে বৈধভাবে ডলার বা অন্যান্য বৈদেশিক মুদ্রা কিনতে গিয়ে অতিরিক্ত চার্জ গুনতে হচ্ছে, এমন অভিযোগ দীর্ঘদিন ধরেই পাওয়া যাচ্ছিল। এসব অভিযোগ আমলে নিয়ে এখন কড়া অবস্থান নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
শনিবার (১৭ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এখন থেকে কোনো ব্যাংক গ্রাহকের পাসপোর্টে বৈদেশিক মুদ্রা এনডোর্স করতে সর্বোচ্চ ৩০০ টাকার বেশি ফি নিতে পারবে না। এর বাইরে ‘সার্ভিস ফি’, ‘কমিশন’ বা অন্য কোনো নামেও অতিরিক্ত কোনো অর্থ আদায় করা যাবে না।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, তফসিলভুক্ত অনেক ব্যাংক পাসপোর্টে ডলার এনডোর্সমেন্টের সময় ৩০০ টাকার বাইরে অতিরিক্ত সার্ভিস চার্জ বা কমিশন নিচ্ছে, যা গ্রাহকদের জন্য বাড়তি বোঝা তৈরি করছে।
স্টকমার্কেটবিডি.কম///