ওয়ালটন হাই-টেকের আইপিও বিডিং শুরু ২ মার্চ

waltonস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য বুক বিল্ডিং পদ্ধতিতে ইলেক্ট্রনিক বিডিং আগামী ২ মার্চ অনুষ্ঠিত হবে। এই বিডিং ৭২ ঘন্টা চলবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্রটি জানায়, আগামী ২ মার্চ থেকে ওয়ালটন হাই-টেক ইন্ড্রাস্ট্রিজের শেয়ার ক্রয়ে এই বিডিং শুরু হবে। পরবর্তী ৩ দিন এই বিডিং চলবে। এতে অংশ নেওয়া কোম্পানিগুলো একটি প্রাথমিক দরে ক্রয় প্রস্তাব (কাট অফ প্রাইস) দিতে পারবেন।
এই আগে গত ৭ জানুয়ারি বিডিংয়ের মাধ্যমে কাট অফ প্রাইস নির্ধারণের অনুমোদন পায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

কোম্পানিটি আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করবে। আর এই অর্থ কোম্পানির ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিওর ব্যয় মেটাতে কাজে লাগানো হবে।

সর্বশেষ ৫ অর্থবছরে কোম্পানিটির ভারিত গড় হিসাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২৮ টাকা ৪২ পয়সা। আর ৩০ জুন, ২০১৯ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) ছিল ২৪৩ টাকা ১৬ পয়সা। আর পুনর্মূল্যায়ন সঞ্চিতি ছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৩৮ টাকা ৫৩ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে আছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *