ডমিনেজ স্টিলের আইপিও আবেদন ১৯ অক্টোবর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের আইপিও আবেদন আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

কোম্পানিটির আইপিও আবেদন ১৯ অক্টোবর সকাল ১০টা থেকে শুরু হবে। আগ্রহীরা ২৫ অক্টোবর বিকেল সাড়ে ৫টা পর্যন্ত আইপিওতে আবেদন করতে পারবেন।

আইপিও আবেদনকারীরা প্রতি লট শেয়ারের জন্য ৫০০০ টাকা করে জমা দিবে।

ভবন নির্মাণ, ইলেট্রিক্যাল ইনস্ট্রলেশন, প্লান্ট অ্যান্ড মেশিনারিজ ক্রয় ও আইপিও খরচ পরিচালনা করার জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ডমিনেজ স্টিল বিল্ডিংকে আইপিওর মাধ্যমে ৩০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছে।

কোম্পানিটি আইপিওতে অভিহিত মূল্যে বা ১০ টাকা করে শেয়ার ইস্যুর মাধ্যমে এই ৩০ কোটি টাকা সংগ্রহ করবে।

ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮৩ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১৯.৮১ টাকা।

কোম্পানিটিকে শেয়ারবাজারে অনতে ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *