ড্রাগন গ্রুপের শ্রমিকদের বেতন পরিশোধের দাবি

dragonস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রভিডেন্ট ফান্ড, সার্ভিস বেনিফিট, অর্জিত ছুটির টাকাসহ সব আইনানুগ পাওনা পরিশোধের দাবি জানিয়েছে ড্রাগন গ্রুপের শ্রমিকরা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানান ড্রাগন ইম্পেরিয়াল সোয়েটার কারখানার শ্রমিক-কর্মচারীরা।

বিক্ষোভ সমাবেশে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মঞ্জুরুল মইন বলেন, ‘ড্রাগন কারখানা বন্ধ হয়েছিল ২৬ মার্চ। মালিক আমাদের বলেছিলেন, কুমিল্লায় কারখানা স্থানান্তরিত হবে। কুমিল্লা এখান থেকে ৪০ কিলোমিটারের বেশি দূরে। শ্রমিকরা কুমিল্লার কারখানা জয়েন করতে বাধ্য না। শ্রমিকরা না গেলে তাদের আইনানুগ পাওনা দিয়ে দিতে হবে বলে মালিককে আমরা জানাই। মালিক মে মাসের ১২ তারিখ নোটিশ দিয়ে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। ’

তিনি বলেন, ‘শ্রমিকরা প্রতিদিন কারখানার গেটে গিয়ে কাজের জন্য দাঁড়িয়ে ছিলেন কিন্তু তারা কাজ করতে পারেননি। আমরা তখন মালিককে বললাম শ্রমিকদের কী হবে? মালিক বলেন, শ্রমিকদের তালিকা দেন। শ্রম দপ্তরের লোকজন বলে, সবুর করেন, আলোচনা হচ্ছে। এর একটি সমাধান হবে। ’

তিনি বলেন, ‘গতকাল মালিকের পক্ষ থেকেও মন্ত্রণালয়ের কর্মকর্তারা বললেন, ৭ শতাংশ করে শ্রমিকরা যে টাকা জমা রেখেছেন, তা ফেরত দেবেন মালিক। শ্রমিকরা করোনা ভাইরাসের সময় সরকারের যে প্রণোদনার টাকা পেয়েছিল বেতন হিসেবে, সে টাকা কেটে রেখে শ্রমিকের জমা করা টাকা শ্রমিককে ফেরত দেবে। শ্রমিকরা প্রভিডেন্ট ফান্ডে প্রতি মাসে ৭ শতাংশ করে টাকা দিয়েছে আর মালিকের ৮ শতাংশ টাকা দেওয়ার কথা। মালিকের টাকা মালিক দেবে, আর এর সঙ্গে শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা যুক্ত হবে। সুদে-আসলে শ্রমিকের সব টাকা ফেরত দিতে হবে। ’

বিক্ষোভ সমাবেশ শেষে শ্রম মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন বলে জানান এ নেতা।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *