অবশেষে কমলো রেপো রেট, চাঙ্গা শেয়ারবাজার

Raghu-655x360স্টকমার্কেট ডেস্ক :

রেপো রেট ০.৫ % কমাল রিজার্ভ ব্যাংক, তবে আর্থিক পর্মযালোচনার পর ক্যাশ রিজার্ভ রেশিও অপরিবর্তিত রইল। এর ফলে গৃহঋণ সহ অন্যান্য কর্পোরেট ঋণে সুদের হার কমবে৷ মঙ্গলবার ছিল দু’মাস অন্তর চতুর্থ আর্থিক পর্যালোচনার বৈঠক৷ এদিকে রিজার্ভ ব্যাংকের এমন সিদ্ধান্তে শেয়ারবাজারও চাঙ্গা৷ সেনসেক্স ইতিমধ্যেই বেড়েছে প্রায় আড়াইশো পয়েন্ট৷

রেপো রেট .৫ শতাংশ বা ৫০বেসিস পয়েন্ট কমানো হল ফলে তা ৭.২৫ শতাংশ থেকে কমে গিয়ে দাঁড়াল ৬.৭৫ শতাংশে৷ অন্যদিকে রিভার্স রেপো রেট হল ৫.৭৫ শতাংশ৷ তবে নগদ জমার অনুপাত বা ক্যাশ রিজার্ভ রেসিও অপরিবর্তির রাখা হয়েছে ৪ শতাংশে৷ রেপো রেট কমানোর চাপ আসছিল শিল্পমহলের কাছ থেকে৷ কমানোর জন্য সওয়াল করতে দেখা যাচ্ছিল খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকেও৷

তাছাড়া ব্যাংক কর্তারাও মনে করছিলেন এবার তা কমানো দরকার৷ ফলে নানা মহলেও আজ আশা করা হচ্ছিল রেপো রেট কমানোর৷ সেটাই অবশেষে দেখা গেল৷ এটাই রাজন জমানায় আর্থিক নীতি পর্যালোচনায় এটাই সবচেয়ে বড় রিপো রেট হ্রাস পেল৷ ফলে ২০১১ মার্চের পর এখনই রেপো রেট সর্বনিম্নে৷ এর আগে ২০১৩ সেপ্টেম্বর থেকে রাজন তিন বার রেপো রেট বাড়িয়েছিলেন এবং তিন বার তা কমিয়েছেন তবে প্রতিবারই তা ছিল ২৫ বেসিস পয়েন্ট বা .২৫ শতাংশ৷ এদিকে ২০১৫-১৬ আর্থিক বছরে বৃদ্ধির হার কমিয়ে ধরা হয়েছে ৭.৪ শতাংশ , যা আগে ৭.৬ শতাংশ ধরা হয়েছিল৷

স্টকমার্কেটবিডি.কম/বিএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *