ইউনাইটেড গ্রুপকে এলএনজি পাওয়ার প্লান্টের অনুমোদন

unitedস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বেসরকারী খাতে দেশের অন্যতম বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউনাইটেড গ্রুপকে আরো ৬০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তরলকৃত প্রাকৃতিক গ্যাসভিত্তিক (এলএনজি) পাওয়ার প্লান্টের অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

গত ২৪ ফেব্রুয়ারী এই অনুমোদনটি দেয় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

প্রাইভেট সেক্টর পাওয়ার জেনারেশন পলিসি অব বাংলাদেশ-১৯৯৬ এবং বিদ্যুৎ ও জ্বালানীর দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষবিধান) আইন, ২০১০ (সংশোধিত ২০১৮) এর অধিনে বিওও ভিত্তিতে ২২ বৎসর মেয়াদি এ বিদ্যুৎ কেন্দ্র হতে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রীডে যুক্ত হবে।

এই পাওয়ার প্লান্টটি চট্টগ্রামের আনোয়ারায় স্থাপিত হবে বলে কোম্পানি সূত্রে জানা যায়।

উল্লেখ্য যে, ইউনাইটেড গ্রুপ এর অধীনে বর্তমানে ১০টি বিদ্যুৎ কেন্দ্র পরিচালিত হচ্ছে যার সর্বমোট উৎপাদন ক্ষমতা ১০০০ মেগাওয়াটের অধিক। গত ২১শে ফেব্রুয়ারী থেকে জামালপুর পাওয়ার প্লান্টে ১১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাণিজ্যিকভাবে শুরু হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *