ইরানের নতুন মুদ্রার নাম তুমান

000000000000000000স্টকমার্কেটবিডি ডেস্ক :

ইরানি মুদ্রার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। নতুন ঘোষণা অনুযায়ী, ইরানি মুদ্রা রিয়ালের নাম বদলে ‘তুমান’ রাখা হয়েছে।

পাশাপাশি ইরানের ব্যাংক নোট থেকে চার শূন্য বাদ দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর ইরনা’র।

বুধবার ইরানি মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের নাম বদল সংক্রান্ত প্রস্তাবটি অনুমোদন করা হয়।
এ সিদ্ধান্ত কার্যকর হলে এক লাখ রিয়ালের নোট হয়ে যাবে ১০ তুমান।

জানা গেছে, ১৯৩০ সাল পর্যন্ত ইরানি মুদ্রার নাম তুমানই ছিল। কিন্তু পরবর্তীতে রিয়াল নাম গ্রহণ করার কারণে এক দেশের একই মুদ্রার দুই নাম হয়ে যায়।

এতে বিদেশিরা অনেক ক্ষেত্রে অর্থের হিসাবের সময় দ্বিধাগ্রস্ত হয়ে পড়তেন।

নতুনভাবে রিয়াল থেকে তুমান করা হলে বিপুল পরিমাণ অর্থ বহন ও হিসাবের বিড়ম্বনা কমে যাবে। একইসঙ্গে ডলারের বিপরীতে তুমানের মান অনেকাংশে বেড়ে যাবে বলে আশা করছে ইরান।

গত জানুয়ারি মাসে কেন্দ্র্রীয় ব্যাংকের পক্ষ থেকে রিয়ালকে তুমানে পরিণত করা ও চার শূন্য বাদ দেওয়ার জন্য একটি বিল সরকারের কাছে জমা দেওয়া হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *