এপ্রিলে ডিএসইর মাধ্যমে রাজস্ব আদায় বেড়েছে

dseনিজস্ব প্রতিবেদক :

চলতি বছরের এপ্রিল মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে সরকারের রাজস্ব আদায় বেড়েছে। সরকার এ মাসে ৩৫ কোটি ৮ লাখ টাকার রাজস্ব আদায় করেছে। যার পরিমাণ মার্চ মাসে ছিল ৩১ কোটি ২৯ লাখ টাকা। ডিএসই থেকে এ তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, ডিএসইর ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে লেনদেনের ওপরে এপ্রিল মাসে ১৫ কোটি ৩২ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। একইসঙ্গে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রয় বাবদ আদায় হয়েছে ১৯ কোটি ৭৬ লাখ টাকা।

অপরদিকে সরকার মার্চ মাসে ডিএসইর ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে ২১ কোটি ৭৭ লাখ টাকা ও উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রয় বাবদ ৯ কোটি ৫২ লাখ টাকার রাজস্ব আদায় করে।

স্টকমার্কেটবিডি.কম/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *