ওটিসি রুলস ২০১৮-এর খসড়া অনুমোদন দিল বিএসইসি

otcস্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সর্বশেষ কমিশন সভায় ওটিসি রুলস ২০১৮-এর খসড়া অনুমোদন করেছে। জনমত যাচাইয়ের জন্য শিগগিরই খসড়াটি প্রকাশ করা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে।

প্রস্তাবিত খসড়ায় বলা হয়েছে, ওটিসিতে লেনদেনের জন্য শেয়ারবাজারের বাইরে থাকা কোম্পানিগুলোও আবেদন করতে পারবে। এজন্য কোম্পানি চাইলে তার পক্ষে আবেদন দাখিলের জন্য একজন মার্চেন্ট ব্যাংকার নিয়োগ করতে পারবে। আবেদন পাওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জ আবেদন গ্রহণ কিংবা প্রত্যাখ্যানের বিষয়ে সিদ্ধান্ত জানাবে।

স্টক এক্সচেঞ্জের অন্য কোনো প্লাটফর্মে তালিকাভুক্তি কিংবা পুনঃতালিকাভুক্তির তারিখ থেকে অথবা কোম্পানির অনুরোধে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ কোনো কোম্পানির ওটিসি সুবিধা স্থগিত বা বাতিল করতে পারবে। তাছাড়া পুঁজিবাজার ও বিনিয়োগকারীর স্বার্থে বিএসইসি কিংবা স্টক এক্সচেঞ্জ যে কোনো সময় ওটিসির যে কোনো কোম্পানির লেনদেন স্থগিত করতে পারবে। তবে এক্ষেত্রে অবশ্যই শুনানিতে কোম্পানির বক্তব্য উপস্থাপনের সুযোগ দেয়া হবে।

স্টক ব্রোকার বা ডিলারের মাধ্যমেই ওটিসিতে কোম্পানির শেয়ার লেনদেন করতে হবে। স্টক এক্সচেঞ্জের প্রচলিত বিধি অনুসারে কার্যাদেশ নিষ্পত্তি হবে। ওটিসির কোম্পানিগুলোর ব্যবসার ধরন অনুসারে এক্সচেঞ্জের পক্ষ থেকে ক্যাটাগরি করা হবে। বিএসইসির অনুমোদন সাপেক্ষে এক্সচেঞ্জ লেনদেনের ওপর বিভিন্ন ফি, কমিশন ও চার্জ নির্ধারণ করবে।

তাছাড়া কমিশনের অনুমোদনক্রমে স্টক এক্সচেঞ্জ ওটিসির কোম্পানিগুলোর জন্য আর্থিক তথ্য ও প্রতিবেদন সংক্রান্ত শর্তাবলি নির্ধারণ করবে। স্টক এক্সচেঞ্জ কমিশনের পূর্বানুমতি সাপেক্ষে ‘ওটিসি ব্যবহারিক বিধিমালা’ প্রকাশ করতে পারবে, যাতে সে আইনের বিধি-বিধানগুলো থাকবে এবং এটি এ আইনের অংশ হিসেবে বিবেচিত হবে।

আলোচ্য আইনের কোনো বিধান সম্পর্কে কোনো ধরনের অস্পষ্টতা বা সন্দেহের উদ্রেক হলে কমিশন এ ব্যাপারে ব্যাখ্যা প্রদান করবে। তাছাড়া কমিশন এ আইনের আলোকে নির্দেশনা ও গাইডলাইন জারি করতে পারবে। যে কোনো যুক্তিসঙ্গত কারণে কমিশন বিধি-নিষেধ কিংবা শর্ত আরোপ করতে পারবে।

এ আইনের কোনো বিধান লঙ্ঘনের জন্য কমিশন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯-এর আওতায় শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে। কমিশন এ আইনের যে কোনো শর্ত পরিপালনের বাধ্যবাধকতা থেকে যে কোনো ব্যক্তি বা কোম্পানিকে অব্যাহতি দিতে পারবে।

প্রস্তাবিত রুলসটি কার্যকর হলে এর আগের ২০০১ সালের ওভার দ্য কাউন্টার রুলসটি বাতিল হয়ে যাবে। তবে আগের রুলসের আওতায় গৃহীত যে কোনো কার্যক্রম নতুই আইনের আওতায় গণ্য হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *