গার্মেন্টস শ্রমিকদের বোনাস ১০ জুনের মধ্যে পরিশোধের আহ্বান

garmentsস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গার্মেন্টস শ্রমিকদের বেতন ৭ জুনের মধ্যে এবং বোনাস ১০ জুনের মধ্যে পরিশোধের জন্য গার্মেন্টস মালিকদের বৃহৎ দুই সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ’র প্রতি আহ্বান জানিয়েছে সরকার।

রবিবার (২৭ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বৈঠকে এ আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এ বৈঠকে যানজট নিরসনে ১২, ১৩ ও ১৪ জুন পর্যায়ক্রমে গার্মেন্টস শ্রমিকদের ছুটি দিতে বিজিএমইএ ও বিকেএমইএ’কে ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানিয়েছেন তিনি।

বৈঠক শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই এ তথ্য জানিয়েছেন।

বৈঠকে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, আইজিপি জাবেদ পাটোয়ারীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *