চালের বাজার অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়া হয়েছে : খাদ্যমন্ত্রী

FOOD MINISTERস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

খোলাবাজারে চাল বিক্রি প্রতিটি পয়েন্টে দ্বিগুণ করা হয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ধান চাল মজুদ করে যেসব অসাধু ব্যবসায়ীরা বাজার অস্থিতিশীল করছে, তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়া হয়েছে। আজ রাজধানীর মোহাম্মদপুরে খোলাবাজারে চাল বিক্রি কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

স্বল্প আয়ের মানুষের জন্য ওপেন মার্কেট সেল ওএমএস’এর মাধ্যমে চাল বিক্রি বাড়িয়ে বাজার নিয়ন্ত্রণ করতে চায় মন্ত্রণালয় জানিয়ে তিনি আরও বলেন, মন্ত্রণালয়ের পরিদর্শকরা বাজার মনিটরিং করছেন। এ বিষয়ে শক্ত অবস্থানে রয়েছি। যদি কোন ডিলার ব্যত্যয় ঘটায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে এবং ডিলারশিপ বাতিল করা হবে। এছাড়াও আজ থেকে খোলাবাজারে চাল বিক্রি প্রতিটি পয়েন্টে দ্বিগুণ করা হয়েছে। ১ হাজার কেজি চাল ৫ কেজি করে প্রতিটি ডিলার পয়েন্ট থেকে ২০০ জন কিনতে পারবেন এ পুষ্টি চাল।

স্টকমার্কেটবিডি.কম/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *