ডিএসইতে ১২৩৮ ও সিএসইতে ৬৯ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের উত্থানে লেনদেন বেড়েছে। তবে কমেছে অন্য দুই সূচক ও শেয়ারদর। সেখানে ১২৩৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। গতকালের মতো অাজও সূচক ৫৮৬০ পয়েন্ট অতিক্রম করে। যা সূচকটির যাত্রা শুরুর পর সর্বোচ্চ। এদিকে, এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন বেড়েছে। সেখানে ৬৯ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। তবে এদিন কমেছে শেয়ারদর। ডিএসই ও সিএসই’র বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ বুধবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১২৩৮ কোটি ৭৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১ কোটি ৩৬ লাখ টাকা বেশি। গতকাল মঙ্গলবার সেখানে ১২৩৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে প্রধান সূচক ১৪.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৮৯১ পয়েন্টে। সূচকটি যাত্রার সাড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩১৫ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৫.২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৩১ পয়েন্টে।

তবে আজ লেনদেন হওয়া মোট ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ১৩২টির, কমেছে ১৫৫টির আর অপরিবর্তিত থাকে ৪২টির দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে– লংকাবাংলা ফাইন্যান্স,  সিএন্ড এ টেক্সটাইলস, সাইফ পাওয়ার, তুংহাই নিটিং, ফুয়াং ফুডস, সিটি ব্যাংক, বিবিএস ক্যাবলস, অাইএফআইসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও ওয়ান ব্যাংক।

এদিকে, আজ বুধবার দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৬৯ কোটি ১৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ৬ কোটি ৬৫ লাখ টাকা বেশি। গতকাল মঙ্গলবার এই লেনদেন ৬২ কোটি ৪৮ লাখ টাকা ছিল।

এদিন দিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৫৬.১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৭৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয় ২৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল অারএকে সিরামিক ও বিবিএস ক্যাবলস ।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *