ডিএসই বাজার মূলধন হারিয়েছে ৩,৮২৩ কোটি টাকা

dse1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে ১.৪৫ শতাংশ। সপ্তাহশেষে বেশিরভাগ শেয়ারের দর কমায় কমেছে সূচক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ সপ্তাহে ডিএসইতে ৪৪৫৪ কোটি ৭২ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ৪৩৯০ কোটি ৯০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১.৪৫ শতাংশ কম।

গত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে ৮৯০ কোটি ৯৪ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ৮৭৮ কোটি ১৮ লাখ টাকার লেনদেন হয়েছে।

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ছিল ৩,৮৭,০৪৬ কোটি টাকা। যা সপ্তাহের শেষদিনে কমে দাঁড়িয়েছে ৩,৮৩,৩২২ কোটি টাকা। এ হিসাবে গত সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইতে বাজার মূলধন কমেছে দশমিক ৯৯ শতাংশ বা ৩,৮২৩ কোটি টাকা।

এসময় ডিএসইর প্রধান সূচক ডিএসই্ক্স ৩২.২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩০৫ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক পয়েন্ট ১৩.৯৫ পয়েন্ট কমে দাড়িয়েছে ১৮৯০ পয়েন্টে। শরিয়াহ সূচক ১৩.৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৫৯ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৪৩ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ১৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি প্রতিষ্ঠানের। আর ১টি শেয়ারের কোনো লেনদেনের হয়নি।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ২৪৯ কোটি টাকার শেয়ার। সার্বিক সূচক বেড়েছে দশমিক ৪৩ শতাংশ।

সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩১টি কোম্পানির। আর দর কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *