ডিসেম্বরের পর অ্যালায়েন্সের কার্যক্রম থাকবে না: মরিয়ার্টি

b6ec3f3711da3aaf59691ec691f7d308-5b548761b4b00স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি আগামী ডিসেম্বরের পর বাংলাদেশে কার্যক্রম চালাবে না। এই সময়ের মধ্যে অ্যালায়েন্সের সদস্য কারখানার সব ধরনের সংস্কারকাজ শেষ হয়ে যাবে।

রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে আজ রবিবার বিকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক ও ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।

তিনি বলেন, ‘ডিসেম্বরের পর অ্যালায়েন্স আর বাড়তি সময় চাইবে না। এই সময়ের মধ্যে জোটের প্রাথমিক দায়িত্ব সম্পন্ন হয়ে যাবে। তবে অ্যালায়েন্সের ব্র্যান্ড ও ক্রেতাপ্রতিষ্ঠান চায় যেসব কারখানার সংস্কারকাজ শেষ হয়েছে, তা কোনো সংস্থার অধীনে তদারকি হয়। ব্র্যান্ডরা চায় সংস্কারকাজের ধারাবাহিকতা যেন বজায় থাকে। এ জন্য সরকার ও মালিকপক্ষের সঙ্গে আমরা কথা বলছি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যালায়েন্সের বোর্ড সদস্য বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর সভাপতি তপন চৌধুরী, ভিএফ করপোরেশনের ভাইস প্রেসিডেন্ট শন কেডি, ব্র্যাক ইউকের চেয়ার শিমন সুলতানা, ওয়ালমার্টের প্রতিনিধি মারকো রেইজ প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *