ডেসটিনির পরিচালকদের মুক্তির দাবিতে মানববন্ধন

b3c57496be4257aba9157c5baeb3da69-5bf9148a87215স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ডেসটিনি-২০০০ লিমিটেডের পরিচালকদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ডেসটিনির বিনিয়োগকারী ও ক্রেতা পরিবেশকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘ডেসটিনির জন্য তারা ক্ষতিগ্রস্ত ও প্রতারিত হয়নি। ডেসটিনি থেকে অর্থপাচার হয় নাই। সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও মনগড়া তথ্যের ভিত্তিতে ডেসটিনির বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিনা অপরাধে আমাদের অভিভাবক মোহাম্মদ হোসাইন ও মোহাম্মদ রফিকুল আমীনকে প্রায় সাত বছর ধরে আটকে রাখা হয়েছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, ‘আপনি একজন শিল্পবান্ধব জনদরদী নেতা। আপনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে, তখন একটি কুচক্রী মহল দুদককে বিভ্রান্ত করে আমাদের ৪৫ লাখ বিনিয়োগকারীর ক্ষতিসাধন করে অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে।’

শনিবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে তারা। মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, সদস্য সচিব শরিফুল ইসলাম কাজীসহ প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *