তৃণমূলে ইন্টারনেট সুবিধা পৌঁছে দিতে কাজ করছি: মোস্তাফা জব্বার

mostafaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ইন্টারনেট সুবিধা সবার জন্য অবারিত করতে কাজ চলছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, ‘তৃণমূল পর্যায়ে ইন্টারনেট সুবিধা পৌঁছে দিতে কাজ করছি। বরগুনায় ইন্টারনেট সুবিধা ছিল না। সেখানে সংযোগ দিয়ে আমি জেলা প্রশাসকদের সম্মেলনে যোগ দিয়েছি।

বুধবার (১৭ জুলাই) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে জেলা প্রশাসক সম্মেলনের চতুর্থ দিনের ষষ্ঠ কার্য অধিবেশনে ডিসিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

মন্ত্রী আরও বলেন, ফাইবার অপটিক ক্যাবল নেটওয়ার্ক বসানোর জন্য আমাদের টিম বিভিন্ন জেলায় কাজ করতে যায়। যেহেতু বিষয়টি খুব সেনসেটিভ, তাই তাদের নিরাপত্তার প্রয়োজন। এ জন্য যখন ওই টিম বিভিন্ন জেলায় যাবে, তখন তাদের নিরাপত্তাসহ সব ধরনের সহযোগিতা যেন পায়, সে জন্য ডিসিদের দৃষ্টি আকর্ষণ করেছি। তারা আমাদের আশ্বস্ত করেছেন, ওই টিম বিভিন্ন জেলায় সর্বাত্মক সহযোগিতা পাবে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *