দ্রব্যমূল্য নিয়ে জনগণ অসন্তুষ্ট নয়: কৃষিমন্ত্রী

motiaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় মাত্রায় রয়েছে। এ নিয়ে জনগণ অসন্তুষ্ট নয়।

বুধবার দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত কৃষকদের পুনর্বাসন ও প্রণোদনাবিষয়ক এক সংবাদ সম্মেলনে চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “চালের দাম অবশ্যই কমেছে। তা না হলে ৩৯ টাকায় আমরা চাল কিনতে পারতাম না।”

তিনি বলেন, “আগাম বন্যার কারণে কয়েকটি পণ্যের দাম বেড়েছিল। তবে এখন তা স্বভাবিক সহনীয় মাত্রায় চলে এসেছে। দেশে কোনো খাদ্য ঘাটতি নেই। দাম বৃদ্ধি নিয়ে কারো মধ্যে কোনো অসন্তুষ্টি নেই।”

এবার কৃষকদের ৩৯ কোটি ৬২ লাখ ৮৩ হাজার টাকা কৃষি প্রণোদনা দেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, “এটার উদ্দেশ্য হলো- কৃষকদের উৎসাহিত করা, আবাদের এলাকা বৃদ্ধি করা, ফলন বৃদ্ধি করা, উৎপাদন বৃদ্ধি করা এবং পতিত জমিগুলো আবাদের আওতায় আনা।”

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *