নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

Gar-bg20180624132009স্টকমার্কেটবিডি ডেস্ক :

অশোভন আচরণ ও চাঁদা আদায় এবং মারধরের প্রতিবাদে বিক্ষোভ করছেন নারায়ণগঞ্জের তিনটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় সড়ক অবরোধ করে কারখানায় ভাঙচুরও করেন তারা।

রবিবার (২৪ জুন) সকাল ৮টা থেকে নগরীর শিবু মার্কেট এলাকায় সাকুরা, রেডিক্যাল ও ওসমান গার্মেন্টসের শ্রমিকরা এ বিক্ষোভ করছেন।

শ্রমিকদের অভিযোগ, প্রতিমাসে নির্ধারিত সময়ে বেতন ভাতা দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেন তারা। কিন্তু মালিকপক্ষ তাদের কোনো দাবি মেনে না নিয়ে উল্টো হুমকি দিলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দিতে চাইলে বেলা সাড়ে ১১টার দিকে তারা ফতুল্লা থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। এ প্রতিবেদন (দুপুর সোয়া একটা) লেখা পর্যন্ত সেখানেই অবস্থান করছিলেন তারা।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা থানার সামনে অবস্থান করছেন। আমরা শ্রমিক ও মালিকপক্ষকে নিয়ে বসে ব্যাপারটি দ্রুত সমাধানের চেষ্টা করছি। সূত্র : বাংলানিউজ

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *